ETV Bharat / state

লোকসভার প্রার্থী ঘোষণা হতেই পথচলতি মানুষদের মিষ্টি বিতরণ তৃণমূলের

TMC Workers of Kanthi Constituency: তৃণমূলের ব্রিগেড সভা থেকে প্রার্থী ঘোষণার পর খুশিতে মেতে উঠলেন কাঁথি লোকসভা কেন্দ্রের দলীয় কর্মী-সমর্থকরা ৷ এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে প্রার্থী ঘোষণা করেছেন তিনি উত্তম বারিক ৷ তাঁর নাম ঘোষণার পর মমতা বন্দ্য়োপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন কর্মী-সমর্থকরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 5:56 PM IST

Updated : Mar 10, 2024, 8:03 PM IST

পথচলতি মানুষদের মিষ্টি বিতরণ তৃণমূলের
TMC Workers of Kanthi Constituency
পথচলতি মানুষদের মিষ্টি বিতরণ তৃণমূলের

তমলুক, 10 মার্চ: শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্রিগেডের জনগর্জন সভা থেকে তাদের 42টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার দু'টি নির্বাচনী কেন্দ্র। তাতে তমলুক লোকসভা কেন্দ্র পড়ছে ৷ সেখান থেকে জোড়াফুল চিহ্ন থেকে প্রতিদ্বন্দ্বী করবেন দেবাংশু ভট্টাচার্য ৷ এই জেলার আরও একটি কেন্দ্র কাঁথি লোকসভা ৷ এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন উত্তম বারিক। আর এই কেন্দ্রে উত্তম বারিকের নাম ঘোষণা হতেই কাঁথি চৌরঙ্গি মোড়ে উল্লাসে মেতে উঠেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

এদিন কাঁথির চৌরঙ্গি মোড়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা উল্লাসে পথ চলতি মানুষদের মিষ্টি বিতরণ করেন। তারপর বাজি ফাটিয়ে মেতে ওঠেন তাঁরা। এক তৃণমূল কর্মী শেখ তাহের বলেন, "দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য লোককে বেছে নিয়েছেন। উত্তম বারিক সবসময় গরিব মানুষদের সুখ-দুঃখের সঙ্গে থাকেন।" অপর এক কর্মী রিঙ্কু দাস বলেন, "কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন, তিনি হচ্ছেন আমাদের ভগবান। কারণ রাত-দিন, নানা প্রয়োজনে যখন উত্তমবাবুকে ডাকি উনি সাড়া দেন। যে কোনও বিপদে পড়লে সাহায্য় করেন ৷"

তিনি আরও বলেন, "মিরজাফর, গদ্দারের পরিবারের হাত থেকে আমরা মুক্ত হয়েছি। এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে।" কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ইমরান আলি খান বলেন, "দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষকে আমাদের কাছে পাঠিয়েছেন। এবারেও এক লক্ষের বেশি ভোটে উত্তম বারিক ভোটে জিতবেন।"

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশন থেকে থেকে লোকসভার নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। তার আগে থেকেই রাজনৈতিক দলগুলো মাঠে নেমে পড়েছে। বিজেপির তরফ থেকে এখনও পশ্চিমবঙ্গের 42টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি। 20টি আসনের নাম ঘোষণা করেছে। বাকি 22টি আসনের প্রার্থীদের নাম এখনও বাকি। আর এমাঝেই তৃণমূল ব্রিগেডে নিজেদের দলের প্রার্থী ঘোষণা করে ভোটের দামামা বাজিয়ে দিল ৷ সেইসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয় নিশ্চিত করলেন, রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের আর কোনও সম্ভাবনা নেই। তৃণমূল রাজ্যে একাই লড়াই করতে চলেছে। যা বেশ কিছু দিন আগে থেকেই বলে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. বিচারব্যবস্থাকে সম্মান করি, বিচারের চেয়ারে বসা কেউটেকে নয়: মমতা
  2. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
  3. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন

পথচলতি মানুষদের মিষ্টি বিতরণ তৃণমূলের

তমলুক, 10 মার্চ: শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্রিগেডের জনগর্জন সভা থেকে তাদের 42টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার দু'টি নির্বাচনী কেন্দ্র। তাতে তমলুক লোকসভা কেন্দ্র পড়ছে ৷ সেখান থেকে জোড়াফুল চিহ্ন থেকে প্রতিদ্বন্দ্বী করবেন দেবাংশু ভট্টাচার্য ৷ এই জেলার আরও একটি কেন্দ্র কাঁথি লোকসভা ৷ এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন উত্তম বারিক। আর এই কেন্দ্রে উত্তম বারিকের নাম ঘোষণা হতেই কাঁথি চৌরঙ্গি মোড়ে উল্লাসে মেতে উঠেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

এদিন কাঁথির চৌরঙ্গি মোড়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা উল্লাসে পথ চলতি মানুষদের মিষ্টি বিতরণ করেন। তারপর বাজি ফাটিয়ে মেতে ওঠেন তাঁরা। এক তৃণমূল কর্মী শেখ তাহের বলেন, "দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য লোককে বেছে নিয়েছেন। উত্তম বারিক সবসময় গরিব মানুষদের সুখ-দুঃখের সঙ্গে থাকেন।" অপর এক কর্মী রিঙ্কু দাস বলেন, "কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন, তিনি হচ্ছেন আমাদের ভগবান। কারণ রাত-দিন, নানা প্রয়োজনে যখন উত্তমবাবুকে ডাকি উনি সাড়া দেন। যে কোনও বিপদে পড়লে সাহায্য় করেন ৷"

তিনি আরও বলেন, "মিরজাফর, গদ্দারের পরিবারের হাত থেকে আমরা মুক্ত হয়েছি। এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে।" কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ইমরান আলি খান বলেন, "দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষকে আমাদের কাছে পাঠিয়েছেন। এবারেও এক লক্ষের বেশি ভোটে উত্তম বারিক ভোটে জিতবেন।"

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশন থেকে থেকে লোকসভার নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। তার আগে থেকেই রাজনৈতিক দলগুলো মাঠে নেমে পড়েছে। বিজেপির তরফ থেকে এখনও পশ্চিমবঙ্গের 42টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি। 20টি আসনের নাম ঘোষণা করেছে। বাকি 22টি আসনের প্রার্থীদের নাম এখনও বাকি। আর এমাঝেই তৃণমূল ব্রিগেডে নিজেদের দলের প্রার্থী ঘোষণা করে ভোটের দামামা বাজিয়ে দিল ৷ সেইসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয় নিশ্চিত করলেন, রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের আর কোনও সম্ভাবনা নেই। তৃণমূল রাজ্যে একাই লড়াই করতে চলেছে। যা বেশ কিছু দিন আগে থেকেই বলে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. বিচারব্যবস্থাকে সম্মান করি, বিচারের চেয়ারে বসা কেউটেকে নয়: মমতা
  2. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
  3. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন
Last Updated : Mar 10, 2024, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.