ETV Bharat / state

বিজেপির কাছে সিবিআই-ইডি আছে, মানুষ তৃণমূলের সঙ্গে; জনগর্জন সভায় আত্মবিশ্বাসী অভিষেক

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 2:01 PM IST

Updated : Mar 10, 2024, 2:25 PM IST

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee at Brigade Jonogorjon Sabha: ব্রিগেডে জনগর্জন সভা থেকে বিরোধী বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি বাংলার বিরোধী কি না, সেই প্রশ্নের উত্তর ঝালিয়ে নিলেন ব্রিগেডের জনগর্জন থেকে ৷

কলকাতা, 10 মার্চ: এই ব্রিগেড অন্যরকম ব্রিগেড ৷ প্রথা ভেঙে 320 ফুট লম্বা ব়্যাম্প ঘুরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ব়্যাম্পেই উপস্থিত জনগণকে প্রণাম জানিয়ে বক্ততা শুরু করলেন ৷ আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বললেন, "বিজেপির কাছে ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থার কিছু অংশ আছে ৷ আর তৃণমূলের কাছে মানুষ আছে ৷" এদিন দীর্ঘ ব়্যাম্পে হেঁটে হেঁটেই 'জয় বাংলা' স্লোগান তোলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক ৷

ব়্যাম্প থেকে বিরোধী 'বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কি না ?' নিয়ে অভিষেক জনগণকে কতগুলি প্রশ্ন করেন-

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যাঁরা ভাঙে
  • স্বামী বিবেকানন্দকে অপমান করে
  • যাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না
  • গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রাখে
  • বাংলার স্বার্থকে লাঞ্ছিত করে, দিল্লির কাছে তল্পিবাহকতা করে
  • একশো দিনের কাজে 28টি রাজ্য এবং 8টি উপরাজ্যর মধ্যে বাংলার টাকা বন্ধ করেছে ৷
  • বাঙালিকে বাংলাদেশি বলে?
  • শিখ ভাইদের খালিস্তানি বলেন
  • সংখ্যালঘুদের পাকিস্তানি বলে
  • শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে নিয়োজিত করেছে
  • পবন সিংয়ের নাম না নিয়েই তিনি জানান, এক অভিনেতা আসানসোলের প্রার্থী ৷ তিনি মেয়েদের সম্মান দিতে জানেন না ৷ তিনি প্রার্থীপদ থেকে সরে দাঁড়িয়েছেন ৷ 'এটা বাংলার ক্ষমতা, বাংলার শক্তি'
  • তৃণমূল কথা দিয়ে কথা রাখে ?

মার্চ মাসে কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "মোদি কি গ্যারান্টি মানে গ্যারান্টি ৷" এর পালটা এদিন অভিষেক ব্রিগেডের মঞ্চ থেকে তোপ দাগেন, 'দিল্লি থেকে মোদি কি গ্যারান্টি ? জিরো ওয়ারেন্টি ৷ আপনারা এরকম গ্যারান্টিতে বিশ্বাস করেন ?" তিনি মনে করিয়ে দেন, "2014 সালের আগে লোকসভা নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি বলেছিলেন, আমরা সরকার গড়লে, প্রত্যেক ভারতীয়ের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেব ৷ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ? তাহলে মোদির গ্যারান্টি জিরো ওয়ারেন্টি ৷"

এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, "বিচারপতি সম্পর্কে আমি কিছু বলব না ৷ এর আগে চোর চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায় ৷ মোদিজির ভারতে চোরেরা খুনিরা, বিচারপতিকে উত্তরীয় পরিয়ে দলে নিচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. বিজেপির কাছে সিবিআই-ইডি আছে, মানুষ তৃণমূলের সঙ্গে; জনগর্জন সভায় আত্মবিশ্বাসী অভিষেক
  2. ডিম-ভাত অতীত ! ব্রিগেডগামী তৃণমূল কর্মীদের পাতে পড়ল খিচুড়ি
Last Updated :Mar 10, 2024, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.