ETV Bharat / state

রাজ্যপাল আনন্দের গলায় পদ্মফুল! ছবি কোন সময়ের? জবাব চাইলেন কুণাল - CV Ananda Bose controversy

author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 1:30 PM IST

Updated : May 22, 2024, 1:58 PM IST

Governor CV Ananda Bose Wearing Lotus BJP Symbol: রাজ্যপালের গলায় উত্তরীয়তে পদ্মফুলের ব্যাচ লাগানো ৷ তিনি কি রাজ্যপাল থাকাকালীন বিজেপির প্রতীক লাগিয়ে ঘুরে বেড়িয়েছেন ? ছবি পোস্ট করে রাজ্যপালকে প্রশ্ন করলেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোসের উত্তরীয়তে পদ্মফুল ব্যাচ (ইটিভি ভারত)

কলকাতা, 22 মে: রাজ্যপালের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল তৃণমূল ৷ রাজ্যপালের গলায় বিজেপির পদ্ম চিহ্ন লাগানো উত্তরীয় দেখা যাওয়ার ছবি নিয়ে রাজ্য-রাজনীতিতে নতুন করে তরজা শুরু হল ৷ তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে রাজ্যপালের গলায় যে উত্তরীয় ঝুলছে, তাতে বিজেপির পদ্ম চিহ্নের ব্যাচ লাগানো আছে ৷ এই ছবিটি কোন অনুষ্ঠানের, তা স্পষ্ট নয় ৷ তবে রাজভবনের অস্থায়ী কর্মীকে যৌন হেনস্তার পর নতুন বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বঙ্গ বিজেপির সুসম্পর্ক ৷ এমন অভিযোগ আগেও তুলেছে তৃণমূল ৷ এবার কুণাল ঘোষ এই ছবিটি পোস্ট করে প্রশ্ন তুলেছেন, "রাজ্যপালের গলায় বিজেপির প্রতীক ৷ এই ছবিটি সত্যি কি না, তা মাননীয় রাজ্যপালকে পরিষ্কার করে জানাতে হবে ৷ এই ছবিটি কোনদিনের এবং কখন তোলা হয়েছে ? সেই দিনক্ষণ তাঁকে প্রকাশ্যে আনতে হবে ! যদি দেখা যায়, এই ছবিটি রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলানোর সময়কালের ৷ তাহলে তাঁর এক্ষুনি রাজ্যপাল পদে ইস্তফা দেওয়া উচিত ৷"

গত 2 মে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে রাজ্যপাল আনন্দের বিরুদ্ধে ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ৷ তার রেশ কাটতে না কাটতে পদ্মফুল বুকে লাগিয়ে ঘোরার এই ছবি প্রকাশ্যে আনল তৃণমূল ৷ এমনিতেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাতের খবর প্রায় রোজ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে ৷

এমনকী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বঙ্গ বিজেপির সখ্যের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে তৃণমূল ৷ তিনি কলকাতা রাজভবনে পিস রুম খুলেছেন ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের বিরুদ্ধে সরাসরি রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হয়েছে ৷ এতে তৃণমূল সরকারের সমান্তরাল একটি সরকার চালানোর অভিযোগও উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে ৷

আরও পড়ুন:

  1. হেয়ার স্ট্রিট থানায় হাজিরা রাজভবনের তিন কর্মীর, বয়ান রেকর্ড করল পুলিশ
  2. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! 'সত্যের জয় হবেই', দাবি আনন্দ বোসের
  3. 2 মে কী হয়েছিল রাজভবনে? মমতা-পুলিশ ছাড়া ফুটেজ দেখাবেন রাজ্যপাল
Last Updated : May 22, 2024, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.