ETV Bharat / state

শিলিগুড়ি পৌরনিগমের বাজেটকে ঘিরে উত্তেজনা, খসড়া ছিঁড়ে ওয়াকআউট বাম কাউন্সিলরদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 5:15 PM IST

Etv Bharat
Etv Bharat

Siliguri Municipal Corporation: শিলিগুড়ি পৌরনিগমের বাজেটকে ঘিরে উত্তপ্ত পৌরভবন ৷ বাজেটের খসড়া ছিঁড়ে বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট সিপিএম কাউন্সিলরদের ৷ বাজেট সাধারণ মানুষ ও উন্নয়নমুখী বাজেট বলেও জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

শিলিগুড়ি, 23 ফেব্রুয়ারি: শিলিগুড়ি পৌরনিগমের বাজেটকে ঘিরে উত্তপ্ত পৌরভবন। আলোচনা চলার সময় বাজেটের নথি ছিঁড়ে বিক্ষোভ দেখালেন বাম কাউন্সিলররা। তারপর পৌরবাজেট বয়কটও করেছেন তাঁরা। বাজেটে গরহাজির থাকতে দেখা গেল কংগ্রেসকেও। মঙ্গলবার বাজেট পেশ হয় শিলিগুড়ি পৌরনিগমে ৷ 10 লক্ষ 53 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করা হয় পৌরনিগমে।

এরপর শুক্রবার তা নিযে আলোচনা চলছিল। সেই সময় এবারের বাজেটকে গতানুগতিক ও গরীব বিরোধী বাজেট বলে সমালোচনা করে বিরোধীরা। এদিনও সমালোচনায় সরব হন বাম কাউন্সিলররা। বাজেটের নথি ছিঁড়ে ওয়াক আউট করলেন বাম কাউন্সিলররা। সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী বলেন, "এই বাজেট গরিব বিরোধী, পৌর কর্মচারী বিরোধী এবং শহরবাসীর স্বার্থ বিরোধী। পুরনো প্রকল্পের বাস্তবায়নের কোনও উল্লেখ নেই। দিশাহীন বাজেট। সেই কারণে আমরা বয়কট করলাম ৷" এইসব অভিযোগে বাজেটের খসড়া ছিড়ে ফেলে আলোচনা ছেড়ে বেড়িয়ে আসে বাম কাউন্সিলররা।

যদিও বামেদের ওয়াক আউটের পরও বাজেটের উপর আলোচনা চলতে থাকে। সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই বাজেট অনায়াসে পৌরনিগমে পাশ হয়ে যাবে তা বলাই বাহুল্য। বৃহস্পতিবারই বোর্ডের দু'বছর পূর্তির রিপোর্ট কার্ড প্রকাশ করেছে বর্তমান বোর্ড। যেখানে নাগরিক পরিষেবার মাধ্যমে 85 শতাংশ মানুষ শিলিগুড়ি পৌরনিগমের ভূমিকা ও কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। আর এদিন বাজেট অধিবেশনে সিপিএমের তিন কাউন্সিলরের বয়কট করেন। এক কংগ্রেস কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। বিজেপির চার কাউন্সিলর বাজেটের বিরোধীতা করলেও তৃণমূল কংগ্রেস সংখ্যা গরিষ্ঠ হওয়ায় বাজেট পাশ হয়ে যায়। এই বাজেট সাধারণ মানুষ ও উন্নয়নমুখী বাজেট বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

আরও পড়ুন

সন্দেশখালিকাণ্ডে বাড়ছে উদ্বেগ, বঙ্গে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

রিপোর্ট কার্ড প্রকাশ করল শিলিগুড়ি পৌরবোর্ড, কটাক্ষ বিরোধীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.