ঝাড়গ্রাম, 26 এপ্রিল: সন্দেশখালিতে শুক্রবার যে অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে, তা পুলিশেরই রেখে আসা বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন ঝাড়গ্রামের গজাশিমুলে তিনি লোকসভা নির্বাচনের প্রচার সভায় হাজির হয়েছিলেন ৷ সেই সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি ৷
শুভেন্দু অধিকারীর কথায়, "পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে । পুলিশের এক অফিসার আমিনুল তাঁর নাম । আর মেহেদি হাসান বলে এসপি আছে, এঁরাই সহযোগিতা করে অধিকাংশ অস্ত্র ঢুকিয়েছে । দেখবেন মেড ইন চাইনিজ লেখা আছে । বাংলাদেশের সাতক্ষিরা থেকে শাহজাহান ঢুকিয়েছে ।’’
তিনি আরও বলেন, ‘‘এই অস্ত্র শুধু ওখানে না মিনাখাঁতে আয়ুব গাজী, বাসন্তীতে রাজা গাজী, ফলতায় শওকত মোল্লা, জাহাঙ্গিরেরও কাছে পাবেন । পুরোপুরি দেশবিরোধী শক্তি৷ এদের আশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷’’ শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘ভোটের আগের দিন অস্ত্র দেখিয়ে মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয় । পঞ্চায়েতে এক কোটি ভোটারকে ভোট দিতে দেয়নি ৷"
শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় ৷ কিন্তু এ দিন ভোটের খবর ছাপিয়ে সামনে চলে আসে উত্তর 24 পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় সিবিআইয়ের অভিযান ৷ সেখানে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া যায় ৷ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে শেষপর্যন্ত এনএসজি নামাতে হয় ৷ এই নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তোপ দেগেছেন বিরোধীরা ৷
শুক্রবার সেই অভিযোগই শোনা গেল শুভেন্দুর গলায় ৷ এ দিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. প্রণত টুডুর সমর্থনে গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুল এলাকায় জনসভা করেন ৷ সেই সভার পরই এই নিয়ে মন্তব্য করেন তিনি ৷ এই জনসভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, ঝাড়গ্রাম জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুখময় শতপথী, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. প্রণত টুডু-সহ বিজেপির রাজ্য ও জেলার একাধিক নেতৃত্বরা ।
আরও পড়ুন: