ETV Bharat / state

সন্দেশখালিতে অস্ত্র ঢুকিয়েছে পুলিশ, দাবি শুভেন্দু অধিকারীর - Suvendu Adhikari

Suvendu Adhikari: সন্দেশখালিতে হদিশ মিলেছে অস্ত্রভাণ্ডারেরে ৷ সেই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে ।’’ শুক্রবার ঝাড়গ্রামে নির্বাচনী জনসভা করার পর এই কথা বলেন তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 8:20 PM IST

Suvendu Adhikari
Suvendu Adhikari
সন্দেশখালিতে অস্ত্র ঢুকিয়েছে পুলিশ, দাবি শুভেন্দু অধিকারীর

ঝাড়গ্রাম, 26 এপ্রিল: সন্দেশখালিতে শুক্রবার যে অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে, তা পুলিশেরই রেখে আসা বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন ঝাড়গ্রামের গজাশিমুলে তিনি লোকসভা নির্বাচনের প্রচার সভায় হাজির হয়েছিলেন ৷ সেই সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি ৷

শুভেন্দু অধিকারীর কথায়, "পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে । পুলিশের এক অফিসার আমিনুল তাঁর নাম । আর মেহেদি হাসান বলে এসপি আছে, এঁরাই সহযোগিতা করে অধিকাংশ অস্ত্র ঢুকিয়েছে । দেখবেন মেড ইন চাইনিজ লেখা আছে । বাংলাদেশের সাতক্ষিরা থেকে শাহজাহান ঢুকিয়েছে ।’’

Suvendu Adhikari
ঝাড়গ্রামে নির্বাচনী জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

তিনি আরও বলেন, ‘‘এই অস্ত্র শুধু ওখানে না মিনাখাঁতে আয়ুব গাজী, বাসন্তীতে রাজা গাজী, ফলতায় শওকত মোল্লা, জাহাঙ্গিরেরও কাছে পাবেন । পুরোপুরি দেশবিরোধী শক্তি৷ এদের আশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷’’ শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘ভোটের আগের দিন অস্ত্র দেখিয়ে মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয় । পঞ্চায়েতে এক কোটি ভোটারকে ভোট দিতে দেয়নি ৷"

শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় ৷ কিন্তু এ দিন ভোটের খবর ছাপিয়ে সামনে চলে আসে উত্তর 24 পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় সিবিআইয়ের অভিযান ৷ সেখানে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া যায় ৷ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে শেষপর্যন্ত এনএসজি নামাতে হয় ৷ এই নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তোপ দেগেছেন বিরোধীরা ৷

Suvendu Adhikari
ঝাড়গ্রামে নির্বাচনী জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শুক্রবার সেই অভিযোগই শোনা গেল শুভেন্দুর গলায় ৷ এ দিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. প্রণত টুডুর সমর্থনে গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুল এলাকায় জনসভা করেন ৷ সেই সভার পরই এই নিয়ে মন্তব্য করেন তিনি ৷ এই জনসভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, ঝাড়গ্রাম জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুখময় শতপথী, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. প্রণত টুডু-সহ বিজেপির রাজ্য ও জেলার একাধিক নেতৃত্বরা ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালি থেকে বিদেশি রিভলবার-সহ প্রচুর অস্ত্র উদ্ধার সিবিআইয়ের
  2. সন্দেশখালিতে সিবিআই তল্লাশি, উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র; ঘটনাস্থলে এনএসজি
  3. সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

সন্দেশখালিতে অস্ত্র ঢুকিয়েছে পুলিশ, দাবি শুভেন্দু অধিকারীর

ঝাড়গ্রাম, 26 এপ্রিল: সন্দেশখালিতে শুক্রবার যে অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে, তা পুলিশেরই রেখে আসা বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন ঝাড়গ্রামের গজাশিমুলে তিনি লোকসভা নির্বাচনের প্রচার সভায় হাজির হয়েছিলেন ৷ সেই সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি ৷

শুভেন্দু অধিকারীর কথায়, "পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে । পুলিশের এক অফিসার আমিনুল তাঁর নাম । আর মেহেদি হাসান বলে এসপি আছে, এঁরাই সহযোগিতা করে অধিকাংশ অস্ত্র ঢুকিয়েছে । দেখবেন মেড ইন চাইনিজ লেখা আছে । বাংলাদেশের সাতক্ষিরা থেকে শাহজাহান ঢুকিয়েছে ।’’

Suvendu Adhikari
ঝাড়গ্রামে নির্বাচনী জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

তিনি আরও বলেন, ‘‘এই অস্ত্র শুধু ওখানে না মিনাখাঁতে আয়ুব গাজী, বাসন্তীতে রাজা গাজী, ফলতায় শওকত মোল্লা, জাহাঙ্গিরেরও কাছে পাবেন । পুরোপুরি দেশবিরোধী শক্তি৷ এদের আশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷’’ শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘ভোটের আগের দিন অস্ত্র দেখিয়ে মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয় । পঞ্চায়েতে এক কোটি ভোটারকে ভোট দিতে দেয়নি ৷"

শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় ৷ কিন্তু এ দিন ভোটের খবর ছাপিয়ে সামনে চলে আসে উত্তর 24 পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় সিবিআইয়ের অভিযান ৷ সেখানে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া যায় ৷ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে শেষপর্যন্ত এনএসজি নামাতে হয় ৷ এই নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তোপ দেগেছেন বিরোধীরা ৷

Suvendu Adhikari
ঝাড়গ্রামে নির্বাচনী জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শুক্রবার সেই অভিযোগই শোনা গেল শুভেন্দুর গলায় ৷ এ দিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. প্রণত টুডুর সমর্থনে গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুল এলাকায় জনসভা করেন ৷ সেই সভার পরই এই নিয়ে মন্তব্য করেন তিনি ৷ এই জনসভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, ঝাড়গ্রাম জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুখময় শতপথী, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. প্রণত টুডু-সহ বিজেপির রাজ্য ও জেলার একাধিক নেতৃত্বরা ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালি থেকে বিদেশি রিভলবার-সহ প্রচুর অস্ত্র উদ্ধার সিবিআইয়ের
  2. সন্দেশখালিতে সিবিআই তল্লাশি, উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র; ঘটনাস্থলে এনএসজি
  3. সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.