ETV Bharat / state

‘আগামী সপ্তাহে এমন বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে’; বড় দাবি শুভেন্দুর - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 6:19 PM IST

Updated : Apr 20, 2024, 8:00 PM IST

Etv Bharat
Etv Bharat

Suvendu Adhikari: ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী ৷ ‘আগামী সপ্তাহে এমন বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে ৷’ মালদার জনসভা থেকে এমনই মন্তব্য নন্দীগ্রামের বিধায়কের ৷

‘আগামী সপ্তাহে এমন বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে

মালদা, 20 এপ্রিল: “আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে । কোনও কূলকিনারা পাবে না । সেই ব্যবস্থার দিকে যাচ্ছে ।” মালদায় দলীয় প্রার্থীর সমর্থনে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী । তবে কি তৃণমূলের আরও কোনও নেতা ইডি-সিবিআইয়ের ব়়্যাডারে রয়েছেন ? সেই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে ।

শনিবার দুপুরে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ায় জনসভা করতে আসেন বিধানসভার বিরোধী নেতা । জনসভা মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “গতকাল দেশের 102টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে । তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির 400টি লোকসভা আসন জয়ের লক্ষ্যে বিজয় রথের চাকা গড়াতে শুরু করেছে । তৃণমূল জানে এই নির্বাচনে তাদের ভরাডুবি হবে । তাই দু’কান কাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি গতকাল ভোটের পর আই-প্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল করেছে । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার তিনটি আসনে গতবারের থেকে দ্বিগুণের বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি জিতে গিয়েছে । উত্তর মালদা আসনে বিজেপির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে । এখানে বিজেপি 1 লক্ষের বেশি ভোটে জিতবে ।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বিশ্বস্ত সঙ্গীর এদিন আক্রমণ করেন পুলিশ-প্রশাসনকেও ৷ তাঁর বলেন, ‘‘প্রাক্তন আইপিএস, পরিযায়ী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ঠিকা নিয়েছেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব । প্রসূনবাবু যখন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার ছিলেন তখন এমন কোনও কাণ্ড নেই উনি করেননি । সিভিক ভাইদের দু’টো প্যানেল এর আমলেই করা । ইনি এত গুণের অধিকারী যে শাহজাহানকেও হার মানাবেন । তাই সকলে এর থেকে দূরে থাকবেন । উত্তর মালদা লোকসভা আসনে দ্বিতীয় ও তৃতীয় আসনের জন্য কংগ্রেস ও তৃণমূলের লড়াই চলছে ।”

শুভেন্দুর কথায়, এই নির্বাচন দেশের নির্বাচন। শক্তিশালী প্রধানমন্ত্রীর হাতে দেশ রাখতে হবে । মোজিদি দেশের মানুষের জন্য 175টি জনকল্যাণ প্রকল্প এনেছেন । গোটা দেশে 45 আসনে লড়াই করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মোদিজি জলপাইগুড়িতে সভায় বলেছিলেন, তৃণমূলের অর্ধেক চোরেদের জেলে ঢোকানো হয়েছে । তৃতীয়বার প্রধানমন্ত্রীর হওয়ার পর বাকি চোরেদের জেলে পুড়বেন ।

শুভেন্দু বলেন, ‘‘তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি ও তাঁর ছেলে টাকা নিতে কোনও জায়গা বাকি রাখেননি । এই রহিম বক্সি আমার হাত ধরে আরএসপি থেকে তোলামূলে এসেছিল । কিছুদিন আগে উনি বলছেন, শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না । লম্বা বক্সি কোথায় আছেন আমাকে ডাকুন, দেখা হোক । কেস্ট মণ্ডল জেলে আছে । শেখ শাহজাহানের অবস্থাও দেখেছেন । আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে । সেই ব্যবস্থা হচ্ছে অপেক্ষা করতে থাকুন । বিজেপি কোনও সম্প্রদায়ের বিরোধী নয় ।”

আরও পড়ুন:

  1. গতবারের চেয়ে ভোট কমল তিন কেন্দ্রেই, প্রথম দফার তথ্য সামনে আনল কমিশন
  2. 'অরিজিতকে কাজে লাগাতে চাই...' মমতার মন্তব্যে শোরগোল
  3. কুণালের কথায় মান ভাঙল মোনালিসার, অনশন তুলে থাকছেন সুদীপের প্রচারে
Last Updated :Apr 20, 2024, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.