ETV Bharat / state

'ইডি যেন কোনও দাগি অপরাধীকে ধরতে এসেছে', তল্লাশি অভিযান নিয়ে সুজিত বসু

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 10:18 PM IST

Sujit Bose slams BJP: তৃণমূলের একটি সভায় সুজিত বসু তাঁর বাড়িতে ইডি তল্লাশির কথা উত্থাপন করেন ৷ সেদিন তাঁর বাড়ির সামনে দু'শোরও বেশি জওয়ান মার্চ করছিল বলে অভিযোগ করেন তিনি ৷

ETV Bharat
সুজিত বসু
বসিরহাটে দলীয় সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন সুজিত বসু

বসিরহাট, 24 জানুয়ারি: "কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের কালিমালিপ্ত করার চেষ্টা চলছে ৷ এসব করে বাংলার বুকে বিজেপি কোনও সুবিধা করতে পারবে না", কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বললেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ বুধবার উত্তর 24 পরগনার বসিরহাটে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল একটি সভা করে ৷ সেখানে জেলা তৃণমূলের কোর কমিটির অন‍্যতম সদস্য সুজিত বসু এভাবেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন ৷

এদিন তিনি বলেন, "ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি নেতৃত্ব ৷ কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যাচ্ছে না ৷ তাই তারা কুৎসা, অপপ্রচারের রাস্তায় নেমেছে ৷"

এক্ষেত্রে নিজের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের কথাও বলেন বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত ৷ তাঁর কথায়, "11 জানুয়ারি বসিরহাটে দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে রাত সাড়ে 11টায় লেকটাউনের বাড়িতে ফিরি ৷ পরের দিন 12 জানুয়ারি আমার বাড়িতে দু'শোরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আসে ৷ পাড়ায় তারা রুটমার্চ করছে ৷ যেন কোনও বড় অপরাধীকে ধরতে এসেছে ৷ তাদের নিয়ে এসে তল্লাশি চালায় ইডি ৷"

সুজিত আরও বলেন, "সেদিন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করতে হয় ৷ সাড়ে 14 ঘণ্টার তল্লাশি অভিযানে বাড়ি থেকে কী পাওয়া গিয়েছে, সেটা ভালো বলতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই ! আমি এলাকার সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন করেছি ৷" তল্লাশি অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন দমকলমন্ত্রী সুজিত বসু ৷

এদিকে, কেন্দ্রের বিজেপি সরকারকে ভাঁওতাবাজির সরকার বলেও কটাক্ষ করেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য ৷ সুজিত বসু বলেন, "মানুষের স্বার্থের চেয়ে বিজেপি ধর্ম নিয়ে বেশি রাজনীতি করছে ৷ যা একেবারেই কাম‍্য নয় রাজনীতিতে ৷" অন‍্যদিকে সন্দেশখালিতে 'ফেরার' দলের দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে ফের ইডির তল্লাশি অভিযান নিয়ে মন্ত্রী সুজিত বসু সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, "আইন মেনে যে কারওর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেতে পারে ৷ আমরা আইনের পক্ষে । আইন আইনের মতো করে চলবে ৷ এটাই আমরা বলে এসেছি ৷"

আরও পড়ুন:

  1. 'মরেই যেতাম, মানুষের আশীর্বাদে বেঁচে গেলাম', দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
  2. 'তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছেন', ইডি তল্লাশির পর শুভেন্দুকে পালটা আক্রমণ সুজিতের
  3. সুজিত-তাপসই শেষ নয়! ইডির আতসকাঁচের নীচে 14 বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধান

বসিরহাটে দলীয় সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন সুজিত বসু

বসিরহাট, 24 জানুয়ারি: "কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের কালিমালিপ্ত করার চেষ্টা চলছে ৷ এসব করে বাংলার বুকে বিজেপি কোনও সুবিধা করতে পারবে না", কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বললেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ বুধবার উত্তর 24 পরগনার বসিরহাটে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল একটি সভা করে ৷ সেখানে জেলা তৃণমূলের কোর কমিটির অন‍্যতম সদস্য সুজিত বসু এভাবেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন ৷

এদিন তিনি বলেন, "ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি নেতৃত্ব ৷ কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যাচ্ছে না ৷ তাই তারা কুৎসা, অপপ্রচারের রাস্তায় নেমেছে ৷"

এক্ষেত্রে নিজের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের কথাও বলেন বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত ৷ তাঁর কথায়, "11 জানুয়ারি বসিরহাটে দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে রাত সাড়ে 11টায় লেকটাউনের বাড়িতে ফিরি ৷ পরের দিন 12 জানুয়ারি আমার বাড়িতে দু'শোরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আসে ৷ পাড়ায় তারা রুটমার্চ করছে ৷ যেন কোনও বড় অপরাধীকে ধরতে এসেছে ৷ তাদের নিয়ে এসে তল্লাশি চালায় ইডি ৷"

সুজিত আরও বলেন, "সেদিন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করতে হয় ৷ সাড়ে 14 ঘণ্টার তল্লাশি অভিযানে বাড়ি থেকে কী পাওয়া গিয়েছে, সেটা ভালো বলতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই ! আমি এলাকার সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন করেছি ৷" তল্লাশি অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন দমকলমন্ত্রী সুজিত বসু ৷

এদিকে, কেন্দ্রের বিজেপি সরকারকে ভাঁওতাবাজির সরকার বলেও কটাক্ষ করেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য ৷ সুজিত বসু বলেন, "মানুষের স্বার্থের চেয়ে বিজেপি ধর্ম নিয়ে বেশি রাজনীতি করছে ৷ যা একেবারেই কাম‍্য নয় রাজনীতিতে ৷" অন‍্যদিকে সন্দেশখালিতে 'ফেরার' দলের দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে ফের ইডির তল্লাশি অভিযান নিয়ে মন্ত্রী সুজিত বসু সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, "আইন মেনে যে কারওর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেতে পারে ৷ আমরা আইনের পক্ষে । আইন আইনের মতো করে চলবে ৷ এটাই আমরা বলে এসেছি ৷"

আরও পড়ুন:

  1. 'মরেই যেতাম, মানুষের আশীর্বাদে বেঁচে গেলাম', দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
  2. 'তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছেন', ইডি তল্লাশির পর শুভেন্দুকে পালটা আক্রমণ সুজিতের
  3. সুজিত-তাপসই শেষ নয়! ইডির আতসকাঁচের নীচে 14 বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধান

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.