ETV Bharat / state

'মরেই যেতাম, মানুষের আশীর্বাদে বেঁচে গেলাম', দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 7:42 PM IST

Mamata Banerjee: বর্ধমান থেকে সড়কপথে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আসার সময় তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে পড়ে ৷ দুর্ঘটনা এড়ানো গেলেও মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

কলকাতা, 24 জানুয়ারি: "আজ মরেই যেতাম! মানুষের আশীর্বাদে বেঁচে গেলাম", বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার বর্ধমান থেকে সড়কপথে ফেরার সময় তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে পড়ে ৷ সেই গাড়িটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মুখ্যমন্ত্রীর গাড়িচালক ব্রেক কষেন ৷ এর ফলে ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লাগে ৷ সেই চোট নিয়েই তিনি সন্ধ্যায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান ৷

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক সেরে বেরতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ তাঁর মাথায় চোট নিয়ে জিজ্ঞাসা করলে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বড়সড়ো দুর্ঘটনায় তাঁর মৃত্যুও হতে পারত ৷ তিনি বলেন, "বর্ধমানের গোদার মাঠে সরকারি অনুষ্ঠান শেষে আজ প্রায় মরেই যেতাম ৷ আমার গাড়ির সামনে একটা গাড়ি চলে এসেছিল ৷ প্রায় 200 কিমি বেগে ৷ আমার ড্রাইভার খুব জোর ব্রেক কষেছিল ৷ তখন একটা ঝাঁকুনি হয় ৷ ড্যাশবোর্ডে মাথাটা ঠুকে গিয়েছে ৷ কিছুটা রক্তও বেরিয়েছে ৷"

এখন তাঁরা মাথার চোট কেমন আছে ? এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সারা মাথাটা টনটন করছে ৷ তাই নিয়েই আমি কাজ করে গেলাম ৷ এখনও মাথা ঘুরছে ৷ গা বমি বমি ভাব আছে । জ্বর জ্বর লাগছে । ওষুধ খেয়েছি ৷ এখন আমি বাড়ি যাচ্ছি ৷"

তবে তাঁর গাড়ির কাচটি খোলা ছিল ৷ তা না হলে মাথায় কাচ লেগে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা ৷ তিনি বলেন, "আমার চালক বুদ্ধিকরে ব্রেক কষেছেন ৷ না হলে ধাক্কা লাগত ৷ গাড়িটা চুরমার হয়ে যেতে পারত ৷" তিনি মমতা বলেন, "আমার একটু জ্বর আসছে ৷ গা গোলাচ্ছে ৷ বমি ভাব হচ্ছে ৷ আমি জানি না ৷ একটা কোন গাড়ি, আমি দেখতে পাইনি ৷ আমরা যখন গলি দিয়ে বেরোচ্ছিলাম, তখন ওই গাড়িটা প্রায় 200 কিমি স্পিডে যাচ্ছিল ৷" গাড়িটি কার ? এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশ তদন্ত করে দেখছে ৷"

আরও পড়ুন:

  1. রাজ্যপালের আমন্ত্রণ, কপালে চোট নিয়েই রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়
  2. ফের সড়কপথে ফিরতে গিয়ে দুর্ঘটনা, কপালে আঘাত পেলেন মমতা
  3. জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার

দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

কলকাতা, 24 জানুয়ারি: "আজ মরেই যেতাম! মানুষের আশীর্বাদে বেঁচে গেলাম", বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার বর্ধমান থেকে সড়কপথে ফেরার সময় তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে পড়ে ৷ সেই গাড়িটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মুখ্যমন্ত্রীর গাড়িচালক ব্রেক কষেন ৷ এর ফলে ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লাগে ৷ সেই চোট নিয়েই তিনি সন্ধ্যায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান ৷

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক সেরে বেরতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ তাঁর মাথায় চোট নিয়ে জিজ্ঞাসা করলে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বড়সড়ো দুর্ঘটনায় তাঁর মৃত্যুও হতে পারত ৷ তিনি বলেন, "বর্ধমানের গোদার মাঠে সরকারি অনুষ্ঠান শেষে আজ প্রায় মরেই যেতাম ৷ আমার গাড়ির সামনে একটা গাড়ি চলে এসেছিল ৷ প্রায় 200 কিমি বেগে ৷ আমার ড্রাইভার খুব জোর ব্রেক কষেছিল ৷ তখন একটা ঝাঁকুনি হয় ৷ ড্যাশবোর্ডে মাথাটা ঠুকে গিয়েছে ৷ কিছুটা রক্তও বেরিয়েছে ৷"

এখন তাঁরা মাথার চোট কেমন আছে ? এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সারা মাথাটা টনটন করছে ৷ তাই নিয়েই আমি কাজ করে গেলাম ৷ এখনও মাথা ঘুরছে ৷ গা বমি বমি ভাব আছে । জ্বর জ্বর লাগছে । ওষুধ খেয়েছি ৷ এখন আমি বাড়ি যাচ্ছি ৷"

তবে তাঁর গাড়ির কাচটি খোলা ছিল ৷ তা না হলে মাথায় কাচ লেগে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা ৷ তিনি বলেন, "আমার চালক বুদ্ধিকরে ব্রেক কষেছেন ৷ না হলে ধাক্কা লাগত ৷ গাড়িটা চুরমার হয়ে যেতে পারত ৷" তিনি মমতা বলেন, "আমার একটু জ্বর আসছে ৷ গা গোলাচ্ছে ৷ বমি ভাব হচ্ছে ৷ আমি জানি না ৷ একটা কোন গাড়ি, আমি দেখতে পাইনি ৷ আমরা যখন গলি দিয়ে বেরোচ্ছিলাম, তখন ওই গাড়িটা প্রায় 200 কিমি স্পিডে যাচ্ছিল ৷" গাড়িটি কার ? এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশ তদন্ত করে দেখছে ৷"

আরও পড়ুন:

  1. রাজ্যপালের আমন্ত্রণ, কপালে চোট নিয়েই রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়
  2. ফের সড়কপথে ফিরতে গিয়ে দুর্ঘটনা, কপালে আঘাত পেলেন মমতা
  3. জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.