ETV Bharat / state

গাড়ি-শাড়িতে গোলাপি রঙে চমক ভোট প্রচারে, নারীশক্তিই হাতিয়ার বিজেপি'র শ্রীরূপার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 7:03 PM IST

Sreerupa Mitra Chaudhury
নারীশক্তিকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের ময়দানে শ্রীরূপা মিত্র চৌধুরী ।

Sreerupa Mitra Chaudhury: শনিবার সকালে একটি গোলাপি গাড়ি নিয়ে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে প্রচার চালাতে দেখা যায় শ্রীরূপাদেবী ওরফে নির্ভয়া দি-কে । গাড়ির সঙ্গে মানিয়ে গোলাপি শাড়ি পরেছিলেন শ্রীরূপাদেবী । নারীশক্তিকে একত্রিত করে নারী নির্যাতনের প্রতিবাদে লড়াইয়ের ডাক দিয়ে প্রচার চালাচ্ছেন তিনি ৷

মালদা, 6 এপ্রিল: সন্দেশখালি ইস্যুতে রাজ্যজুড়ে হইচই পড়ে গিয়েছিল। মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছিলেন সাধারণ মানুষ। এবার নারীশক্তিকে একত্রিত করে নারী নির্যাতনের প্রতিবাদে লড়াইয়ের ডাক দিয়ে প্রচারে নামলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি ।

শনিবার সকালে একটি গোলাপি গাড়ি নিয়ে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে প্রচার চালাতে দেখা যায় শ্রীরূপাদেবী ওরফে নির্ভয়া দি-কে । গাড়ির সঙ্গে মানিয়ে গোলাপি শাড়ি পরেছিলেন শ্রীরূপাদেবী । পোস্ট অফিস মোড় থেকে প্রচার চালাতে তিনি মোথাবাড়ির দিকে এগিয়ে যান ।

কিন্তু, হঠাৎ ভোট প্রচারে গাড়িতে-শাড়িতে গোলাপি রং কেন? শ্রীরূপাদেবী উত্তরে জানান, নারীশক্তিকে একত্রিত করতে এভাবে প্রচার তাঁর। তিনি বলেন, “গোলাপি হচ্ছে মেয়েদের রং, নারী শক্তির রং। প্রায় তিন দশক আগে আমরা মহিলারা গোলাপি গ্যাং তৈরি করেছিলাম । ওই দলের সদস্যরা প্রতিটি বাড়িতে পৌঁছে মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদ, প্রতিরোধ করত। এবারের লোকসভা নির্বাচনে সারা উত্তরবঙ্গের একমাত্র মহিলা প্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি । মহিলাদের একজোট করে নারীশক্তিকে একত্রিত করতে এই গোলাপি গাড়িতে চড়ে প্রচার চালাচ্ছি ।”

দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, “পশ্চিমবঙ্গের পাশাপাশি মালদাতেও মহিলাদের নির্ভয়ে চলাফেরা করতে গিয়ে বাধার সামনে পড়তে হয় । স্বাধীন দেশে থাকলেও মহিলাদের স্বাধীনতা নেই । আমার নিজের বিধানসভা এলাকায় এক স্কুলপড়ুয়া বাচ্চা মেয়েকে নির্মমভাতে হত্যা করা হয়েছে । কথায় কথায় ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনা ঘটছে । এসব বন্ধ করার জন্য সারা জীবন ধরে লড়াই চালিয়ে এসেছি । সম্প্রতি নারীশক্তি অধি নিয়মের আওতায় বিধানসভা ও সংসদে মহিলাদের 33 শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে । আগামীদিনে আমরা এটা 50 শতাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মোদিজীর এই পদক্ষেপে আমরা মহিলারা আপ্লুত।”

আরও পড়ুন:

  1. সুকান্ত-শুভেন্দু বাংলার কুলাঙ্গার ! বিতর্কিত মন্তব্য মমতার
  2. ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স: মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.