ETV Bharat / state

ইসিএলে চাকরির লোভে বাবাকে 'খুন', গ্রেফতার গুণধর ছেলে

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 2:13 PM IST

Updated : Feb 7, 2024, 3:45 PM IST

Son Kills Father: বাবার মৃত্যু ঘটলেই মিলবে ছেলে পাবেন তাঁর রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের চাকরিটা ৷ সেই লোভে ইসিএল কর্মীকে খুনের অভিযোগ ৷ গ্রেফতার ছেলে ৷ নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে অভিযুক্ত এই কাজ করে বলে দাবি পুলিশের ৷

Son Kills Father
বাবাকে খুন ছেলের
ইসিএল কর্মীকে খুনে গ্রেফতার ছেলে

দুর্গাপুর, 7 ফেব্রুয়ারি: বাবা রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কর্মী ৷ তিন মাস পরেই বাবার অবসর নেওয়ার সময় । কিন্তু যদি তার আগেই বাবার মৃত্যু ঘটে তাহলে সেই চাকরি পাবেন ছেলে ৷ আর বাবার সেই চাকরি পাওয়ার লোভেই তাঁকে খুন করার অভিযোগ উঠল 'গুণধর' ছেলের বিরুদ্ধে । গ্রেফতার অভিযুক্ত ছেলে আব্দুল হাকিম ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানা এলাকায় ৷

জানা গিয়েছে, মৃতের নাম এতয়াড়ি মিয়া (59) ৷ বাড়ি অণ্ডালের শ্যামসুন্দরপুরে ৷ চলতি বছরের জানুয়ারি মাসের এই খনি কর্মী কাজ থেকে বাড়ি ফিরে বাজারে গিয়েছিলেন । তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না এতয়াড়ি মিয়ার । দু'দিন ধরে নিখোঁজ থাকার পর 23 জানুয়ারি শ্যামসুন্দরপুরের জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ ইসিএল কর্মীর দেহ উদ্ধার করে তদন্তে নামে অণ্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ । এরপরেই এই ঘটনায় গ্রেফতার করা হয় এতয়াড়ি মিয়ার ছেলে আব্দুল হাকিমকে । পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ।

পুলিশ জানিয়েছে, আব্দুল হাকিম বাবাকে খুন করার ছক কষেছিলেন বহুদিন আগে থেকেই । তিন মাস পরেই অবসর নিতেন এতয়াড়ি মিয়ার । তারই মধ্যে শ্যামসুন্দরপুরের জঙ্গলে এতয়াড়ি মিয়াকে শ্বাসরোধ করে খুন করে ছেলে আব্দুল হাকিম । যাতে চেনা না যায় সেজন্য ইঁট দিয়ে থেঁতলে দেওয়া হয় খনি কর্মীর মুখও । এই ঘটনার পিছনে আরও কোনও রহস্য রয়েছে কি না, ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে অণ্ডালের উখড়া ফাঁড়ির পুলিশ । তবে পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে, আব্দুল হাকিম তাঁর বাবার চাকরিতে যোগদান করতে চেয়েছিলেন ৷ যাতে তাঁর ভবিষ্যৎকে সুনিশ্চিত হয়ে যায় ৷ তাই তিনি নিজের বাবাকে নৃশংসভাবে খুন করেছেন বলে অভিযোগ ।

আরও পড়ুন:

  1. জামুড়িয়ায় মাংসের দোকানে ইসিএল কর্মীকে গুলি করে খুন, আতঙ্কে এলাকাবাসী
  2. ইসিএলের জলাজমি বুজিয়ে দখল ! রানিগঞ্জে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর
  3. পরিত্যক্ত খনি থেকে উদ্ধার নিখোঁজ শিক্ষকের রক্তাক্ত দেহ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অগ্নিমিত্রার

ইসিএল কর্মীকে খুনে গ্রেফতার ছেলে

দুর্গাপুর, 7 ফেব্রুয়ারি: বাবা রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কর্মী ৷ তিন মাস পরেই বাবার অবসর নেওয়ার সময় । কিন্তু যদি তার আগেই বাবার মৃত্যু ঘটে তাহলে সেই চাকরি পাবেন ছেলে ৷ আর বাবার সেই চাকরি পাওয়ার লোভেই তাঁকে খুন করার অভিযোগ উঠল 'গুণধর' ছেলের বিরুদ্ধে । গ্রেফতার অভিযুক্ত ছেলে আব্দুল হাকিম ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানা এলাকায় ৷

জানা গিয়েছে, মৃতের নাম এতয়াড়ি মিয়া (59) ৷ বাড়ি অণ্ডালের শ্যামসুন্দরপুরে ৷ চলতি বছরের জানুয়ারি মাসের এই খনি কর্মী কাজ থেকে বাড়ি ফিরে বাজারে গিয়েছিলেন । তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না এতয়াড়ি মিয়ার । দু'দিন ধরে নিখোঁজ থাকার পর 23 জানুয়ারি শ্যামসুন্দরপুরের জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ ইসিএল কর্মীর দেহ উদ্ধার করে তদন্তে নামে অণ্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ । এরপরেই এই ঘটনায় গ্রেফতার করা হয় এতয়াড়ি মিয়ার ছেলে আব্দুল হাকিমকে । পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ।

পুলিশ জানিয়েছে, আব্দুল হাকিম বাবাকে খুন করার ছক কষেছিলেন বহুদিন আগে থেকেই । তিন মাস পরেই অবসর নিতেন এতয়াড়ি মিয়ার । তারই মধ্যে শ্যামসুন্দরপুরের জঙ্গলে এতয়াড়ি মিয়াকে শ্বাসরোধ করে খুন করে ছেলে আব্দুল হাকিম । যাতে চেনা না যায় সেজন্য ইঁট দিয়ে থেঁতলে দেওয়া হয় খনি কর্মীর মুখও । এই ঘটনার পিছনে আরও কোনও রহস্য রয়েছে কি না, ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে অণ্ডালের উখড়া ফাঁড়ির পুলিশ । তবে পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে, আব্দুল হাকিম তাঁর বাবার চাকরিতে যোগদান করতে চেয়েছিলেন ৷ যাতে তাঁর ভবিষ্যৎকে সুনিশ্চিত হয়ে যায় ৷ তাই তিনি নিজের বাবাকে নৃশংসভাবে খুন করেছেন বলে অভিযোগ ।

আরও পড়ুন:

  1. জামুড়িয়ায় মাংসের দোকানে ইসিএল কর্মীকে গুলি করে খুন, আতঙ্কে এলাকাবাসী
  2. ইসিএলের জলাজমি বুজিয়ে দখল ! রানিগঞ্জে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর
  3. পরিত্যক্ত খনি থেকে উদ্ধার নিখোঁজ শিক্ষকের রক্তাক্ত দেহ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অগ্নিমিত্রার
Last Updated : Feb 7, 2024, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.