Jamuria ECL Employee Murder : জামুড়িয়ায় মাংসের দোকানে ইসিএল কর্মীকে গুলি করে খুন, আতঙ্কে এলাকাবাসী

author img

By

Published : Nov 24, 2021, 7:57 AM IST

Updated : Nov 24, 2021, 9:00 AM IST

ECL Employee murder at Jamuria

প্রতিদিনের মতো রাত ন'টা নাগাদ পরিচিত মাংসের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মদন বাউরি ৷ তিনি ইসিএল কর্মী ৷ হঠাৎ মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতী এসে তাঁকে মাথার 3 রাউন্ড গুলি করে পালিয়ে যায় (Jamuria ECL Employee Murder) ৷

জামুড়িয়া, 24 নভেম্বর : প্রকাশ্যে গুলিতে নিহত ইসিএল কর্মী (ECL employee shot dead at Jamuria) ৷ ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার 2 নম্বর জাতীয় সড়ক লাগোয়া চাপুই রোডে ৷ মৃত ওই ব্যক্তির নাম মদন বাউরি (54) ৷ তিনি চাপুই রোডের কোলিয়ারি অঞ্চলে থাকতেন ৷ এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত এলাকাবাসী ৷

জানা গিয়েছে, মৃত ইসিএল কর্মী মদন বাউরি ব্যবসার জন্য আশপাশের মানুষকে টাকা ধার দিতেন ৷ সন্দেহ করা হচ্ছে তার ফলে শত্রুতা তৈরি হওয়ায় প্রতিশোধ নিতে এই খুন করা হতে পারে ৷

স্থানীয় বাসিন্দা মানিক বাউরি বলেন, "জামুড়িয়া থানার 2 নম্বর জাতীয় সড়কের চাপুই কোলিয়ারি যাওয়ার রাস্তায় একটি মাংসের দোকানে রোজ যেতেন মদন বাউরি ৷ মঙ্গলবার রাতে ওই দোকানে ছিলেন তিনি ৷" মানিক বাউরি বলেন, "রাত ন'টার কিছু পরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ মাংসের দোকানে থাকা লোকেদের কাছ থেকে জানা গিয়েছে, আরও দু'জনের সঙ্গে মদন বাউরি দোকানে একটি চেয়ারে বসেছিলেন ৷" তিনি জানান, সেই সময় একজন কাপড়ে মুখ ঢাকা অবস্থায় এসে ইসিএল কর্মীকে মাথায় পর পর 3টি গুলি করে চলে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ ও জামুড়িয়া থানার পুলিশ ৷ রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । এই খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ।

মঙ্গলবার রাত ন'টার খানিক পরেই প্রকাশ্যে খুন হল ইসিএল কর্মী মদন বাউরি

আরও পড়ুন : Canning Shootout and Murder Case: ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত 3

পশ্চিম বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং স্থানীয় তৃণমূল কর্মী বিশ্বনাথ বাউরি জানান, তিনি ওই সময় বাইরে ছিলেন ৷ কিন্তু তিনি শুনেছেন যে তাঁদেরই গ্রামের ছেলে মদন বাউরিকে খুন করা হয়েছে ৷ অঞ্চলের একটি মাংসের দোকানে গ্রামের ছেলে মদন বসে আড্ডা দিচ্ছিলেন ৷ সেই সময় 2 জন লোক মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে মদন বাউরিকে খুন করে ৷ এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "এমন ঘটনা এর আগে কোনও দিন হয়নি আমাদের এলাকায় ৷ সম্ভবত এটাই প্রথম ৷ আমাদের এখানে খুন-খারাপির ঘটনা ঘটে না ৷" তাঁর প্রশ্ন, রাত 8টা-9টাতেই যদি কাউকে এভাবে খুন করা হয়, তাহলে এই অঞ্চলে মহিলা, বাকি লোকজনদের সুরক্ষার কী হবে ?

এই ঘটনার তদন্তে জেরা করার জন্য মাংসের দোকানের মালিক ও এক কর্মচারীকে জামুড়িয়া থানার পুলিশ নিয়ে গিয়েছে ৷ রানিগঞ্জ ও জামুড়িয়া থানার পুলিশ যৌথ ভাবে ঘটনার তদন্ত করছে ৷ এই অঞ্চলে রাত 12 নাগাদও অনেক কর্মচারী যাতায়াত করেন ৷ সকালে মেয়েরা পড়তে যায়, সব মিলিয়ে ভয় ছড়িয়েছে ওই অঞ্চলে ৷

Last Updated :Nov 24, 2021, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.