ETV Bharat / state

গুড়াপে ডাম্পার ও টোটোর সংঘর্ষে মৃত শিশু-সহ 7

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 1:40 PM IST

Updated : Mar 12, 2024, 2:23 PM IST

Road Accident in Hooghly: মর্মান্তিক পথ দুর্ঘটনা হুগলির গুড়াপে ৷ মঙ্গলবার সকালে টোটো ও ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল এক শিশু-সহ 7 জনের ৷ দুর্ঘটনার জেরে টোটোটি একবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে ৷

Road Accident in Hooghly
Road Accident in Hooghly

ডাম্পার ও টোটোর সংঘর্ষে মৃত শিশু-সহ 7

গুড়াপ, 12 মার্চ: ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলির গুড়াপের কংসারিপুর মোড়ে ৷ মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে প্রাণ গেল 7 জনের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার দশঘরা 23 নম্বর রোডে একটি যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে একটি ডাম্পার। ওই টোটোতে যাত্রী ও চালক মিলিয়ে 7 জন সওয়ার ছিলেন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'বছরের এক শিশু-সহ 6 জনের ৷ গুরুতর আহত টোটো চালককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বিদ্যুৎ বেরা (29), প্রীতি বেরা (22), বিহান বেরা (2), সৃজা ভট্টাচার্য (20), রামপ্রসাদ দাস (62) ও নুপুর দাস (50)। এদের মধ্যে বিদ্যুৎ, প্রীতি ও বিহান সম্পর্কে স্বামী স্ত্রী ও ছেলে। তাঁদের বাড়ি দাদপুর থানার বক্কেশ্বর এলাকায়। সৃজার বাড়ি হুগলির ভাস্তারা এলাকায়। রামপ্রসাদ ও নুপুরের বাড়ি পাণ্ডুয়ার রামেশ্বপুর এলাকায়। সৌমেন ঘোষ তিনি টোটো চালক ৷ তাঁর পায়ে চোট লাগে। পরে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের কথায়, ভাস্তারার দিক থেকে গুড়াপের দিকে যাচ্ছিল টোটোটি। সেই সময়েই ঘটে দুর্ঘটনাটি । অচৈতন্য অবস্থায় ডাম্পারের নীচ থেকে 6 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মহম্মদ হানিফ বলেন, "টোটোচালক সমেত সাতজন ছিল। তাঁদের মধ্যে একটি শিশু তার মা, বাবা এবং এক কলেজ ছাত্রী ছিলেন। আরও দুই স্বামী-স্ত্রী ছিলেন ৷ সেইসময় বেপরোয়া ডাম্পার টোটোকে পিষে দেয়। চালক-সহ যাত্রীরা সকলেই মারা যান।"

হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, "মঙ্গলবার সকাল 9টা নাগাদ একটি টোটো যাত্রী নিয়ে গুড়াপের দিকে যাচ্ছিল সেই সময়ই একটি খালি ডাম্পার বর্ধমানের দিকে যাওয়ার সময় ধাক্কা মারে টোটোটিকে। ঘটনায় সাতজন মারা যায়। স্পিড ব্রেকার ছিল। দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই আরও ট্রাফিক দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য আরও পুলিশ মোতায়েন করা হবে।"

আরও পড়ুন:

  1. বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাজিপুরে বাসে আগুন, অন্তত 5 জনের মৃত্যু
  2. প্যারাসুট না খোলায় ত্রাণ বিলির সময় গাজায় মৃত 5, আহত অনেক
  3. পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, নবদম্পতি-সহ মৃত একই পরিবারের 5
Last Updated :Mar 12, 2024, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.