ETV Bharat / state

ভোট মিটতেই বিস্ফোরণে কেঁপে উঠল কালিয়াচক, উদ্ধার 9টি বোমা - Bomb Blast in Kaliachak

Bomb Recovered in Malda: জারভরতি বোমা বিস্ফোরণ কালিয়াচকের গ্রামে ৷ মালদা জেলা পুলিশের বোম্ব স্কোয়াড ঘটনাস্থল থেকে উদ্ধার করল আরও ন'টি বোমা ৷ কেন্দ্রীয় বাহিনী এলাকা ছাড়তেই এই বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 3:50 PM IST

Bomb Blast in Kaliachak
কালিয়াচকে বোমা উদ্ধার (নিজস্ব ছবি)

মালদা, 18 মে: ভোট শেষ হতেই বোমার শব্দে কেঁপে উঠল কালিয়াচক ৷ আতঙ্ক ছড়াল সাধারণ মানুষের মধ্যে ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মডেল গ্রামে ৷ খবর পেয়ে রাতেই কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী ৷ যান এসডিপিএ (কালিয়াচক) ফয়সাল রেজাও ৷ রাতে গোটা এলাকা কর্ডন করে ঘিরে দেওয়া হয় ৷ শনিবার সকালে ঘটনাস্থল থেকে এক জারভরতি বোমা উদ্ধার হয়েছে ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "মডেল গ্রামে পরিত্যক্ত ট্যাংক থেকে ন'টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে ৷ ইতিমধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে ৷ কে বা কারা সেই বোমাগুলি রেখে গিয়েছিল তা জানতে যথাযথ পুলিশি তল্লাশি শুরু হয়েছে ৷"

যে কোনও নির্বাচনে কালিয়াচকে বোমাবাজি ও দুষ্কৃতীদের সন্ত্রাস খুব সাধারণ ঘটনা ৷ তবে এবার লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতায় খাপ খুলতে পারেনি রাজনৈতিক দুষ্কৃতীরা ৷ নিশ্চিন্তে ও আতঙ্ক দূরে সরিয়ে ভোট দিয়েছেন কালিয়াচকবাসী ৷ তবে ভোটপর্ব মেটার পর জেলা ছেড়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ এরপরেই গতকাল রাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা মডেল গ্রাম ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় তিন কিলোমিটার দূর থেকে সেই শব্দ শোনা যায় ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷ পরে গ্রামবাসীরা দেখেন, একজনের বাড়ির শৌচাগারের পরিত্যক্ত সেপটিক ট্যাংকে সেই বিস্ফোরণ ঘটেছে ৷ সেখানে দুটি জারে বোমা রাখা ছিল ৷ কোনও কারণে একটি জারে বিস্ফোরণ হয় ৷ দ্বিতীয় জারটি অবশ্য অক্ষত রয়েছে ৷

Bomb Recovered
কঠোর নিরাপত্তায় বোমাগুলি নিষ্ক্রিয় করা হচ্ছে (নিজস্ব ছবি)

গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে স্থানীয় কালিয়াচক থানায় খবর দেন ৷ রাতে পুলিশ ঘটনাস্থলে এলেও অন্ধকারের মধ্যে বোমা উদ্ধার করেননি কেউ ৷ ওই এলাকা কর্ডন করে ঘিরে রাখা হয় ৷ সারা রাত পুলিশ ওই এলাকা পাহারা দিয়েছে ৷ এ দিন সকালে মালদা জেলা পুলিশের বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে জারভরতি বোমা উদ্ধার করে ৷ ওই জার থেকে বেরিয়ে আসে ন'টি বল বোমা ৷ ঘটনাস্থলে ডাকা হয় দমকল ও মেডিক্যাল টিমকে ৷ কঠোর নিরাপত্তার ঘেরাটোপে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে ৷

আরও পডুন:

  1. বাজি কারখানায় বিস্ফোরণে নিহত 5 মহিলা-সহ 8, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-মুখ্যমন্ত্রীর
  2. পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত নাবালক, বিজেপির পথ অবরোধ
  3. মুর্শিদাবাদ ইস্যুতে কড়া কমিশন, বেলডাঙা বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব

মালদা, 18 মে: ভোট শেষ হতেই বোমার শব্দে কেঁপে উঠল কালিয়াচক ৷ আতঙ্ক ছড়াল সাধারণ মানুষের মধ্যে ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মডেল গ্রামে ৷ খবর পেয়ে রাতেই কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী ৷ যান এসডিপিএ (কালিয়াচক) ফয়সাল রেজাও ৷ রাতে গোটা এলাকা কর্ডন করে ঘিরে দেওয়া হয় ৷ শনিবার সকালে ঘটনাস্থল থেকে এক জারভরতি বোমা উদ্ধার হয়েছে ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "মডেল গ্রামে পরিত্যক্ত ট্যাংক থেকে ন'টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে ৷ ইতিমধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে ৷ কে বা কারা সেই বোমাগুলি রেখে গিয়েছিল তা জানতে যথাযথ পুলিশি তল্লাশি শুরু হয়েছে ৷"

যে কোনও নির্বাচনে কালিয়াচকে বোমাবাজি ও দুষ্কৃতীদের সন্ত্রাস খুব সাধারণ ঘটনা ৷ তবে এবার লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতায় খাপ খুলতে পারেনি রাজনৈতিক দুষ্কৃতীরা ৷ নিশ্চিন্তে ও আতঙ্ক দূরে সরিয়ে ভোট দিয়েছেন কালিয়াচকবাসী ৷ তবে ভোটপর্ব মেটার পর জেলা ছেড়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ এরপরেই গতকাল রাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা মডেল গ্রাম ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় তিন কিলোমিটার দূর থেকে সেই শব্দ শোনা যায় ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷ পরে গ্রামবাসীরা দেখেন, একজনের বাড়ির শৌচাগারের পরিত্যক্ত সেপটিক ট্যাংকে সেই বিস্ফোরণ ঘটেছে ৷ সেখানে দুটি জারে বোমা রাখা ছিল ৷ কোনও কারণে একটি জারে বিস্ফোরণ হয় ৷ দ্বিতীয় জারটি অবশ্য অক্ষত রয়েছে ৷

Bomb Recovered
কঠোর নিরাপত্তায় বোমাগুলি নিষ্ক্রিয় করা হচ্ছে (নিজস্ব ছবি)

গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে স্থানীয় কালিয়াচক থানায় খবর দেন ৷ রাতে পুলিশ ঘটনাস্থলে এলেও অন্ধকারের মধ্যে বোমা উদ্ধার করেননি কেউ ৷ ওই এলাকা কর্ডন করে ঘিরে রাখা হয় ৷ সারা রাত পুলিশ ওই এলাকা পাহারা দিয়েছে ৷ এ দিন সকালে মালদা জেলা পুলিশের বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে জারভরতি বোমা উদ্ধার করে ৷ ওই জার থেকে বেরিয়ে আসে ন'টি বল বোমা ৷ ঘটনাস্থলে ডাকা হয় দমকল ও মেডিক্যাল টিমকে ৷ কঠোর নিরাপত্তার ঘেরাটোপে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে ৷

আরও পডুন:

  1. বাজি কারখানায় বিস্ফোরণে নিহত 5 মহিলা-সহ 8, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-মুখ্যমন্ত্রীর
  2. পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত নাবালক, বিজেপির পথ অবরোধ
  3. মুর্শিদাবাদ ইস্যুতে কড়া কমিশন, বেলডাঙা বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.