ETV Bharat / state

ঘূর্ণিঝড় রেমালের জের, পিছিয়ে গেল প্রেসিডেন্সি-যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা - Cyclone Remal

author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 7:24 PM IST

Impact of Cyclone Remal: চোখ রাঙাচ্ছে রেমাল ! বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে সে ৷ ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ৷ বাতিল করা হয়েছে একাধিক ট্রেন এবং বিমান ৷ এই আবহে পড়ুয়াদের কথা মথায় রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷

Exams Postponed Due to Remal
রেমালের জেরে স্থগিত পরীক্ষা (নিজস্ব চিত্র)

কলকাতা, 26 মে: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল ৷ বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে এটি ৷ দুর্যোগপূর্ণ পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার ৷ এই ঘূর্ণিঝড়ের জেরে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৷ সোমবারের বদলে আগামী 18 জুন সমস্ত পরীক্ষা নেওয়ার সীদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পড়ুয়াদের নিরাপত্তার কথায় মাথায় রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও ৷ স্থগিত হওয়া পরীক্ষা কবে হবে, তা পরে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হবে ৷

Presidency University
পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (নিজস্ব চিত্র)

আরও পড়ুন: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে চোখ রাঙাচ্ছে 'রেমাল', ক্যানিং থেকে ব্যবধান 150 কিমি

এই মুহূর্তে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের দ্বিতীয় এবং চতুর্থ সেমেস্টার চলছে । এদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ৷ এর জেরে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল ৷ ফলে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে আসতে সমস্যা হবে ৷ সমস্ত দিক বিচার করে অবশেষে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রেসিডেন্সি ৷ ঠিক একই কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও ৷

Jadavpur University
পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (নিজস্ব চিত্র)

রবিবার সকালেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল ৷ সময়ের সঙ্গে সঙ্গে বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্যেই এদিন সকাল থেকে দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । আকাশের মুখ ভার ! এই তিন জেলা ছাড়া হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে । একইসঙ্গে হুগলি নদীর প্রতিটি ঘাটে চলছে সতর্কতামূলক প্রচার ৷ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমের । রবিবার রাত 9টা থেকে সোমবার সকাল 10টা বাড়ির বাইরে নাগরিকদের না থাকার আবেদন জানিয়েছেন মেয়র পারিষদ সদস্য তারক সিং ৷ পৌরনিগমের তরফে ঘূর্ণিঝড়ের জন্য খোলা কন্ট্রোল রুমের নম্বর হল 2286-1212, 1313, 1414 ৷

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ! চূড়ান্ত তৎপরতা পৌরনিগমে, ঘুরে দেখল ইটিভি ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.