ETV Bharat / state

সিকিমের জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার ! - Yali forest of Sikkim

author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 12:52 PM IST

Royal Bengal Tiger: হিমালয়ের জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার ৷ উচ্ছ্বসিত বন দফতরের আধিকারিকরা ৷

Royal Bengal Tiger
রয়্যাল বেঙ্গল টাইগার (নিজস্ব চিত্র)

দার্জিলিং, 27 মে: সিকিমের জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগার। পাহাড়ি খাড়া উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পরেছে ট্র‍্যাপ ক্যামেরায়। আর তাতে উচ্ছ্বসিত বন দফতর। সম্প্রতি সিকিমের ইয়ালি অভয়ারণ্যে বসানো ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পরেছে পূর্ণবয়স্ক বাঘের ছবি। এর আগে কখনও ইয়ালি অভয়ারণ্যে বাঘের দেখা মেলেনি। এই প্রথমবার ওই অভয়ারণ্যে বাঘের খোঁজ মিলল। তাও আবার রয়্যাল বেঙ্গল টাইগার ৷

গ্যাংটকের থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত ইয়ালি অভয়ারণ্য। সিকিমের বন দফতর ও গ্লোবাল টাইগার ফোরামের বাঘ সংরক্ষণ প্রকল্পের অধীন ওই ট্র‍্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। আর বাঘের ছবি ধরা পরতেই খুশির হাওয়া গ্লোবাল টাইগার ফোরামে। এর আগে অবশ্য 2023 সালের ডিসেম্বর মাসে সিকিমের পাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ অভয়ারণ্যে বাঘের ছবি ধরা পরেছিল। সিকিমের বন দফতর, কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রক ও গ্লোবাল টাইগার ফোরাম পাইলট প্রজেক্ট হিসেবে সম্বনিত বাঘের আবাসস্থল সংরক্ষণ প্রকল্প নেয়। তাদের দাবি ছিল, হিমালয়ের জঙ্গলে একাধিক কারণে গত দু'দশকে বাঘের সংখ্যা কমেছে। তার মূল কারণ জঙ্গল নষ্ট হওয়া, জ্বালানি কাঠের সংগ্রহ, চোরাশিকারীদের দাপট। হিমালয়ের অবস্থানে সিকিমের জঙ্গল নৃতাত্ত্বিক পরিবর্তনের অন্যতম উদাহরণ। উন্নয়নের নামে মানুষ যেভাবে বন-জঙ্গল ধ্বংস করে চলেছে, তাতে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও বন দফতরেরে আধিকারিকরা জানাচ্ছেন।

আরও পড়ুন: বেঙ্গল সাফারি থেকে একজোড়া বাঘ আলিপুর চিড়িয়াখানায়, দেখার সুযোগ কবে থেকে?

হিমালয়ের জঙ্গল বাঘ জাতীয় প্রানীয় বিচরণের একটি করিডোর হিসেবে বহু যুগ থেকে পরিচিত। যে কারণে সিকিমকে আরও বেশি ওই ধরণের প্রাণী ও বৈচিত্র্যর সংরক্ষণে জোর দিতে হবে বলেও জানাচ্ছেন আধিকারিকরা। জানা গিয়েছে, গ্লোবাল টাইগার ফোরাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার জার্মানির একটি সংস্থার আর্থিক সহযোগিতায় সিকিমের বাঘ ও বাঘ আবাসস্থল সংরক্ষণ প্রকল্প নিয়ে কাজ করছে। ওই প্রকল্প কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, সিঙবা রোডোডেনড্রন স্যাংচুয়ারি, পাঙ্গোলাখা, কিয়ঙ্গনশলা এলপাইন স্যাংচুয়ারি-সহ লাচেন, লাচুং, চুংথাং, ফুডঙ, কাবে, তিঙ্গবা, লাগ্যায়াপ, ইয়ালি এবং ফাদামচেন ফরেস্টে একইসঙ্গে চলছে। গ্লোবাল টাইগার ফোরামের মূল লক্ষ্য বাঘের পাশাপাশি হিমালয়ের জঙ্গলে থাকা অন্যান্য বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ, গবেষণা, মনিটরিং, বন্যপ্রাণী ও মানুষের সংঘাত আটকানোর জন্য এসওপি তৈরি করা।

সিকিম বাংলার পাশাপাশি আগামীতে ইন্দো নেপাল ও ইন্দো ভুটান এলাকাতেও কাজের লক্ষ্য রয়েছে গ্লোবাল টাইগার ফোরামের। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সম্পাদক অনিমেষ বসু বলেন, "এটা খুব খুশির খবর যে হিমালয়ের জঙ্গলে আরও একবার বাঘের দেখা মিলেছে। হিমালয়ের জঙ্গলে বাঘের অন্যতম পছন্দের আবাসস্থল। আইইউসিএন ও সিকিম সরকার হিমালয়ের জঙ্গলে বাঘ সংরক্ষণের কাজ করছে। এতে বাঘের সংখ্যা আগামীতে আরও বাড়বে।"

আরও পড়ুন: সাফারিতে বেরনো পর্যটকদের দেখে থাবা বসাতে ছুটে এল বাঘমামা! তারপর...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.