ETV Bharat / state

পদ্মশ্রী সম্মানে ভূষিত গবেষক তথা পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা, উচ্ছ্বসিত উত্তরবঙ্গ

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 4:45 PM IST

Etv Bharat
পদ্মশ্রী সম্মানে ভূষিত বিজ্ঞানী একলব্য শর্মা

Padma Awards 2024: সাধারণতন্ত্রের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ্যে আনা হয়েছে পদ্ম পুরস্কারে সম্মানিত ব্যক্তিত্বদের নাম ৷ পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন গবেষক তথা পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা ৷

গবেষক তথা পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা

দার্জিলিং, 27 জানুয়ারি: পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন প্রখ্যাত পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা। পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার। শুক্রবারই সেই নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নাম ঘোষণার পরেই উচ্ছ্বসিত একলব্য শর্মা। মূলত হিমালয় ও হিমালয় পাদদেশের পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে গবেষণায় অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে ৷ নয়াদিল্লিতে সেই পুরস্কার হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

উচ্ছ্বসিত একলব্য শর্মা বলেন, "আমাকে এই সম্মান দেওয়ায় আমি আপ্লুত। 40 বছরের দীর্ঘ কর্মজীবনে লক্ষ্য ছিল হিমালয়ের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যকে রক্ষা করা। আমার খুব ভালো লাগছে যে কেন্দ্রীয় সরকার আমাকে এই পুরস্কার দেওয়ায়। আগামীতে আমি আরও বেশি করে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।"

শনিবার সকালে একলব্য শর্মাকে শুভেচ্ছা জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বর্তমানে শিলিগুড়ি পৌরনিগমের 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একলব্য শর্মা জানান, পাহাড়ের বাস্তুতন্ত্র নিয়ে খেলা করা উচিত নয়। পাহাড় পৃথিবীর খুব সংবেদনশীল অংশ। সিকিমের মতো ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিৎ।

বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "আমরা খুব খুশি যে উত্তরের এক বিজ্ঞানী তথা পরিবেশবিদ পদ্মশ্রীর মতো সম্মান পেলেন। হিমালয় তথা হিন্দুকুশ পর্বতের উপর তাঁর গবেষণা এক অনন্য নজির। আগামীতে এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন, পরিবেশ রক্ষায় তাঁর অবদান অনস্বীকার্য ভূমিকা পালন করবে।"

একলব্য শর্মার জন্ম কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের সেন্ট আলফানসো স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তারপর উচ্চশিক্ষার জন্য চলে যান বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। সেখান থেকে পিএইচডি করেন তিনি। তারপর নেপালের কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্টে ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে ছিলেন৷ তারপর সিকিমের জিবি পান্ট ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্ট মুখ্য গবেষক পদ সামলান।

এছাড়াও তিনি ইন্ডিয়ান সায়েন্স একাডেমির একজন অন্যতম গবেষক। পরে তিনি দিল্লির টেরি ইউনিভার্সিটির উপাচার্য পদও সামলেছিলেন। বর্তমানে তিনি উত্তরাখণ্ডের জিপি পান্থ ইউনিভার্সিটি অফ ন্যাশনাল ইনিস্টিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্টের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্টের মুখ্য উপদেষ্টা পদে রয়েছেন।

আরও পড়ুন:

1. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

2. দীর্ঘ অপেক্ষার পর পদ্মশ্রী, 'লোকসঙ্গীত যে আজও ব্রাত্য'; যন্ত্রণার কথাই জানালেন রতন কাহার

3. 'আমি কৃতজ্ঞ', পদ্মবিভূষণে সম্মানিত হওয়ার পর সোশাল বার্তা মেগাস্টার চিরঞ্জীবীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.