ETV Bharat / entertainment

'আমি কৃতজ্ঞ', পদ্মবিভূষণে সম্মানিত হওয়ার পর সোশাল বার্তা মেগাস্টার চিরঞ্জীবীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 12:41 PM IST

Updated : Jan 27, 2024, 9:21 AM IST

Chiranjeevi: দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী ৷ সাধারণতন্ত্র দিবসে সোশাল মিডিয়ায় উচ্ছ্বসিত তারকা জানান নিজের প্রতিক্রিয়া ৷

Etv Bharat
পদ্মবিভূষণে সম্মানিত চিরঞ্জীবী

হায়দরাবাদ, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের আগে দেশবাসীকে খুশির খবর দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ পদ্ম সম্মানে সম্মানিত ব্যক্তিত্বদের নাম আনা হয়েছে প্রকাশ্যে ৷ 2006 সালে অভিনেতা সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ ভারতীয় সিনেমায় অবদানের জন্য এবার তিনি সম্মানিত হলেন পদ্মবিভূষণ সম্মানে ৷ সোশাল মিডিয়ায় খুশির খবরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন 'স্ট্যালিন' অভিনেতা ৷

নিজের সোশাল হ্যান্ডেলে মেগাস্টার অভিনেতা একটি ভিডিয়ো শেয়ার করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ৷ তিনি বলেন, "আমি খুবই আনন্দিত ৷ তবে নিজের সেই খুশি কীভাবে ব্যক্ত করব বুঝতে পারছি না ৷ একথা ঠিক তোমরা যাঁরা আমার অনুরাগী রয়েছ, তাঁদের সঙ্গে রক্তের কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু তাও তোমরা আমাকে ভীষণ ভালোবেসেছো ৷ আমাকে ভাইয়ের মতো ভালোবেসেছো ৷ আমাকে তোমাদের পরিবারের একজন মনে করেছো ৷"

তিনি আরও বলেন, "এতগুলো বছর ধরে তোমরা যাঁরা আমাকে ভালোবেসে এসেছো, তাঁদের অসংখ্য ধন্যবাদ ৷ আমি সত্যিই কৃতজ্ঞ এই সম্মানে সম্মানিত হয়ে ৷ দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানে আমি আনন্দিত ৷ আমার 45 বছরের ফিল্মি কেরিয়ারে, তোমাদের বিনোদনের জন্য একাধিক চরিত্রে নিজেকে মেলে ধরেছি ৷ ব্যক্তিগত জীবনেও চেষ্টা করেছি, আমার চারপাশে যাঁরা রয়েছেন তাঁদের সঙ্গে ভালো ব্যবহার ও ভালোবাসা দিতে ৷ ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য ৷"

বিনোদন দুনিয়া ও সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে নিজের অবদান রেখে গিয়েছেন 67 বছরের অভিনেতা চিরঞ্জীবী ৷ এর আগে তিনি সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ এবার তিনি সম্মানিত হয়েছেন পদ্মবিভূষণ সম্মানে ৷ 1955 সালের 22 অগস্ট কোনিদেলা শিবাশঙ্কর ভারপ্রসাদ অর্থাৎ চিরঞ্জীবী জন্মগ্রহণ করেছিলেন। সিনেপর্দায় নিজের কেরিয়ার শুরু করার সময় নাম পরিবর্তন করে চিরঞ্জীবী হন তিনি ৷ দীর্ঘ 40 বছর ধরে তিনি বিনোদন দুনিয়ায় রাজ করে চলেছেন ৷

দক্ষিণী তারকা চিরঞ্জীবী তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল ও কন্নড় ভাষা মিলিয়ে 150টির বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ তার মধ্যে উল্লেখ্যযোগ্য ছবিগুলি হল 'রুদ্র বীণা', 'ইন্দ্র', 'ট্যাগোর', 'স্ট্যালিন', 'গ্যাং লিডার' ৷ এর আগে চিরঞ্জীবী পুরস্কৃত হয়েছেন রঘুপতি ভেঙ্কাইয়া অ্যাওয়ার্ড, তিনটি নন্দি অ্যাওয়ার্ড ও 9টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ৷

আরও পড়ুন:

1. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

2. ওটিটিতে রণবীরের 'অ্যানিম্যাল', বাড়ি বসেই দেখুন বছরের অন্যতম সেরা ছবি

3. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'

হায়দরাবাদ, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের আগে দেশবাসীকে খুশির খবর দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ পদ্ম সম্মানে সম্মানিত ব্যক্তিত্বদের নাম আনা হয়েছে প্রকাশ্যে ৷ 2006 সালে অভিনেতা সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ ভারতীয় সিনেমায় অবদানের জন্য এবার তিনি সম্মানিত হলেন পদ্মবিভূষণ সম্মানে ৷ সোশাল মিডিয়ায় খুশির খবরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন 'স্ট্যালিন' অভিনেতা ৷

নিজের সোশাল হ্যান্ডেলে মেগাস্টার অভিনেতা একটি ভিডিয়ো শেয়ার করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ৷ তিনি বলেন, "আমি খুবই আনন্দিত ৷ তবে নিজের সেই খুশি কীভাবে ব্যক্ত করব বুঝতে পারছি না ৷ একথা ঠিক তোমরা যাঁরা আমার অনুরাগী রয়েছ, তাঁদের সঙ্গে রক্তের কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু তাও তোমরা আমাকে ভীষণ ভালোবেসেছো ৷ আমাকে ভাইয়ের মতো ভালোবেসেছো ৷ আমাকে তোমাদের পরিবারের একজন মনে করেছো ৷"

তিনি আরও বলেন, "এতগুলো বছর ধরে তোমরা যাঁরা আমাকে ভালোবেসে এসেছো, তাঁদের অসংখ্য ধন্যবাদ ৷ আমি সত্যিই কৃতজ্ঞ এই সম্মানে সম্মানিত হয়ে ৷ দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানে আমি আনন্দিত ৷ আমার 45 বছরের ফিল্মি কেরিয়ারে, তোমাদের বিনোদনের জন্য একাধিক চরিত্রে নিজেকে মেলে ধরেছি ৷ ব্যক্তিগত জীবনেও চেষ্টা করেছি, আমার চারপাশে যাঁরা রয়েছেন তাঁদের সঙ্গে ভালো ব্যবহার ও ভালোবাসা দিতে ৷ ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য ৷"

বিনোদন দুনিয়া ও সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে নিজের অবদান রেখে গিয়েছেন 67 বছরের অভিনেতা চিরঞ্জীবী ৷ এর আগে তিনি সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ এবার তিনি সম্মানিত হয়েছেন পদ্মবিভূষণ সম্মানে ৷ 1955 সালের 22 অগস্ট কোনিদেলা শিবাশঙ্কর ভারপ্রসাদ অর্থাৎ চিরঞ্জীবী জন্মগ্রহণ করেছিলেন। সিনেপর্দায় নিজের কেরিয়ার শুরু করার সময় নাম পরিবর্তন করে চিরঞ্জীবী হন তিনি ৷ দীর্ঘ 40 বছর ধরে তিনি বিনোদন দুনিয়ায় রাজ করে চলেছেন ৷

দক্ষিণী তারকা চিরঞ্জীবী তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল ও কন্নড় ভাষা মিলিয়ে 150টির বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ তার মধ্যে উল্লেখ্যযোগ্য ছবিগুলি হল 'রুদ্র বীণা', 'ইন্দ্র', 'ট্যাগোর', 'স্ট্যালিন', 'গ্যাং লিডার' ৷ এর আগে চিরঞ্জীবী পুরস্কৃত হয়েছেন রঘুপতি ভেঙ্কাইয়া অ্যাওয়ার্ড, তিনটি নন্দি অ্যাওয়ার্ড ও 9টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ৷

আরও পড়ুন:

1. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

2. ওটিটিতে রণবীরের 'অ্যানিম্যাল', বাড়ি বসেই দেখুন বছরের অন্যতম সেরা ছবি

3. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'

Last Updated : Jan 27, 2024, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.