ETV Bharat / state

দীর্ঘ অপেক্ষার পর পদ্মশ্রী, 'লোকসঙ্গীত যে আজও ব্রাত্য'; যন্ত্রণার কথাই জানালেন রতন কাহার - রতন কাহার

Ratan Kahar: 'বড় লোকের বেটি লো' গানের স্রষ্টা রতন কাহার সম্মানিত পদ্মশ্রী সম্মানে ৷ দীর্ঘ বছর পেরিয়ে এই সম্মান কতটা আনন্দের, জানল ইটিভি ভারত ৷

Etv Bharat
পদ্মশ্রী সম্মানে সম্মানিত লোকশিল্পী রতন কাহার
author img

By ETV Bharat Bangla Team

Published : January 26, 2024 at 4:58 PM IST

Updated : January 26, 2024 at 9:02 PM IST

3 Min Read
যন্ত্রণার কথাই জানালেন রতন কাহার

সিউড়ি, 26 জানুয়ারি: বাংলার গান, লাল মাটির গান তাঁর দ্বারা হয়েছে সমাদৃত ৷ লোকগানকে তিনি যতটা দিয়েছেন ততটা সম্মান পেতে অনেকটাই যেন দেরি হয়ে গেল ৷ পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন বীরভূমের রতন কাহার ৷ 'বড় লোকের বেটি লো' গানের স্রষ্টার মুখোমুখি হন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ কেন্দ্রীয় সরকারের দেওয়া এই সম্মানে কতটা আনন্দিত তিনি উঠে এল আমাদের ক্যামেরায় ৷

লোকশিল্পী রতন কাহার জানান, "আমি খুব আনন্দ পেলাম, বড় লোকের বেটি এত জনপ্রিয়তা পাবে ভাবিনি ৷ জীবন সার্থক ৷ আমি দারিদ্র পরিবারের ছেলে ৷ গানকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম ৷ এতদিন পর স্বীকৃতি পেয়ে ভালো লাগছে ৷ প্রচণ্ড অর্থ কষ্টের সঙ্গে লড়াই করেছি ৷ সংসার চালাতে বিড়ি বাঁধতাম ৷ এক হাজার বিড়ি বেঁধে পেতাম দু'টাকা ৷ তারপর বিভিন্ন জায়গায় গান করে উপার্জন করেছি ৷ কষ্টে আছি এখনও ৷ জনগণ ভালোবাসে, সেই ভালোবাসাতেই বেঁচে আছি ৷"

1936 সালে বীরভূমের সিউড়ির কেন্দুলী গ্রামে জন্মগ্রহণ করেন রতন কাহার ৷ বর্তমানে সিউড়ির 4 নম্বর ওয়ার্ডের নগরী পাড়ায় বসবাস করেন ৷ স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাকে নিয়ে তাঁর সংসার ৷ রয়েছে নাতি-নাতনি ৷ কুঁড়েঘরেই দিন কাটান শিল্পী ৷ ঘরের দেওয়াল জুড়ে রয়েছেন বহু সংস্থা থেকে প্রাপ্ত মানপত্র, স্মারক, ছবি ৷ লোকসঙ্গীত নিয়ে চর্চা দীর্ঘদিন ধরে ৷ এক সময় বীরভূমের লালমাটির গ্রামে গ্রামে ঘুরে লোকসঙ্গীত গেয়েছেন ৷ সুর সঙ্গে নিয়ে ঘুরেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷

সেই লোকগান, মাটির গান কি বর্তমানে হারিয়ে যাচ্ছে ? শিল্পীর আক্ষেপ, "বাংলা থেকে সত্যিই হারিয়ে যাচ্ছে লোকসঙ্গীত ৷ শিল্পীরা মাদকাসক্ত হয়ে শিল্পটিকে ধ্বংস করছে ৷ লোকশিল্পের চরিত্র যা দেখবে তা গানের মধ্যে তুলে ধরবে ৷ বড় লোকের বেটি লো গানের মানে আছে, চরিত্র আছে ৷ কিন্তু এখন সেই গান আর বাঁধার মতো শিল্পী কোথায়? শুধু বাইরেটাই চাকচিক্য, ভিতরটা ফাঁকা ৷"

বর্তমানে লোকগান শিল্পকে বাঁচিয়ে রাখতে কী বার্তা দিতে চান রতন কাহার? জবাবে শিল্পীর স্পষ্ট উত্তর, "যুব সমাজ তো পরামর্শ নেয় না ৷ কি আর বলব ৷ দু-একখানা গান শিখে ফেলে নিজেকে বাউল মনে করতে শুরু করেন ৷ সুন্দর পোশাক করে সামনে আসবে ৷ গান শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয় ৷ তবে একজন শিল্পী হওয়া যায় ৷"

'বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল', জনপ্রিয় গানটির স্রষ্টা তিনি ৷ যে গানে বলিউডের বাদশা ও জ্যাকলিন ফার্নান্ডেজ র‍্যাপ করেছেন ৷ প্রথমদিকে শিল্পীর নাম উল্লেখ না করায় ব্যাপক সমালোচনা শুরু হয় ৷ পরবর্তী সময়ে গানের রচয়িতার কথা জানতে পেরে শিল্পীকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন বাদশা। এছাড়াও, শিল্পী রতন কাহারের কলমে ও কন্ঠে আরও বহু লোকগান উঠে এসেছে ৷ 88 বছরের লোকসঙ্গীত শিল্পী সম্মানিত পদ্মশ্রী সম্মানে ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান তুলে দেওয়া হবে বাংলার লোকশিল্পী রতন কাহারের হাতে ৷ প্রতীক্ষাটা দীর্ঘ হল ৷ তবে শিল্পী পেলেন শিল্পের মর্যাদা ৷

আরও পড়ুন:

1. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

2. 'আমি কৃতজ্ঞ', পদ্মবিভূষণে সম্মানিত হওয়ার পর সোশাল বার্তা মেগাস্টার চিরঞ্জীবীর

3. শিক্ষাক্ষেত্রে 'দুর্নীতি' নিয়ে সরব দেবশ্রী! অন্যায় না করলে কেউ ভয় পায় না, স্পষ্টবার্তা অভিনেত্রীর

যন্ত্রণার কথাই জানালেন রতন কাহার

সিউড়ি, 26 জানুয়ারি: বাংলার গান, লাল মাটির গান তাঁর দ্বারা হয়েছে সমাদৃত ৷ লোকগানকে তিনি যতটা দিয়েছেন ততটা সম্মান পেতে অনেকটাই যেন দেরি হয়ে গেল ৷ পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন বীরভূমের রতন কাহার ৷ 'বড় লোকের বেটি লো' গানের স্রষ্টার মুখোমুখি হন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ কেন্দ্রীয় সরকারের দেওয়া এই সম্মানে কতটা আনন্দিত তিনি উঠে এল আমাদের ক্যামেরায় ৷

লোকশিল্পী রতন কাহার জানান, "আমি খুব আনন্দ পেলাম, বড় লোকের বেটি এত জনপ্রিয়তা পাবে ভাবিনি ৷ জীবন সার্থক ৷ আমি দারিদ্র পরিবারের ছেলে ৷ গানকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম ৷ এতদিন পর স্বীকৃতি পেয়ে ভালো লাগছে ৷ প্রচণ্ড অর্থ কষ্টের সঙ্গে লড়াই করেছি ৷ সংসার চালাতে বিড়ি বাঁধতাম ৷ এক হাজার বিড়ি বেঁধে পেতাম দু'টাকা ৷ তারপর বিভিন্ন জায়গায় গান করে উপার্জন করেছি ৷ কষ্টে আছি এখনও ৷ জনগণ ভালোবাসে, সেই ভালোবাসাতেই বেঁচে আছি ৷"

1936 সালে বীরভূমের সিউড়ির কেন্দুলী গ্রামে জন্মগ্রহণ করেন রতন কাহার ৷ বর্তমানে সিউড়ির 4 নম্বর ওয়ার্ডের নগরী পাড়ায় বসবাস করেন ৷ স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাকে নিয়ে তাঁর সংসার ৷ রয়েছে নাতি-নাতনি ৷ কুঁড়েঘরেই দিন কাটান শিল্পী ৷ ঘরের দেওয়াল জুড়ে রয়েছেন বহু সংস্থা থেকে প্রাপ্ত মানপত্র, স্মারক, ছবি ৷ লোকসঙ্গীত নিয়ে চর্চা দীর্ঘদিন ধরে ৷ এক সময় বীরভূমের লালমাটির গ্রামে গ্রামে ঘুরে লোকসঙ্গীত গেয়েছেন ৷ সুর সঙ্গে নিয়ে ঘুরেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷

সেই লোকগান, মাটির গান কি বর্তমানে হারিয়ে যাচ্ছে ? শিল্পীর আক্ষেপ, "বাংলা থেকে সত্যিই হারিয়ে যাচ্ছে লোকসঙ্গীত ৷ শিল্পীরা মাদকাসক্ত হয়ে শিল্পটিকে ধ্বংস করছে ৷ লোকশিল্পের চরিত্র যা দেখবে তা গানের মধ্যে তুলে ধরবে ৷ বড় লোকের বেটি লো গানের মানে আছে, চরিত্র আছে ৷ কিন্তু এখন সেই গান আর বাঁধার মতো শিল্পী কোথায়? শুধু বাইরেটাই চাকচিক্য, ভিতরটা ফাঁকা ৷"

বর্তমানে লোকগান শিল্পকে বাঁচিয়ে রাখতে কী বার্তা দিতে চান রতন কাহার? জবাবে শিল্পীর স্পষ্ট উত্তর, "যুব সমাজ তো পরামর্শ নেয় না ৷ কি আর বলব ৷ দু-একখানা গান শিখে ফেলে নিজেকে বাউল মনে করতে শুরু করেন ৷ সুন্দর পোশাক করে সামনে আসবে ৷ গান শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয় ৷ তবে একজন শিল্পী হওয়া যায় ৷"

'বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল', জনপ্রিয় গানটির স্রষ্টা তিনি ৷ যে গানে বলিউডের বাদশা ও জ্যাকলিন ফার্নান্ডেজ র‍্যাপ করেছেন ৷ প্রথমদিকে শিল্পীর নাম উল্লেখ না করায় ব্যাপক সমালোচনা শুরু হয় ৷ পরবর্তী সময়ে গানের রচয়িতার কথা জানতে পেরে শিল্পীকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন বাদশা। এছাড়াও, শিল্পী রতন কাহারের কলমে ও কন্ঠে আরও বহু লোকগান উঠে এসেছে ৷ 88 বছরের লোকসঙ্গীত শিল্পী সম্মানিত পদ্মশ্রী সম্মানে ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান তুলে দেওয়া হবে বাংলার লোকশিল্পী রতন কাহারের হাতে ৷ প্রতীক্ষাটা দীর্ঘ হল ৷ তবে শিল্পী পেলেন শিল্পের মর্যাদা ৷

আরও পড়ুন:

1. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

2. 'আমি কৃতজ্ঞ', পদ্মবিভূষণে সম্মানিত হওয়ার পর সোশাল বার্তা মেগাস্টার চিরঞ্জীবীর

3. শিক্ষাক্ষেত্রে 'দুর্নীতি' নিয়ে সরব দেবশ্রী! অন্যায় না করলে কেউ ভয় পায় না, স্পষ্টবার্তা অভিনেত্রীর

Last Updated : January 26, 2024 at 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.