দার্জিলিং, 20 মার্চ: রাত থেকে বৃষ্টি দার্জিলিঙে, সঙ্গে বজ্রপাত ৷ যার জেরে বুধবার স্কুলে যেতে সমস্যায় পড়ল ছাত্র-ছাত্রীরা ৷ মঙ্গলবার রাত সাড়ে 12টা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে পাহাড়ে ৷ স্কুল টাইমেও বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা ৷ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার ফলে তাপমাত্রা অনেকটাই নেমেছে ৷ এদিকে কালিম্পংয়েও বরফ পড়েছে বুধবার ৷ পুরু বরফে ঢেকে গিয়েছে চারিদিক ৷
তবে স্থানীয়রা এদিনের বৃষ্টিতে খুশি ৷ জল সঙ্কটের কারণে দার্জিলিংবাসী পাহাড়ে আরও বৃষ্টিপাতের জন্য প্রার্থনা করছেন ৷ গত দুই সপ্তাহ থেকে পৌরসভা থেকে জল সরবরাহ করা হলেও তাতে সমস্যা মেটেনি ৷ এই অবস্থায় রাতভর বৃষ্টি হওয়ায় খুশি সকলেই ৷ স্থানীয় বাসিন্দা জাবেদ আলি বলেন, "আমরা এই বৃষ্টিতে খুশি ৷ নিত্যদিন জলের সমস্যায় ভুগছি ৷ আমরা আরও বৃষ্টিপাতের জন্য প্রার্থনা করছি ৷"
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বুধবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই বৃষ্টিপাতের ফলে চাষাবাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সময় বাইরে না-থাকার সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে ।
আরও পড়ুন :