ETV Bharat / state

বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে এসেছি ; পাণ্ডুয়ায় প্রচারে বললেন রচনা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 11:10 PM IST

রচনা বন্দ্যোপাধ্যায় , Rachna Banerjee
পাণ্ডুয়ায় নির্বাচনী প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়

Rachna Banerjee: রবিবার পাণ্ডুয়ায় নির্বাচনী প্রচার সারলেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ হুডখোলা গাড়িতে প্রচারে বেরিয়ে কী বললেন দিদি নম্বর ওয়ান ?

নির্বাচনী প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়

পাণ্ডুয়া, 21 এপ্রিল: "বিজেপিকে হারানোর জন্য নয় ৷ আমি এসেছি মানুষের মন জয় করতে ৷" রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এমনটাই বললেন দিদি নম্বর ওয়ান খ্যাত অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার পাণ্ডুয়ায় তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রচার করেন তিনি । হুডখোলা গাড়িতে চেপে এদিন প্রচার সারেন তিনি ৷

পাণ্ডুয়া ব্লকের জামনা, হরাল দাসপুর বেরেলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন । এদিন রচনার প্রচারে ধামসা মাদলের পাশাপাশি আদিবাসী রমণীদের নাচ আর ব্যান্ড পার্টি ছিল ৷ তীব্র দাবদাহে জামনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চলে প্রচার ৷ তাপপ্রবাহের পরিস্থিতিতে রাস্তায় সেভাবে লোকজন দেখা না গেলেও তৃণমূল প্রার্থীর উৎসাহে কোনও খামতি ছিল না ।

এদিন প্রচারে বেরিয়ে রচনা বলেন, "গরমে গরম হবে শীতকালে ঠান্ডা হবে মেনে নিতে হবে । এই গরমে মানুষের দাঁড়িয়ে থাকাটা অভাবনীয় । প্রচারে ভালো সাড়া পাচ্ছি ।" বিজেপির জেতা আসন হুগলি ৷ এখানে বিজেপিকে হারাতে পারবেন ? এই প্রশ্নে রচনা বলেন, "আমি বিজেপিকে হারাতে আসিনি । মানুষ যাকে চাইবেন তার পাশে থাকবেন ।"

রবিবাসরীয় প্রচারে হুগলির তৃণমূল প্রার্থীর সঙ্গে অসীম পাত্র ছাড়াও একাধিক নেতা প্রচারে সামিল হন । ইনছুরা কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তাঁরা । জামনা পঞ্চায়েতের ইনছুরায় প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের সঙ্গে এক যুব নেতার সঙ্গে বাদানুবাদ হতে দেখা যায় ।

একদিকে তাঁর প্রচারের জন্য মানুষের উন্মাদনা যেমন দেখা গিয়েছে । অন্যদিকে পাণ্ডুয়ায় তৃণমূলের নেতাদের সঙ্গে কোন্দলে বাদানুবাদের ছবিও ধরা পড়েছে ৷ এই দ্বন্দ্বের ব্যাপারে রচনা বারবারই জানিয়েছেন, কোনও মতবিরোধ কাজে আসবে না । সকলকে নিয়েই তিনি কাজ করবেন । তাঁর মতে, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোরে জয়লাভ করবেন তিনি । বিজেপি কোনও ফ্যাক্টর হবে না এই লোকসভা ভোটে । যে যার মতো প্রচার করুন । মানুষ তাঁকে সমর্থন করলে জয় পাবেন তিনি ।

আরও পড়ুন :

  1. 'তৃণমূলের মধ্যে বিজেপির লোকজন ঢুকে বসে আছে', মন্তব্য অভিমানী মনোরঞ্জনের
  2. প্রচারে ভূরিভোজ রচনার, চেয়ে খেলেন আলুপোস্ত
  3. গরমেও মেকআপ রচনার, ফিট থাকতে পরামর্শ 'দই খান'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.