ETV Bharat / state

গাড়ির চালককে শিক্ষক সাজিয়ে 22 কোটির প্রতারণা, অভিযুক্ত বেসরকারি স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 3:02 PM IST

ETV Bharat
ETV Bharat

Financial Fraud: দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলের ট্রাস্টি বোর্ডের এক সদস্য আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ গাড়ির চালককে শিক্ষক সাজিয়ে তিনি 22 কোটি টাকার প্রতারণা করেছেন ৷

কলকাতা, 20 ফেব্রুয়ারি: নিজের গাড়ির চালককে শিক্ষক সাজিয়ে প্রতিমাসে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলের ট্রাস্টি বোর্ডের এক সদস্য়ের বিরুদ্ধে ৷ এভাবে তাঁর বিরুদ্ধে 10 কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগে কৃষ্ণ দামানি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করার পরই এই তথ্য উঠে আসে কলকাতা পুলিশের হাতে ৷

পরে জানা যায় যে 10 কোটি নয়, বালিগঞ্জ এলাকার ওই বেসরকারি স্কুলের ট্রাস্টি বোর্ডের এই সদস্য সব মিলিয়ে 22 কোটি টাকা আত্মসাৎ করেছেন ৷ তাঁর গাড়ির চালকেরও সন্ধান পেয়েছে পুলিশ ৷ প্রয়োজনে সেই ব্যক্তির বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হতে পারে ৷

উল্লেখ্য, ওই বেসরকারি স্কুলের প্রশাসনিক মহল থেকে প্রথমে অভিযোগ ওঠে ওই স্কুলের প্রশাসক কৃষ্ণ দামানি তহবিল থেকে প্রায় 10 কোটি টাকা সরিয়েছেন । গত 8 ফেব্রুয়ারি আর্থিক তছরূপের অভিযোগে তাঁর অফিস ও বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালায় ৷ তার পর তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ।

কিন্তু তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে গিয়ে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশ জানতে পারে কীভাবে ওই টাকা তহবিল থেকে সরিয়েছিলেন অভিযুক্ত কৃষ্ণ দামানি ৷ পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে নিজের গাড়ির চালককে স্কুলের শিক্ষক সাজিয়েছিলেন অভিযুক্ত ৷ তার পর গাড়ির চালকের নামে মোটা অঙ্কের বেতন নিতেন ৷

তবে অভিযোগ 10 কোটি টাকা আত্মসাতের হলেও মামলার শুনানিতে ব্যাঙ্কশাল আদালতে মুখ্য সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে কৃষ্ণ দামানি ওই স্কুলের তহবিল থেকে 22 কোটি টাকা সরিয়েছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘দামানির গাড়ির চালকের খোঁজ আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি । তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করতে চাইছি না । তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সদুত্তর না পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ।’’

আরও পড়ুন:

  1. এসটিএফের অভিযানে উদ্ধার দেড় কোটির মাদক, গ্রেফতার তিন পাচারকারী
  2. সরস্বতী পুজোর ভাসানে যেতে বাধা, অভিমানে আত্মঘাতী নব নালন্দা স্কুলের ছাত্রী
  3. অমানবিক! আট বছরের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে খুন, তদন্তে পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.