ETV Bharat / state

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পানশালার সামনে থেকে যুবককে অপহরণ, গ্রেফতার 3 - অপহরণ

Kidnapping in Kolkata: রাতের অন্ধকারে রাস্তার মাঝে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পানশালার সামনে থেকে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে যুবককে অপহরণ ৷ তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যেই যুবককে উদ্ধার করল কলকাতা পুলিশ ৷ তদন্তকারীদের জালে তিন অভিযুক্ত ৷

kidnap
অপহরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : February 3, 2024 at 1:03 PM IST

Updated : February 3, 2024 at 1:49 PM IST

2 Min Read
মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পানশালার সামনে থেকে যুবককে অপহরণ

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ব্যবসায়িক শত্রুতার জের ৷ মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ফিল্মি কায়দায় রাতের অন্ধকারে হরিদেবপুরের একটি পানশালার সামনে থেকে যুবককে অপহরণ দুষ্কৃতীদের । পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হয় এই কাজে ৷ তবে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্তরা ৷ ওই এলাকা থেকেই পুলিশ গ্রেফতার করে অপহরণকারীদের ৷ আর সেই সঙ্গে উদ্ধার হয় অপহৃত 22 বছরের যুবক নীতীন শাহ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের স্টিকার লাগানো গাড়িটিকেও ।

লালবাজার সূত্রে খবর, শুক্রবার রাতে এই অপহরণের ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের কবরডাঙা ক্রসিংয়ে একটি পানশালার সামনে । গোটা ঘটনাটি সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পরেছে । তাতে দেখা গিয়েছে, ওই যুবকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়িতে তোলা হচ্ছে ৷ সেসময় তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন তাঁর বন্ধুরা । কিন্তু সম্ভবত বন্দুকের ভয় দেখিয়েই তাঁদের সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয় । পুলিশ সূত্রে খবর, নীতীনের কাছ থেকে 20 লক্ষ টাকাও চেয়েছিল দুষ্কৃতীরা । আর তা না দেওয়াতেই এই অপহরণ ।

পুলিশ জানিয়েছে, নীতীনের বন্ধুরাই প্রথমে 100 নম্বরে ফোন করে অপহরণের বিষয়টি জানান । পরে পুলিশের কন্ট্রোল রুম থেকে সেই ফোন যায় ওসি হরিদেবপুরের কাছে । পুলিশ এই ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে হরিদেবপুরের থানা এলাকায় তিনটি আলাদা আলাদা দল তৈরি করে । তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যে গোটা অপারেশন শেষ করে পুলিশ । তল্লাশি চালিয়ে পাকড়াও করা হয় অভিযুক্তদের ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতরা হলেন বিপ্লব পাত্র ওরফে ভিক্টর (33), অশোক মাজি (46) এবং অরুনাংশু দাস (42)। এঁদের মধ্যে দু'জন এমজি রোডের বাসিন্দা । বিপ্লব থাকেন ঘরুইপাড়ায় । এই ঘটনায় সঙ্গে আরও দু'জন জড়িত রয়েছেন ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক লালবাজারের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "অভিযুক্তদের কোনও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আজ অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করা হবে ।"

আরও পড়ুন:

  1. কলকাতায় এসে অপহৃত বর্ধমানের নামজাদা ব্যবসায়ী, লালবাজারে হুলস্থুল
  2. প্রাক্তন প্রেমিককে অপহরণ, থানায় গিয়ে তাঁর বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ প্রেমিকার! গ্রেফতার বর্তমান সঙ্গী
  3. গোয়ালিয়রে পরিবারের চোখের সামনেই মেয়েকে অপহরণ দুই দুষ্কৃতীর!

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পানশালার সামনে থেকে যুবককে অপহরণ

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ব্যবসায়িক শত্রুতার জের ৷ মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ফিল্মি কায়দায় রাতের অন্ধকারে হরিদেবপুরের একটি পানশালার সামনে থেকে যুবককে অপহরণ দুষ্কৃতীদের । পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হয় এই কাজে ৷ তবে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্তরা ৷ ওই এলাকা থেকেই পুলিশ গ্রেফতার করে অপহরণকারীদের ৷ আর সেই সঙ্গে উদ্ধার হয় অপহৃত 22 বছরের যুবক নীতীন শাহ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের স্টিকার লাগানো গাড়িটিকেও ।

লালবাজার সূত্রে খবর, শুক্রবার রাতে এই অপহরণের ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের কবরডাঙা ক্রসিংয়ে একটি পানশালার সামনে । গোটা ঘটনাটি সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পরেছে । তাতে দেখা গিয়েছে, ওই যুবকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়িতে তোলা হচ্ছে ৷ সেসময় তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন তাঁর বন্ধুরা । কিন্তু সম্ভবত বন্দুকের ভয় দেখিয়েই তাঁদের সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয় । পুলিশ সূত্রে খবর, নীতীনের কাছ থেকে 20 লক্ষ টাকাও চেয়েছিল দুষ্কৃতীরা । আর তা না দেওয়াতেই এই অপহরণ ।

পুলিশ জানিয়েছে, নীতীনের বন্ধুরাই প্রথমে 100 নম্বরে ফোন করে অপহরণের বিষয়টি জানান । পরে পুলিশের কন্ট্রোল রুম থেকে সেই ফোন যায় ওসি হরিদেবপুরের কাছে । পুলিশ এই ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে হরিদেবপুরের থানা এলাকায় তিনটি আলাদা আলাদা দল তৈরি করে । তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যে গোটা অপারেশন শেষ করে পুলিশ । তল্লাশি চালিয়ে পাকড়াও করা হয় অভিযুক্তদের ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতরা হলেন বিপ্লব পাত্র ওরফে ভিক্টর (33), অশোক মাজি (46) এবং অরুনাংশু দাস (42)। এঁদের মধ্যে দু'জন এমজি রোডের বাসিন্দা । বিপ্লব থাকেন ঘরুইপাড়ায় । এই ঘটনায় সঙ্গে আরও দু'জন জড়িত রয়েছেন ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক লালবাজারের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "অভিযুক্তদের কোনও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আজ অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করা হবে ।"

আরও পড়ুন:

  1. কলকাতায় এসে অপহৃত বর্ধমানের নামজাদা ব্যবসায়ী, লালবাজারে হুলস্থুল
  2. প্রাক্তন প্রেমিককে অপহরণ, থানায় গিয়ে তাঁর বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ প্রেমিকার! গ্রেফতার বর্তমান সঙ্গী
  3. গোয়ালিয়রে পরিবারের চোখের সামনেই মেয়েকে অপহরণ দুই দুষ্কৃতীর!
Last Updated : February 3, 2024 at 1:49 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.