ETV Bharat / state

পোলবায় সারমেয়দের অস্বাভাবিক মৃত্যু, বিষ না অন্য কিছু; তদন্তে পুলিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 12:12 PM IST

Unusual Deaths of Stray Dogs in Polba: পোলবায় কয়েকদিনের মধ্যে 16টি সারমেয়র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অভিযোগ উঠেছে পোলবার উত্তরগোটুর মালতপাড়ায় সারমেয়দের বিষ খাওয়ানো হয়েছে ৷ যে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷ বিষ খাইয়ে হত্যা

ETV BHARAT
ETV BHARAT

পোলাবায় একাধিক সারমেয়র অস্বাভাবিক মত্যুতে তদন্তে পুলিশ

পোলবা, 27 ফ্রেব্রুয়ারি: একাধিক সারমেয়কে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পোলবার উত্তরগোটুর মালতপাড়ায় ৷ এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 30টি সারমেয় আছে ৷ চলতি মাসে কিছুদিন যাবত কোনও অজানা কারণে সারমেয়দের মৃত্যু হচ্ছে ৷ এই ঘটনায় সোমবার পুলিশের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী ৷ এর পরেই গ্রামে পশু চিকিৎসকদের একটি দল এসে মৃত সারমেয়দের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিবছর কুকুরদের বাচ্চা হওয়ার পর, তাদের মেরে ফেলার চেষ্টা হয় ৷ অভিযোগ, এখনও পর্যন্ত 16টি সারমেয়ের মৃত্যু হয়েছে ৷ স্থানীয় এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ৷ সোমবার পোলবা দাদপুর ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের দল সারমেয়ের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন ৷ মৃত কুকুরগুলির নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ভিসেরা পরীক্ষার জন্য ৷ মূলত কিডনি, লিভার, ফুসফুস, পাকস্থলি ও চামড়ার নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, চুরি বা কোনও অপরাধমূলক কাজের জন্য কুকুরগুলিকে মেরে ফেলা হচ্ছে হচ্ছে ৷ দাবি পুলিশ তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুক ৷

পশু চিকিৎসক রাজীব দাস বলেন, "এখনি কিছু বলা সম্ভব নয় ৷ আমরা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে পাঠাচ্ছি ৷ বেশ কিছু কারণে জন্য এই ঘটনা ঘটতে পারে ৷ হতে পারে, ব্যাক্টেরিয়া ঘটিত রোগ বা অন্য কোনও রোগের কারনণে এই ঘটনা ৷ এছাড়াও বিষ খাওয়ার ফলে মৃত্যু হতে পারে ৷ রিপোর্ট আসার পরেই নিশ্চিতভাবে কিছু বলা যাবে ৷"

গ্রামবাসী লালন লোহার বলেন, "গ্রামে অনেক কুকুরপ্রেমী আছেন ৷ তাঁরা কুকুরগুলিকে খেতে দেন ৷ আমিও বাড়িতে খাবার দিই ৷ গত কয়েকদিন ধরে কুকুরগুলি অসুস্থ হয়ে পড়তে থাকে, মৃত্যুও হয় ৷ গ্রামে কুকুর থাকায় চুরি কমেছে ৷ তাই বিষ প্রয়োগ করে মেরে দেওয়া হয়েছে ৷ আমরা চাই সঠিক তদন্ত হোক ৷ কেউ যদি কুকুরগুলিকে মেরে থাকে, তাঁর শাস্তি হোক ৷

এক পশুপ্রেমী সংগঠনের সদস্য গৌতম সরকার বলেন, "স্থানীয় সূত্রে খবর পেয়েছি ৷ সেইজন্য আমরা পোলবায় থানায় যাব ৷ এভাবে সারমেয় মৃত্যু মানা যায় না ৷ ভারতীয় দন্ডবিধি 428, 429 জামিনযোগ্য ধারায় আইন আছে ৷ আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, আরও কঠোর আইন প্রণয়ন করার জন্য ৷ না হলে এই ধরনের পাশবিক ঘটনা ঘটতেই থাকবে ৷"

আরও পড়ুন:

  1. পথ কুকুর-বিড়ালদের সেবা ও জনসচেতনতায় শহরের পথে ঘুরে তহবিল সংগ্রহ দুই বন্ধুর
  2. রাজধানীতে ব্যক্তির লালসার শিকার পথ কুকুর !
  3. কুকুরকে ধর্ষণ ! শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.