ETV Bharat / state

সন্দেশখালি যেতে বাধা, সায়েন্স সিটির কাছেই গ্রেফতার নওশাদ সিদ্দিকী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 9:43 AM IST

Updated : Feb 27, 2024, 10:03 AM IST

Police arrests ISF MLA Nawsad Siddique: সন্দেশখালি যেতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ এদিকে সন্দেশখালির বিভিন্ন জায়গায় 144 ধারা জারি রয়েছে ৷ তাই নওশাদকে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী

কলকাতা, 27 ফেব্রুয়ারি: সকাল হতেই ফের উত্তপ্ত সায়েন্স সিটি চত্বর ৷ মঙ্গলবার সকালে সায়েন্স সিটি হয়ে সন্দেশখালি যাচ্ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ সেখানে তাঁকে আটকে দেয় কলকাতা পুলিশ ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ এই সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইওয়ে ধরে সোজা ধামাখালি এবং সেখান থেকে সন্দেশখালি যাওয়ার রাস্তা ৷ সেই রাস্তা দিয়েই নওশাদ সন্দেশখালি যাচ্ছিলেন ৷ তার আগেই নওশাদকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁর কাছে সন্দেশখালিতে প্রবেশের অনুমতি বিষয়ক কোনও কাগজপত্র ছিল না ৷

পুলিশ নওশাদের পথ আটকালে, পুলিশের সঙ্গে তাঁর বাদানুবাদ বাধে ৷ পুলিশের তরফ থেকে বলা হয় সেখানে 144 ধারা রয়েছে ৷ ফলে নওশাদকে ভিতরে প্রবেশ করতে দিতে পারবে না পুলিশ ৷ এরপরেই নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুলিশের বচসা চরমে পৌঁছয় ৷ একটা সময় সিদ্দিকীকেই বলতে দেখা যায়, "আমি সন্দেশখালি যাব ৷" অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হয়, তিনি সন্দেশখালি যেতে পারবেন না ৷ এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

এর মধ্যেই সিদ্দিকীর দেহরক্ষী কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের সঙ্গে পুলিশ কর্মীদের বাদানুবাদ বাধে ৷ এই ধুন্ধুমার কাণ্ডের মধ্যে সকাল ৯টা নাগাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তুলে সেখান থেকে তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয় ৷ রাজ্য পুলিশ সূত্রে খবর, সন্দেশখালির বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত 144 ধারা মোতায়েন রয়েছে ৷ ফলে সেখানে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য তৎপর রাজ্য পুলিশ ৷

রাজ্য পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশে আগে থেকেই জানানো হয়েছিল, যে সন্দেশখালি ঢোকার এন্ট্রি-এক্সিট পয়েন্টগুলিতে যেন পুলিশকর্মী মোতায়েন করা থাকে ৷ মঙ্গলবার সাকলে সায়েন্স সিটিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আসতে পারেন ৷ এই খবর পেয়ে সেখানে প্রচুর পুলিশকর্মী হাজির ছিলেন ৷ এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নওশাদের কাছে কোনও কাগজপত্র ছিল না ৷ অর্থাৎ সন্দেশখালিতে প্রবেশের অনুমতিপত্র না-থাকায় সন্দেশখালিতে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ৷ যদিও এই বিষয়ে সিদ্দিকী বলেন, "আমি সন্দেশখালির মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছি ৷ আর সেই সময় পুলিশ আমাকে আটকেচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত নওশাদের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে
  2. 'মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান গ্রেফতার হবেন না', তীব্র আক্রমণ নওশাদের
  3. 'জীবনে সন্দেশখালি দেখিনি, আমি পিংলার বিধায়ক', অজিত মাইতি নামের বিভ্রাটে জড়ালেন বিধায়ক
Last Updated :Feb 27, 2024, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.