ETV Bharat / state

মঙ্গলে রাজভবনে প্রধানমন্ত্রী, বুধে গঙ্গার নীচের দেশের প্রথম মেট্রো উদ্বোধন

PM Modi will Inaugurate Under Water Metro: মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে পৌঁছন মোদি ৷ আগামিকাল তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ বুধবার সকাল দশটা নাগাদ কলকাতায় তিনি দেশের প্রথম গঙ্গার নীচের মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন ৷ তারপরই তিনি বারাসতে জনসভার উদ্দেশে রওনা দেবেন ৷ সেখান থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন যোগীরাজ্যে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 9:23 PM IST

Updated : Mar 5, 2024, 9:44 PM IST

বুধে গঙ্গার নীচের দেশের প্রথম মেট্রো উদ্বোধন
PM Modi Inaugurate Under Water Metro
মঙ্গলে রাজভবনে প্রধানমন্ত্রী

কলকাতা, 5 মার্চ: হুগলি নদীর নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর টানেল। সারা রাজ্যের সঙ্গে দেশও তাকিয়ে রয়েছে এই রুটে মেট্রোর চাকা গড়ানোর দিকে। আগামিকাল তারই শুভ মহরত ৷ তাই মঙ্গলবার রাতে ফের কলকাতা এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছেন রাজভবনে। এর আগে মার্চ মাসের শুরুতেই তিনি হুগলি ও কৃষ্ণনগরে জনসভা করে গিয়েছেন ৷ মঙ্গলবার রাজভবনে রাত্রিবাসের পর আগামিকাল, বুধবার সকালে দেশের প্রথম গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করবেন মোদি ৷ তারপর উত্তর 24 পরগনার বারাসতের জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। দেখে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়সূচি-

  • ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুট উদ্বোধন আগামিকাল ৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রুট। লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে চলেছেন কলকাতাবাসী।
  • এর পাশাপাশি অরেঞ্জ লাইন কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় এবং পার্পল লাইন তারাতলা-মাজেরহাট মেট্রো রুটেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মূলত এই কারণেই তাঁর কলকাতায় আসা ৷
  • এরপর উত্তর 24 পরগনার বারাসতে রওনা দেবেন ৷ সেখানে জনসভায় ভাষণ দেবেন তিনি ৷
  • সেখান থেকেই প্রধানমন্ত্রী চলে যাবেন উত্তরপ্রদেশে ৷

সূত্রের খবর, ওড়িশায় কর্মসূচি সেরে এদিন বিমানে করে দমদম পৌঁছন। এসপিজির কড়া নিরাপত্তায় রাত আটটার আগেই রাজভবনে প্রবেশ করেন। চলতি মাসেই তাঁর এই দ্বিতীয়বার বঙ্গ সফর। প্রাথমিকভাবে যেটা ঠিক হয়েছে, আজ রাত আটটার পর রাজভবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে চলতি মাসের প্রথম ও দ্বিতীয় দিন বঙ্গ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদি। 1 মার্চ হুগলির আরামবাগে ও 2 মার্চ নদিয়ার কৃষ্ণনগরে জনসভা শেষ করে তিনি বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কর্মসূচিতে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। আগামিকাল সন্দেশখালির ঘটনা তো বটেই এছাড়াও ফের রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা থেকে শুরু করে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী নিজের বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।

সামগ্রিকভাবে লোকসভা ভোটের আগে একই সপ্তাহে পরপর দু'বার মোদির বঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ, কৃষ্ণনগর থেকে তিনি রাজ্যের 42টি লোকসভা আসনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানিয়েছিলেন। সেই লক্ষ্যপূরণে রাজ্য বিজেপিকে উজ্জ্বল করতে বুধের কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. 6 মার্চ তিন মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী, গঙ্গার নীচে টানেল সফর মোদির
  2. পাতালঘরের বৃত্তান্ত, জন্মের 41 বছর পর নদীর নীচে ছুটে ফের ইতিহাসের পথে কলকাতা মেট্রো
  3. কলকাতাই এসেই স্বামী স্মরণানন্দকে দেখতে হাসপাতালে মোদি

মঙ্গলে রাজভবনে প্রধানমন্ত্রী

কলকাতা, 5 মার্চ: হুগলি নদীর নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর টানেল। সারা রাজ্যের সঙ্গে দেশও তাকিয়ে রয়েছে এই রুটে মেট্রোর চাকা গড়ানোর দিকে। আগামিকাল তারই শুভ মহরত ৷ তাই মঙ্গলবার রাতে ফের কলকাতা এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছেন রাজভবনে। এর আগে মার্চ মাসের শুরুতেই তিনি হুগলি ও কৃষ্ণনগরে জনসভা করে গিয়েছেন ৷ মঙ্গলবার রাজভবনে রাত্রিবাসের পর আগামিকাল, বুধবার সকালে দেশের প্রথম গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করবেন মোদি ৷ তারপর উত্তর 24 পরগনার বারাসতের জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। দেখে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়সূচি-

  • ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুট উদ্বোধন আগামিকাল ৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রুট। লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে চলেছেন কলকাতাবাসী।
  • এর পাশাপাশি অরেঞ্জ লাইন কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় এবং পার্পল লাইন তারাতলা-মাজেরহাট মেট্রো রুটেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মূলত এই কারণেই তাঁর কলকাতায় আসা ৷
  • এরপর উত্তর 24 পরগনার বারাসতে রওনা দেবেন ৷ সেখানে জনসভায় ভাষণ দেবেন তিনি ৷
  • সেখান থেকেই প্রধানমন্ত্রী চলে যাবেন উত্তরপ্রদেশে ৷

সূত্রের খবর, ওড়িশায় কর্মসূচি সেরে এদিন বিমানে করে দমদম পৌঁছন। এসপিজির কড়া নিরাপত্তায় রাত আটটার আগেই রাজভবনে প্রবেশ করেন। চলতি মাসেই তাঁর এই দ্বিতীয়বার বঙ্গ সফর। প্রাথমিকভাবে যেটা ঠিক হয়েছে, আজ রাত আটটার পর রাজভবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে চলতি মাসের প্রথম ও দ্বিতীয় দিন বঙ্গ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদি। 1 মার্চ হুগলির আরামবাগে ও 2 মার্চ নদিয়ার কৃষ্ণনগরে জনসভা শেষ করে তিনি বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কর্মসূচিতে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। আগামিকাল সন্দেশখালির ঘটনা তো বটেই এছাড়াও ফের রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা থেকে শুরু করে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী নিজের বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।

সামগ্রিকভাবে লোকসভা ভোটের আগে একই সপ্তাহে পরপর দু'বার মোদির বঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ, কৃষ্ণনগর থেকে তিনি রাজ্যের 42টি লোকসভা আসনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানিয়েছিলেন। সেই লক্ষ্যপূরণে রাজ্য বিজেপিকে উজ্জ্বল করতে বুধের কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. 6 মার্চ তিন মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী, গঙ্গার নীচে টানেল সফর মোদির
  2. পাতালঘরের বৃত্তান্ত, জন্মের 41 বছর পর নদীর নীচে ছুটে ফের ইতিহাসের পথে কলকাতা মেট্রো
  3. কলকাতাই এসেই স্বামী স্মরণানন্দকে দেখতে হাসপাতালে মোদি
Last Updated : Mar 5, 2024, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.