শিলিগুড়ি, 10 মার্চ: লোকসভা ভোটের আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের ইস্যুকে জিইয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার গোটা পাহাড় তাকিয়ে ছিল, পাহাড় সমস্যা সমাধান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী বার্তা দেন সেদিকে। কিন্তু তেমন কোনও আশ্বাস শোনা গেল না প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেন, "আমরা গোর্খা সমস্যা সমাধানের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তাদের বিষয় নিয়ে আমরা সংবেদনশীল।" এর বেশি আর একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী। এদিকে মোদির এই ভাষণের পর তাঁকে তীব্র কটাক্ষ করল তৃণমূল থেকে বাম, এমনকী পাহাড়ের আঞ্চলিক দলগুলিও।
শেষবার নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে গিয়েছিলেন, "গোর্খাদের স্বপ্ন আমার স্বপ্ন।" তারপর অনেকটা সময় কেটে গেলেও গোর্খাদের সমস্যার কোনও সমাধান কেন্দ্র করেনি বলেই অভিযোগ। অথচ 2010 থেকে 2021 পরপর একাধিক নির্বাচনে এই ইস্যুকে হাতিয়ার করেই পাহাড়ে জয় পেয়েছে বিজেপি। তারপরও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বলেই অভিযোগ ৷
মোদির এই বক্তব্য প্রসঙ্গে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "আগেরবার তাও স্বপ্ন বলেছিলেন, এবার তো কিছুই বললেন না উনি। সমাধানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলে কী বোঝাতে চাইলেন প্রধানমন্ত্রী ? এসব গল্প দিয়ে আর পাহাড়ের বাসিন্দাদের বোকা বানানো যাবে না। বিজেপি পাহাড় নিয়ে কিছু ভাবেই না। যারা শরিকদল তাদের এবার ভাবা উচিত।" অন্যদিকে, তৃণমূল নেতা তথা মেয়র গৌতম দেব বলেন, "নির্বাচন সামনে এসেছে আবার এসব বলা শুরু করেছে। এত বছরে কিছু করতে পারেনি আগামীতেও পারবে না।"
বাম নেতা অশোক ভট্টাচার্য বলেন, "উনি হলেন একটা মস্তবড় ধোকাবাজ। পাহাড়ের মানুষকে ধোকা দিয়ে নির্বাচনের আগে আবার নতুন গল্প ফেঁদেছেন। ওনার কথা কেউ বিশ্বাস করে না।" পাহাড়ের কংগ্রেস নেতা বিনয় তামাং বলেন, "সমস্যা সমাধানের কত কাছে পৌঁছেছে তা আবার নির্বাচনের আগে জানা যাবে। কারণ এখন আর তিনি কিছুই বলবেন না। তার এই সাজানো গল্প দিয়ে আর পাহাড়ে ভোট পেতে হবে না।" হামরো পার্টির পক্ষ থেকেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন ৷ অজয় এডওয়ার্ড বলেন, "স্থায়ী সমাধান মানে গোর্খাল্যান্ড। উনি এবিষয়ে কোনও কথা না বলায় গোটা পাহাড় মর্মাহত। আমরা অনেক কিছু আশা করেছিলাম।" যদিও এদিন মোদির মঞ্চে উপস্থিত ছিলেন জিএনএলএফ সুপ্রীমো মন ঘিসিং ও দার্জিলিং-এর বিজেপি বিধায়ক নীরজ জিম্বা।
আরও পড়ুন: