ETV Bharat / state

লোকসভা নির্বাচনের আগে কমল গ্যাসের দাম, 'গিমিক' বলে কটাক্ষ বিরোধীদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 8:07 PM IST

Gas Cylinder Price: লোকসভা নির্বাচনের আগে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিরোধীদের দাবি, এটা গিমিক ছাড়া আর কিছুই নয়৷

Etv Bharat
Etv Bharat

Gas Cylinder Price

কলকাতা, 8 মার্চ: আন্তর্জাতিক নারী দিবসে দেশবাসীকে বিশেষ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম 100 টাকা কম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ লোকসভা নির্বাচনের আগে এই ঘোষণাকে অন্য চোখে দেখছে রাজনৈতিক মহল ৷ ভোটের মুখে এই ঘোষণা নিয়ে সরকারকে তীব্র আক্রমণ তৃণমূল, সিপিএম, কংগ্রেসের ৷ পালটা আক্রমণে বিজেপিও।

এদিন নরেন্দ্র মোদি রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণার পর সাধারণ গৃহস্থ পরিবারে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। কেউ খুশি হয়েছেন, কেউ আবার আশঙ্কা প্রকাশ করে বলেছেন ভোট শেষ হলে ফের দাম বাড়বে না তো গ্যাসের? তবে এরাজ্যে বিরোধী দলগুলি প্রায় এক সুরেই আক্রমণ করেছেন। তাদের কথায়, জুমলাবাজি করছে বিজেপি। এর আগেও দেখা গিয়েছে ভোটের মুখে পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছিল। ভোটের ফলাফল ঘোষণার আগেই দাম বাড়িয়ে দেওয়া। এ যেন গরু মেরে জুতো দানের মতো।

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "ভারতীয় জুমলা পার্টির নির্বাচনী গিমিক দেশের মানুষ এর আগে অনেক দেখেছেন। মানুষ জানে 2014-র আগে 400 টাকা ছিল গ্যাসের সিলিন্ডারের দাম ৷ বিজেপির আমলে তা বেড়ে হয়েছে 1200 টাকা । এমন চমক দেখেছে উত্তর প্রদেশ নির্বাচনের আগে পেট্রোল ডিজেলের দাম স্থির রাখা ও ভোট মিটতেই বাড়িয়ে দেওয়া নিয়ে। এবারও 100 টাকা কমিয়েছে গ্যাসের দাম ৷ নির্বাচন শেষে ফলাফলের আগেই 200 টাকা বাড়িয়ে দেবে।"

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, " এ তো গরু মেরে জুতো দান করার মতো। তেল-গ্যাসের দাম বাড়িয়ে লক্ষ-হাজার কোটি টাকা রোজগার করেছে দেশের মানুষের থেকে। যখন বিশ্ব বাজারে তেল গ্যাসের দাম কমেছে তখন প্রধানমন্ত্রীর মনে হয়নি দেশের মানুষকে একটু রেহাই দিই। এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে।" এই প্রসঙ্গে সিপিএম নেত্রী কনীনিকা বোস ঘোষ বলেন, "যাঁরা নারীদের একটা নির্দিষ্ট দিবস হিসেবে পালন করে আর প্রতিদিন শোষণ করে তাঁরাই এসব করতে পারে। এটা কোনো দাক্ষিণ্য নয়। গ্যাসের দাম কমানোর উনি কেউ নন ৷ ওনারা নিজেদের রাজা-রানির মত ভাবেন। এসব জুমলাবাজি দেশের নারীরা বুঝবেন।"

যদিও বিরোধীদের কটাক্ষের মুখে পড়ে পালটা জবাব দিয়েছে বিজেপিও ৷ নেত্রী ফাল্গুনী পাত্র বলেন, "রাজ্যের বিরোধীরা বিরোধীতা করতে হয় বলেই করেন। এর আগেও উজ্জ্বল যোজনা উপর 400 টাকা ও 200 টাকা সাধারণ গ্যাসের উপর ছাড় দিয়েছেন। নারী দিবসে বোনদের উপহার হিসেবে ফের 100 টাকা রান্নার গ্যাসের দাম কমালেন। কত গ্যাসের দাম ছিল কত হল, সবটা মনে হয় ওরা জানেন না। বিরোধিতা করতে হয় করছেন। এ রাজ্যের সরকার অন্য রাজ্যের মত গ্যাসের উপর যে করের বোঝা চাপিয়েছেন সেটা কম করলে সাধারণ মানুষের আরও সুবিধা হবে।"

উল্লেখ্য, একটি এলপিজি সিলিন্ডারের দাম উজ্জ্বলা গ্রাহক নন যাঁরা, তাঁদের কাছে 1,100 টাকা ছিল। মোদি সরকার গত বছরের অগস্টে সিলিন্ডার প্রতি 200 টাকা দাম কমানোয় তা 900 টাকায় নেমেছিল। এ বার, আরও 100 টাকা দাম কমায় উজ্বলা গ্রাহক নন যাঁরা, তাঁরা এবার 800 টাকায় একটি এলপিজি সিলিন্ডার পাবেন। ফলে লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও স্বস্তি মিলল সাধারণ মানুষের ৷

আরও পড়ুন

1. ভোটের পরে কি আবারও বাড়বে রান্নার গ্যাসের দাম ? আশংকা গৃহিণীদের

2. এক ধাক্কায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম, নারী দিবসে মোদির উপহার

3. 'বড় দায়িত্ব পেলাম', নারী দিবসে রাজ্যসভায় মনোনয়ন পেয়ে মোদির প্রশংসা সুধা মূর্তির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.