ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে ভাতারে উলটে গেল যাত্রীবাহী বাস, মৃত 1; আহত বহু

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 12:00 PM IST

ETV Bharat
বাস উলটে ভয়াবহ পথ দুর্ঘটনা

Road Accident in Purba Bhardhaman: বাসচালক হঠাৎ গতি বাড়িয়ে দেন বলে অভিযোগ ৷ তারপরেই যাত্রীবোঝাই বাসটি উলটে যায় ৷ এক যাত্রীর মৃত্যু হয়েছে ৷

ভাতার, 14 ফেব্রুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভিসির ক্যানেল টপকে উলটে গেল যাত্রীবাহী বাস ৷ মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার নতুনগ্রামে ৷ এই পথ দুর্ঘটনায় ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ৷ মৃতের নাম শেখ ইনামুল হক (25) ৷ আহত কমপক্ষে 23 জন ৷ বাসটি কলকাতার ধর্মতলা থেকে বহরমপুর যাচ্ছিল বলে জানা গিয়েছে ৷ ফলত বেশিরভাগ যাত্রীই মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী বাস কলকাতার ধর্মতলা থেকে বহরমপুর দিকে যাচ্ছিল ৷ বাসটি শক্তিগড় পার করে বর্ধমান পর্যন্ত নির্দিষ্ট গতিতেই চলছিল ৷ কিন্তু অভিযোগ, বর্ধমান ছাড়ার পরেই বাসের গতি বাড়িয়ে দেয় চালক ৷ দ্রুতগতিতে চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ভাতারের নতুনগ্রাম পেট্রোল পাম্পের কাছে ডিভিসি ক্যানেলের পাশে বাসটি উলটে যায় ৷

বাসে প্রায় 50 জন যাত্রী ছিল ৷ সকলেরই কম-বেশি চোট লেগেছে ৷ একজনের মৃত্যু হয় ৷ আহত হয় প্রায় 23 জন ৷ তাঁদের মধ্যে তিন জনের চোট গুরুতর ৷ আহতদের মধ্যে শিশু ও মহিলারাও আছে ৷ যাত্রীদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদ যাচ্ছিলেন ৷ ঘটনার পরেই স্থানীয়রা উদ্ধারকার্যে হাত লাগায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

এক আহত যাত্রী আলামত আলি বলেন, "কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলাম ৷ ধর্মতলায় এই বাসে উঠি ৷ আমরা মোরগ্রাম যাব ৷ কেউ কেউ আবার বীরভূমের লাভপুর থানার পোলোমোর গ্রামে যাবে ৷ হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ৷ আমাদের মাথায় মুখে হাতে চোট লাগে ৷" আরেক আহত যাত্রী বাদশা আলম বলেন, "বর্ধমান পর্যন্ত গাড়ি ঢিমেতালেই চলছিল ৷ বর্ধমান থেকে ভাতার ঢোকার মুখে গাড়ির গতিবেগ বেড়ে যায় ৷ আমরা তিনজন সিটে বসে গল্প করছিলাম ৷ হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারায় ৷ বাসটি 2-3 বার পালটি খায় ৷ ভাগ্যের জোরে ক্যানেলের জলে পড়েনি ৷ নাহলে নীচে জলে পড়লেই প্রাণ হারাতাম ৷" আরেক যাত্রী জিৎ দালাল বলেন, "মুম্বই থেকে বাড়ি ফিরছিলাম ৷ আমি মুর্শিদাবাদ যাচ্ছিলাম ৷ ধর্মতলায় থেকে বাসে উঠে বসার পরে ঘুমিয়ে পড়ি ৷ হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভাঙে ৷ দেখি গায়ের উপরে অনেকেই হুমড়ি খেয়ে পড়ে গিয়েছে ৷ আমার নাকে, মুখে আঘাত লেগেছে ৷ তারপর স্থানীয়রা উদ্ধার করে ৷'

এই পথ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সম্রাট কুমার পাল বলেন, "একটি যাত্রীবাহী বাস কলকাতার ধর্মতলা থেকে কান্দি যাচ্ছিল ৷ ভাতারের বাদশাহী রোডের নতুনগ্রাম এলাকা দিয়ে বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল ৷ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেল ব্রিজের গা ঘেঁষে উলটে যায় ৷ বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ আমরা উদ্ধার কাজে হাত লাগাই ৷"

আরও পড়ুন:

  1. রামপুরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত অন্তত 4, আহত 11
  2. নিয়ন্ত্রণ হারিয়ে দশ চাকার লরি উলটে গেল চারচাকার উপর ! রায়গঞ্জে পথদুর্ঘটনায় নিহত 2
  3. মৃতদেহ নিয়ে যাওয়ার পথে গাড়ি উলটে এক শিশু-সহ তিনজনের মৃত্যু, আহত চার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.