ETV Bharat / state

জীবিতকে মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা বন্ধ পঞ্চায়েতের, বিপাকে বৃদ্ধা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 5:00 PM IST

Old Age Allowance Stopped: জীবিতকে মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা বন্ধের অভিযোগ পঞ্চায়েতে বিরুদ্ধে ৷ বিডিও অফিস থেকে পঞ্চায়েতে গিয়েও সুরাহা হয়নি বলে দাবি বৃদ্ধার ৷ যদিও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান ৷

Old Age Allowance
বার্ধক্য ভাতা বন্ধ

জীবিতকে মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা বন্ধ

কুলতলি, 3 মার্চ: পঞ্চায়েতের খাতায়-কলমে তিনি মৃত । তাই বন্ধ করে দেওয়া হয়েছে তাঁর বার্ধক্য ভাতা ৷ অথচ দিব্যি হেঁটে চলে বেরাচ্ছেন 80 বছরের মন্দাদরী মিশ্র ৷ জীবিত বৃদ্ধাকে মৃত বানিয়ে বার্ধক্য ভাতা বন্ধের অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলির কুন্দখালি গোদাবর পঞ্চায়েতের বালাহারানিয়া গ্রামে ।

জানা গিয়েছে, বেশ কয়েকবছর ধরে বার্ধক্য ভাতার হাজার টাকা করে পেতেন বৃদ্ধা । সেই টাকা দিয়ে নিজের নানা খরচ সামলাতেন মন্দাদরী । কিন্তু প্রায় বছর খানেক ধরে সেই বার্ধক্য ভাতার টাকা আর মিলছে না বলে অভিযোগ তাঁর । বৃদ্ধার দাবি, টাকা পেতে অসহায় হয়ে অনেকের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি । কিন্তু কাজের কাজ হয়নি । শেষে মরিয়া হয়ে একদিন হাজির হয়ে যান পঞ্চায়েত দফতরে । সেখানে গিয়ে জানতে পারেন পঞ্চায়েতের রেকর্ড বুকে নাকি মৃত হিসেবে নথিভুক্ত হয়ে গিয়েছেন তিনি । অথচ মৃত মন্দাদোরী হেঁটে পঞ্চায়েতে এসেছেন দেখে হাসাহাসি শুরু হয়ে যায় কর্মী আধিকারিকদের মধ্যে । অসহায় বৃদ্ধা বুঝতে পারেন না কী করবেন ৷

কাঁদতে কাঁদতে মন্দাদরী মিশ্র বলেন, "এক বছর ধরে ঘুরে যাচ্ছি ৷ বার্ধক্য ভাতা পাচ্ছি না ৷ খুব কষ্টে আছি ৷ টাকাটা পেলে খুব ভালো হয় ৷ টাকাটা দিয়ে ওষুধ কিনি ৷ আমি অফিসে গেলে আমায় নিয়ে হাসাহাসি করে ৷ আমার নাম শুনে বলে রাবণের বংশ তো ৷ আমি ঠিক করে হাঁটতে পারি না কিন্তু তাও টাকাটা পাওয়ার জন্য যাই অফিসে ৷ তবুও কোনও সুরাহা হয়নি "

এই বিষয়ে কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিজা গাজির বক্তব্য, "জীবিত মহিলাকে কারা মৃত ঘোষণা করল সে বিষয়ে আমি এখনই খোঁজখবর নিয়ে দেখছি । অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । পঞ্চায়েত সদস্যদের বলা হয়েছে এই বিষয়ে খোঁজ নিতে । বৃদ্ধার যদি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে থাকে সেটাও কীভাবে ফেরত পাওয়া সম্ভব তাও দেখা হচ্ছে ।" আপাতত অন্তহীন অপেক্ষা আর চোখের জলই সম্বল অশীতিপর বৃদ্ধার ।

আরও পড়ুন:

  1. মৃত মহিলার অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতার টাকা, ভূতুড়েকাণ্ডে মন্দিরবাজারে
  2. জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বন্ধ বার্ধক্য ভাতা, সমস্যায় দম্পতি
  3. ইটিভি ভারতের খবরের জের, বন্ধ হল ফুলু বিবির বিধবা ভাতা; শাসকদলকে তোপ বিজেপির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.