ETV Bharat / state

প্রবল গরমে হুগলি স্টেশনে হিট স্ট্রোকে মৃত্যু ভবঘুরে প্রৌঢ়ের - HEATSTROKE

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 4:25 PM IST

Updated : Apr 22, 2024, 4:47 PM IST

Heat Stroke
প্রতীকী ছবি

Heat Stroke: হুগলিতে হঠাৎ মৃত্য়ু ভবঘুরের ৷ প্রাথমিকভাবে অনুমান হিট স্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে ওই ভবঘুরের ৷ দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷

হুগলি, 22 এপ্রিল: প্রবল গরমে নাকাল রাজ্যবাসী ৷ একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ৷ বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরতে না করছেন বিশেষজ্ঞরা ৷ সকাল 10টার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন ৷ রবিবার হুগলি স্টেশনে হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন এক প্রৌঢ়ের ৷ বিকেলে রেলের তরফে এক চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ প্রাথমিকভাবে অনুমান ওই প্রৌঢ়ের হিট স্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে ৷

প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার হুগলির 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মে খালি গায়ে ঘুরছিলেন ওই ব্য়ক্তি ৷ হঠাৎই দু’টি প্ল্যাটফর্মের মাঝের একটি বেঞ্চের নীচে তিনি বসে পড়েন ৷ চলাফেরার ক্ষমতাও প্রায় হারিয়ে ফেলেছিলেন ৷ ঘটনাটি স্থানীয় কয়েকজনের চোখে পড়তেই তাঁরা ব্যাণ্ডেল জিআরপি-তে খবর দেন ৷ পুলিশ এসে অচৈতন্য অবস্থায় বছর 55 ওই প্রৌঢ়ের দেখে চিকিৎসার ব্যবস্থা করেন ৷ অসুস্থতার খবর পেয়েই রেলের অ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার অভিজিৎ সেনগুপ্ত আসেন। ওই প্রৌঢ়েকে পরীক্ষা করেন ৷ যদিও ওই ব্যক্তির নাম জানা যায়নি ৷ মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয় । কীভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট এলেই জানা যাবে ৷

ঘটনা প্রসঙ্গেই স্টেশনের এক দোকানদার আকবর আলি বলেন, "গতকাল দুপুর থেকে ওই প্রৌঢ়কে হুগলি স্টেশনের একটি প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখা যায় । তাঁকে কেক ও জল দিই। খেয়ে বেঞ্চেই শুয়ে পরেন তিনি। রবিবার সকালেও টিফিন দিতে গেলেও তিনি খেতে চায়নি। দুপুর আড়াইটে নাগাদ বসে বসে অসুস্থ হয়ে যান । রেল পুলশি এসে রেলের চিকিৎসককে খবর দেন ৷ প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
আরও পড়ুন:

  1. তৃণমূলের গরম হাওয়া থেকে পরিত্রাণ পেতে দরকার পদ্মকে, টিপ্পনী দিলীপের
  2. আরও বাড়বে দহন-জ্বালা, অর্ধশতকের নজির ভেঙে প্রাণ ওষ্ঠাগত তিলোত্তমার
  3. উটিতে হুটোপুটি! গরম থেকে ছুটি নিয়ে হারিয়ে যান ‘পাহাড়ের রানি’র কোলে
Last Updated :Apr 22, 2024, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.