কলকাতা, 20 মার্চ: রামনবমীর অশান্তিতে 11 জনকে গ্রেফতার করল এনআইএ ৷ গত বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের দু'টি জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটেছিল ৷ একটি হুগলির কোন্নগর-রিষড়া এলাকা ৷ অন্যটি হাওড়া-শিবপুর ৷ এই অশান্তির ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-কে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট ৷ এই ঘটনায় মঙ্গলবার 11 জনকে গ্রেফতার করে এনআইএ ৷
এই ঘটনার প্রায় এক বছর হতে চলল ৷ হাওড়া-শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে গণ্ডগোল এবং আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল ৷ সেই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে মোট 11 জনকে গ্রেফতার করল এনআইএ ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিযুক্তদের ভিন রাজ্যে নিয়ে যাওয়া হবে ৷ এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷
গত বছরের 30 মার্চ রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকা ৷ ডালখোলাতে একজনের মৃত্যু হয় ৷ পরে ইসলামপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে ৷ আরও পরে রিষড়ায় এর রেশ পৌঁছয় ৷ রামনবমীর মিছিলে আক্রমণ ও বোম ছোড়ার অভিযোগ ওঠে ৷ হাওড়ার শিবপুরে মিছিলের উপর পাথর ছোড়ার অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি পেট্রোল বোমা ছোড়ারও অভিযোগ ওঠে ৷
গত বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল হাওড়ার-শিবপুর এলাকা ৷ সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বাস-গাড়ি এবং বড় বড় শপিংমলের কাচে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে ৷ পাশাপাশি এলাকায় আগুন লাগানোর ঘটনাও ঘটে ৷ পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে ওঠে যে, তড়িঘড়ি পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছন ৷ প্রায় এক মাস ধরে ওই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷
এনআই-এর গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন ৷ পুলিশের সঙ্গে এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তথ্য-প্রমাণ জোগাড় করেন ৷ শেষে 19 মার্চ এনআইএ-র হাতে গ্রেফতার হল 11 জন ৷
আরও পড়ুন: