ETV Bharat / state

তৃণমূলের গুন্ডারা বাধা দিলে রুখে দাঁড়ান, ভোটারদের বার্তা মোদির - LS POLLS 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 5:00 PM IST

Updated : Apr 4, 2024, 7:34 PM IST

Narendra Modi: কোচবিহারের সভা থেকে তৃণমূলকে কড়া আক্রমণ নরেন্দ্র মোদির। তৃণমূলের গুন্ডারা ভোট দিতে না-দিলে শক্তহাতে মোকাবিলা করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

Narendra Modi
কোচবিহারের সভায় প্রধানমন্ত্রী

কোচবিহারের সভায় মোদি

কোচবিহার, 4 এপ্রিল: "সকাল সকাল ভোট দিন। তৃণমূলের গুন্ডারা বাধা দিলে শক্তহাতে মোকাবিলা করুন। নির্বাচন কমিশন এবার অনেক বেশি সতর্ক ও সক্রিয়। আপনাদের প্রত্যেকের ভোট গুরুত্বপূর্ণ।" কোচবিহারের সভা থেকে এই ভাষাতেই তৃণমূলকে রুখে দেওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবারের উত্তরবঙ্গ ছিল সবদিক থেকেই জমজমাট। মোদির সভার আগে এই কোচবিহারেই জোড়া সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের শুরুতেই মমতার প্রশংসা করেন মোদি। তবে তার মধ্যেও যে কটাক্ষের সুর ছিল তা বলাপর অপেক্ষা রাখে না। তিনি বলেন,"2019 সালে এখানে সভা করেছিলাম। মমতা একটা মঞ্চ করেছিলেন। যাতে বেশি লোক আমার কথা শুনতে না পান। আজ এরকম কিছু করেনি। বাংলার সরকারকে ধন্যবদ। মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ।" এরপরই তিনি জানান,এখন বিকশিত ভারত গড়ার সময়। ভারত বিকশিত হলে বাংলাও বিকশিত হবে। 19 এপ্রিল ভোট দেওয়ার সময় ভোটারদের এই কথা মনে রাখতে আহ্বানও জানান মোদি।

এদিনের সভা থেকে আরও একবার ভারতকে তৃতীয় আর্থিক শক্তি হিসেবে গড়ে তোলার উপর জোড় দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,"দেশকে বিশ্বের তৃতীয় বড় আর্থিক শক্তি হিসেবে গড়ে তুলতে দিল্লিতে মজবুত সরকার চাই। দেশ জানে মোদি মজবুত সরকার দেয়। এবারও মজবুত সরকার তৈরি করতে হবে।" অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "স্বাধীনতার পরের 6-7 দশক ধরে কংগ্রেসের মডেল দেখেছে দেশ । শেষ 10 বছরে দেশ বিজেপি মডেল দেখেছে। বিশ্ব বলে মোদি মজবুত নেতা। মোদি বড় সিদ্ধান্ত নিতে পারেন। মোদি আসলে চায় 140 কোটির স্বপ্ন পূরণ করতে। আপনার স্বপ্নই মোদির সংকল্প।"

কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন,"কংগ্রেস দশকের পর দশক ধরে দারিদ্র্য দূর করার কথাই বলে গিয়েছে। কিন্তু বিজেপি 10 বছরে দারিদ্র্যের অভিশাপ থেকে 25 কোটি মানুষ থেকে বের করে এনেছে। আমরা সততার সঙ্গে কাজ করি। উদ্দেশ্য সঠিক হলে পরিণামও সঠিক হবে। মোদি আপনার আগামীর কথা ভাবে। মোদির উদ্দেশ্য ভালো বলেই জম্মু কাশ্মীর 370 থেকে মুক্তি পেয়েছে। মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে। মোদির উদ্দেশ্য ভালো বলেই পাঁচশো বছর বাদে রামমন্দির তৈরি হয়েছে। যেখানে আশা শেষ হয় সেখান থেকে মোদির গ্যারেন্টি শুরু হয়। 40 লাখ পাকা ঘর তৈরি হয়েছে বাংলায়। 10 বছরে উন্নয়নের যে কাজ হয়েছে সেটা ট্রেলার। আমাকে এখন অনেক কাজ করতে হবে। পশ্চিমবঙ্গকে অনেক আগে নিয়ে যেতে হবে।"

আরও পড়ুন:

  1. 'কে কাকে বিয়ে করবে তাও ঠিক করে দেবে', অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপি'কে তোপ মুখ্যমন্ত্রীর
  2. 'আমাদের দলের আপদ এখন বিজেপির সম্পদ'
Last Updated :Apr 4, 2024, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.