ETV Bharat / state

কথা রাখলেন না অভিষেক, তোপ অর্জুনের; জিইয়ে রাখলেন দলবদলের সম্ভাবনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 8:44 PM IST

Updated : Mar 10, 2024, 10:57 PM IST

Etv Bharat
কথা রাখলেন না অভিষেক, তোপ অর্জুনের

Arjun Singh Slam Abhishek Banerjee: লোকসভা নির্বাচনে টিকিট পাবেন, কথা দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডা ৷ কিন্তু রাখলেন না সে কথা ৷ ব্যারাকপুর থেকে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাংসদ অর্জুন সিং ৷

অর্জুনের পাশে দাঁড়ালেন শুভেন্দু

ব্যারাকপুর, 10 মার্চ: লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধেই বোমা ফাটালেন তৃণমূল নেতা অর্জুন সিং। রবিবার সন্ধ্যায় ভাটপাড়ায় নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে টিকিট না পাওয়ায় নাম না করে দলের সেকেন্ড-ইন-কমান্ড এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ঘটনায় ক্ষুব্ধ অর্জুনের অনুগামীরা ৷ এদিকে বিজেপি এই ব্যারাকপুরে এখনও প্রার্থী ঘোষণা করেনি। সেক্ষেত্রে অর্জুন কি গেরুয়া শিবিরে ফিরবেন? তা এখনও স্পষ্ট নয়।

অর্জুন বলেন, "দেড় বছর আগে তৃণমূল দলে যোগদান করার সময় আশ্বাস দেওয়া হয়েছিল ব্যারাকপুর কেন্দ্রে দলের প্রার্থী করা হবে আমাকে। কিন্তু শেষ মুহূর্তে আমাকে বলে দেওয়া হল এই কেন্দ্র থেকে আমাকে প্রার্থী করা হচ্ছে না। এটা একপ্রকার ধোঁকা দেওয়া। যদি আগে বলে দিত, তাহলে চিন্তাভাবনা করতাম, এই দলে আসব কি না!"

টিকিট পাবেন এই আশ্বাস কে দিয়েছিলেন? প্রশ্নের উত্তরে সাংসদ অর্জুন সিং বলেন, "যাঁর হাত ধরে তৃণমূল দলে যোগদান করেছিলাম তিনি(অভিষেক বন্দোপাধ্যায়)-ই আমাকে আশ্বাস দিয়েছিলেন, ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করা হবে। এটা ঠিক হল না আমার সঙ্গে! আক্ষেপ তো থাকবেই। এ নিয়ে দুঃখ নেই আমার। এটা রাজনীতির অঙ্গ। তবে, আগে জানালে ভালো লাগত।"

এরপরই দলকে নিশানা করে সাংসদ বলেন, "বরাবর আমার এই লোকসভা কেন্দ্রই পছন্দ। সেটা দলকে জানিয়েছিলাম। তা সত্ত্বেও অন‍্য কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জন্য টোপ দেওয়া হয়েছে। আমি ব্যারাকপুর শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছি । এখানেই আমার জন্ম। এখানেই যেন আমার মৃত্যু হয়। অন‍্য কেন্দ্র থেকে কেন আমি প্রতিদ্বন্দ্বিতা করতে যাব? দীর্ঘদিন টালবাহানা করার পর শেষে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হল না আমাকে। এটা মেনে নিতে পারছি না।"
এদিকে, তাঁর টিকিট না পাওয়ার পিছনে দলেরই একাংশের ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন সাংসদ অর্জুন সিং। তাঁর কথায়, "আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি কোনও সিজিওনাল ফল নয়! আমি বারোমাসের ফল। আমাকে মানুষ সারাবছর পায়। তাঁদের পাশে থাকি। আমি এখানকার মানুষকে ঠকায়নি।এটুকু বলতে পারি।"

অন্য দলে যাবেন কি না সেবিষয়ে প্রশ্ন করা হলে অর্জুন সিং বলেন, "এখনই এনিয়ে ভাবছি না। আগে দলের কর্মীদের সঙ্গে আলোচনা করি। তারপর জানতে পারবেন আপনারা।" অন‍্যদিকে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তাঁর পরিবর্তে দল এবার টিকিট দিয়েছে সেচমন্ত্রী ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক-কে। তাঁর হয়ে কি ভোট প্রচারে নামবেন? এই প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, "পার্থ ভৌমিক এবং দল আমাকে প্রচারে চায় কি না, সেটা আগে দেখতে হবে। তাঁরা যদি না চান তাহলে কি করে প্রচারে নামব?"

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন দীর্ঘদিনের রাজনীতিক অর্জুন সিং। সেই সময় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী দীনেশ ত্রিবেদীকে প্রায় 15 হাজার ভোটে পরাজিত করে সাংসদ হয়েছিলেন তিনি। কিন্তু, তাঁর কয়েকমাসের মধ্যেই অর্জুন আবারও তাঁর পুরনো দলে ফিরে আসেন।

সাংসদের তৃণমূল দলে ফিরে আসা সোমনাথ শ‍্যাম থেকে শুরু করে সুবোধ অধিকারীর মতো বিধায়করা মন থেকে মেনে নিতে পারেননি। অর্জুন যাতে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী না হন, সেই চেষ্টাও ক্রমাগত চালিয়ে গিয়েছিলেন শাসকদলের এই দুই বিধায়ক। শেষ পর্যন্ত তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা হল না সাংসদ অর্জুন সিংয়ের। তবে কি তিনি ফের বিজেপিতে যোগ দিতে পারেন? উত্তর দেবে সময়ই!

আরও পড়ুন

1. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন

2. ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা মমতার, একাই প্রার্থী ঘোষণা তৃণমূলের

3. তালিবানি কায়দায় সন্দেশখালি তৃণমূল সন্ত্রাস চালিয়েছে, আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী নাকভির

Last Updated :Mar 10, 2024, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.