ETV Bharat / state

ভোটের মুখে জলপাইগুড়িতে বিজেপি নেতা-নেত্রীর গাড়ি থেকে উদ্ধার টাকা - Money Recovered

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 3:23 PM IST

Money Recovered
Money Recovered

Money Recovered in Jalpaiguri: 19 এপ্রিল জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন ৷ তার আগে বিজেপি নেতানেত্রীর গাড়ি থেকে উদ্ধার হল নগদ টাকা ৷ রাকেশ নন্দী ও দিপা বণিকের কাছে থেকে উদ্ধার মোট টাকার পরিমাণ 9 লক্ষ 5 হাজার ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

বিজেপি নেতা ও নেত্রীর গাড়ি থেকে উদ্ধার টাকা

জলপাইগুড়ি, 14 এপ্রিল: লোকসভা ভোটের মুখে জলপাইগুড়িতে বিজেপি নেতা-নেত্রীর কাছ থেকে উদ্ধার লক্ষাধিক টাকা ৷ জলপাইগুড়ি জেলা পুলিশের ক্রান্তি ফাঁড়ির আধিকারিকেরা শনিবার রাতে অভিযান চালায় ৷ এই অভিযানে প্রথমে বিজেপি নেতা রাকেশ নন্দীর গাড়ি থেকে উদ্ধার হয়েছে 7 লক্ষ 75 হাজার টাকা । মালবাজার শহরের 20 নম্বর ওয়ার্ডের নর্থ কলোনির বাসিন্দা তিনি । রাকেশ নন্দী মালবাজারের বিজেপি কনভেনর ।

জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, "গতকাল রাতে ক্রান্তি মসজিদ এলাকায় ক্রান্তি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং করা হয় । নাকা চেকিংয়ের সময় একটি চারচাকা গাড়িকে আটাকানো হয় । সেই গাড়ির থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা । গাড়িতে মোট 7 লক্ষ 75 হাজার টাকা উদ্ধার হয়েছে । টাকার বৈধ কাগজপত্র রাকেশ দেখাতে পারেনি । তাই টাকা বাজেয়াপ্ত করা হয় ক্রান্তি ফাঁড়িতে ।"

জানা গিয়েছে, রাকেশ নন্দীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তিনি টাকাটি মহিলা মোর্চার জেলা সভাপতি দিপা বণিকের কাছ থেকে পেয়েছেন । মালবাজার বিধানসভা এলাকায় রাজনৈতিক কাজের জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল । রাকেশ নন্দীর দেওয়া তথ্য অনুযায়ী আরও একটি অভিযান চালায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ । এরপরেই বিজেপির জেলা সভানেত্রী দিপা বণিকের গাড়ির ভেতর থেকে 1 লক্ষ 30 হাজার টাকা উদ্ধার করে পুলিশ । তিনিও টাকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি । ক্রান্তি আউটপোস্টে সংশ্লিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।

জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানান, দুই বিজেপি নেতা-নেত্রীর কাছ থেকে মোট 9 লক্ষ 5 হাজার টাকা উদ্ধার করা হয়েছে । এ দিকে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "বিষয়টি আমার জানা নেই । খোঁজ নিয়ে দেখছি ।"

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনের ইডি অভিযান, ওয়াশিং মেশিন থেকে উদ্ধার 2 কোটিরও বেশি
  2. নির্বাচনের আগে পোস্তা-বড়বাজার-বৌবাজার থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে লালবাজার
  3. 'ইডি'র বাজেয়াপ্ত টাকা ফেরত দিলে সকলে 21 টাকা পাবেন', মোদিকে কটাক্ষ মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.