ETV Bharat / state

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দশ, কুড়ি টাকার নোট ছড়িয়ে প্রায় 2 লক্ষ টাকা লুট !

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 8:58 PM IST

Loot Out side State-owned Bank in Durgapur: দুর্গাপুরের বেনাচিতি বাজারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে থেকে এক ব্যক্তির থেকে প্রায় 2 লক্ষ টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা ৷ সকলের নজর এড়াতে দুষ্কৃতীরা নিল এক অভিনব কায়দা ৷

ETV BHARAT
ETV BHARAT

দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে এক ব্যক্তির 1 লক্ষ 80 হাজার টাকা লুঠ

দুর্গাপুর, 2 মার্চ: ভিড়ে ঠাসা দুর্গাপুরের বেনাচিতি বাজারে এক ব্যক্তির ব্যাগ থেকে 1 লক্ষ 80 হাজার টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা ৷ শনিবার দুপুরের এই ঘটনায় এক অভিনব কায়দায় এই লুঠ চালানো হয় ৷ অভিযোগ ব্যক্তির পিছনে 10 ও 20 টাকার কয়েকটি নোট ফেলে দেয় একজন ৷ এরপর সেই টাকা তাঁর কিনা, জিজ্ঞেস করার নামে ব্যাগ থেকে ওই ব্যক্তির সব টাকা তুলে নিয়ে পালিয়ে যায় ছিনতাইবাজরা ৷ দুর্গাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী জ্যোতিষ দাস ৷ তিনি আজ দুপুরে দুর্গাপুর বেনাচিতি বাজারে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 1 লক্ষ 80 হাজার টাকা তুলেছিলেন ৷ সেই টাকা কাপড়ের থলিতে ঢুকিয়ে ব্যাংক থেকে বেরোন তিনি ৷ থলি সাইকেলের হ্যান্ডেলে ঝোলানোর পরেই এক যুবক তাঁকে জিজ্ঞেস করেন, মাটিতে পড়ে থাকা টাকা তাঁর কি না ? প্রশ্ন শুনে পিছন ঘুরে তাকান জ্যোতিষ দাস ৷ দেখেন মাটিতে 10 ও 20 টাকার কতগুলি নোট পড়ে আছে ৷ তবে, জ্যোতিষ দাস জানান, সেগুলি তাঁর নয় ৷

এরই মধ্যে তাঁর পাশে আরেকজন দাঁড়িয়ে ছিলেন, জ্যোতিষবাবু তাঁকে জিজ্ঞেস করেন ৷ ওই ব্যক্তিও জানান, সেই টাকা তাঁর নয় ৷ অভিযোগ এই কথাবার্তার মাঝেই মাত্র দেড় মিনিটের মধ্যে সাইকেলের থলি থেকে 1 লক্ষ 80 হাজার টাকা গায়েব হয়ে যায় ৷ জ্যোতিষ দাস অভিযোগে জানিয়েছেন, দ্বিতীয় ব্যক্তির সঙ্গে কথা বলার পর, তিনি ঘুরে দেখেন ওই যুবক সেখানে নেই ৷ সন্দেহ হওয়ায় টাকা থলি হাতে নিতেই দেখেন সেটি খালি ৷ বুঝে যান, তাঁর সঙ্গে কেপমারি হয়েছে ৷ ততক্ষণে পাশের ব্যক্তিও হাওয়া হয়ে গিয়েছেন ৷

তিনি দ্রুত পুলিশে ফোন করেন ৷ দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশেপাশের দোকান ও ব্যাংকের বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ৷ পুলিশ সূত্রে খবর, ব্যাংকের ভিতরে দু’জন ও বাইরে দু’জন, মোট চারজন জ্যোতিষ দাসের উপর নজর রাখছিল ৷ তিনি ব্যাংক থেকে বেরতেই বাইরে থাকা দু’জনের একজন জ্যোতিষবাবুর পিছনে 10 ও 20 টাকার নোট ছড়িয়ে দেয় ৷ এরপর টাকার ব্যাগ থেকে নজর ঘুরিয়ে ওই টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই দুষ্কৃতীরা একটি টোটোয় উঠে পালিয়ে গিয়েছে ৷

দুর্গাপুরের এসিপি সুবীর রায় জানান, "সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে ৷"

আরও পড়ুন:

  1. পরিবারের পুরুষদের বেঁধে বিদেশি মুদ্রা-গয়না-টাকা লুট! পালানোর আগে বাড়ির ঘুগনি-মুড়িও খেল ডাকাতদল
  2. ওড়িশায় মোবাইল চুরির চেষ্টার অভিযোগে দু’জনকে পিটিয়ে খুন, একজন আশঙ্কাজনক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.