ETV Bharat / state

'ভাই-বোনেদের যেন পরিযায়ী শ্রমিক হতে না হয়', পয়লা বৈশাখে প্রার্থনা অগ্নিমিত্রার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 3:37 PM IST

ETV Bharat
মেদিনীপুরে প্রচারে অগ্নিমিত্রা পল

Lok Sabha Election 2024: বাংলা নববর্ষের প্রথম দিনের সকালে কর্ণগড়ের মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ পুজো দিয়ে মেদিনীপুরে নির্বাচনী প্রচারে নামলেন ৷

পয়লা বৈশাখে মেদিনীপুরের কর্ণগড়ে মহামায়ার মন্দিরে পুজো দিলেন অগ্নিমিত্রা পল

মেদিনীপুর, 14 এপ্রিল: আজ পয়লা বৈশাখ ৷ রবিবার সকালে মেদিনীপুরের ভাদুতলার কর্ণগড়ে মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে বাংলায় শান্তি ফিরে আসার প্রার্থনা করলেন অগ্নিমিত্রা পল ৷ তিনি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাই বাংলা নববর্ষের প্রথম দিনে কেন্দ্রেরই মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা ৷

এদিন পুজো দিয়ে তিনি বলেন, "মায়ের কাছে প্রার্থনা করলাম, বাংলায় শান্তি ফিরে আসুক ৷ পশ্চিমবঙ্গে আমার ভাই-বোনদের পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে না যেতে হয় ৷ পশ্চিমবঙ্গে আমার মতো মা-বোনেদের যেন লাঞ্ছিত না হতে হয় ৷ পশ্চিমবঙ্গ আজ জঙ্গিদের আশ্রয় দিচ্ছে ৷ সেটা যেন আর না-হয় ৷" তিনি আরও বলেন, "আমরা ইসরোর বিজ্ঞানী তৈরি করব ৷ জঙ্গি তৈরি করব না ৷ তাই মা মহামায়া, বাবা যোগমায়া, বাবা ভোলেনাথ, হনুমানজির কাছে এসে এই প্রার্থনা করলাম ৷"

সকালে পুজো দিয়ে অগ্নিমিত্রা খড়গপুরে যান ৷ তিনি বলেন, "বাঙালিদের নতুন বছরে বাবা-মাকে প্রণাম করে, মন্দিরে প্রণাম করেই আমরা কাজকর্ম শুরু করি ৷ যেন সারা বছর সবার ভালো কাটে ৷ কর্ণগড়ে মন্দিরে পুজো দিলাম ৷ এবার শোভাযাত্রা হবে ৷ কীর্তন করতে করতে নাচতে নাচতে আমরা যাব ৷ খড়গপুরে গিয়ে মন্দিরে পুজো দেব ৷ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ৷"

দক্ষিণ আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন ৷ একের পর এক তিনি মন্দিরে পুজো দেওয়া, জনসংযোগ করছেন ৷ এই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের জুন মালিয়া ৷ তবে অগ্নিমিত্রা আত্মবিশ্বাসী, তিনি জয়ী হবেন ৷

আরও পড়ুন:

  1. প্রচারে জনসংযোগে ব্যস্ত প্রার্থী অগ্নিমিত্রা, নাচলেন সন্ন্যাসীদের সঙ্গে
  2. 'জুন নন, আমার প্রতিদ্বন্দ্বী মমতা'; ইটিভি ভারতের সামনে সোজাসাপ্টা অগ্নিমিত্রা
  3. 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী', প্রতিদ্বন্দ্বী জুন মালিয়াকে বার্তা 'বন্ধু' অগ্নিমিত্রার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.