ETV Bharat / state

মেট্রোয় ফের মরণঝাঁপ ! নেতাজি ভবন স্টেশনে আত্মঘাতী এক ব্যক্তি - Kolkata Metro suicide

author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 1:27 PM IST

Updated : May 15, 2024, 1:56 PM IST

Suicide at Metro: বুধবার সকালে নর্থ-সাউথ মেট্রো করিডরের নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির ৷ পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ অফিস টাইমে এই ঘটনায় বেশ সমস্যায় পড়েন অফিস যাত্রীরা ৷

Suicide at Kolkata Metro
কলকাতা মেট্রো (ইটিভি ভারত)

কলকাতা, 15 মে: ফের কলকাতা মেট্রোর লাইনে মরণঝাঁপ ৷ বুধবার সকালে নর্থ-সাউথ মেট্রো করিডরের নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির ৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনায় ব্যহত হয় মেট্রো পরিষেবা ৷ সমস্যায় পড়েন অফিস যাত্রীরা ৷

বুধবার সকাল 11টা 38 মিনিটে নেতাজি ভবন স্টেশনে ঘটনাটি ঘটে ৷ আশেপাশের যাত্রীরা কিছু বোঝার আগেই লাইনের উপর ঝাঁপ দেন এক ব্যক্তি ৷ মেট্রো সূত্রে খবর, স্টেশনে ট্রেন প্রবেশ করা মাত্রই চলন্ত ট্রেনের সামনে লাফ দেন ওই ব্যক্তি । স্বাভাবিকভাবে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা ৷ সকালের ব্যস্ততম সময়ে ঘটনাটি ঘটায় বেশ সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছন মেট্রোর আধিকারিকরা । বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় নেতাজি ভবন স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা ৷ চলে উদ্ধারকাজ ৷ মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানান হয়, আত্মহত্যার চেষ্টা করেছেন অল্প বয়সী এক পুরুষ । তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । যদিও ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা খানিক সচল রাখা হয় ৷ কলকাতা মেট্রো সূত্রে খবর, বেলা 12টা 38 মিনিট নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়েছে ।

আরও পড়ুন:

Last Updated : May 15, 2024, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.