ETV Bharat / state

দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ে মৃত্যু বাংলাদেশি পর্যটকের - Tourist Death in Darjeeling

author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 11:41 AM IST

Bangladeshi Tourist Death in Darjeeling: পাহাড়ে বেড়াতে এসে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের ৷ মঙ্গলবার এনজেপি থেকে গাড়িতে কার্শিয়াং যাওয়ার পথেই মৃত্যু হয়েছে তাঁর ৷ কার্শিয়াং হাসপাতালে শেখ আজিজুল হক নামে ওই পর্যটকের দেহ রাখা রয়েছে ৷

ETV BHARAT
প্রতীকী ছিব ৷ (ফাইল চিত্র)

দার্জিলিং যাওয়ার পথে মৃত্যু এক বাংলাদেশি পর্যটকের (ইটিভি ভারত)

কার্শিয়ং, 15 মে: দার্জিলিংয়ে ঘুরতে এসে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের ৷ মঙ্গলবার এনজেপি স্টেশনে নামার পর থেকেই অসুস্থবোধ করছিলেন ওই ব্যক্তি ৷ পরে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়ংয়ে গাড়ির মধ্যে জ্ঞান হারান তিনি ৷ সেখান থেকে কার্শিয়ং হাসপাতালে নিয়ে গেলে ওই পর্যটককে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ জানা গিয়েছে, মৃতের নাম শেখ আজিজুল হক, বয়স 65 বছর ৷ বাংলাদেশের ঢাকার মহম্মদপুরের বাসিন্দা আজিজুল হক দার্জিলিং বেড়াতে এসেছিলেন ৷

আজিজুলের সঙ্গে থাকা মহম্মদ ফজলুল রহমান জানিয়েছেন, ট্রেনে তাঁর সঙ্গে ওই বৃদ্ধের পরিচয় হয়েছিল ৷ ফজলুল রহমান ঢাকার মীরপুরের বাসিন্দা ৷ মঙ্গলবার এনজেপি স্টেশনে নামার পর বাংলাদেশের আরও দু’জনের সঙ্গে তাঁদের পরিচয় হয় ৷ তাঁরা ঠিক করেন, একটি গাড়ি ভাড়া করে এনজেপি থেকে দার্জিলিং রওনা দেবেন ৷ ফজলুল জানান, তাঁরা একই সঙ্গে বাংলাদেশের মুদ্রা বদল করেন এবং ভারতের সিম নেন ৷ সেই সময়ই অস্বস্তিবোধ করতে শুরু করেন আজিজুল হক ৷

শরীর খারাপ লাগছে বলে পাশের একটি দোকানে যান জল কিনতে ৷ কিন্তু, তিনি আরও অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তাঁর শীরের অবস্থা দেখে ফজলুল রহমান থেকে যান ৷ তবে, বাকি দু’জন আলাদাভাবে দার্জিলিংয়ের উদ্দেশ্য রওনা দেন ৷ রহিনী এলাকায় একটি হোটেলে আজিজুল এবং ফজলুল খাবারও খান ৷ তারপর একটি গাড়ি ভাড়া করে দার্জিলিংয়ের উদ্দেশ্য রওনা দেন ৷ মাঝে রাস্তায় দার্জিলিংয়ের হোটেলে ফোন করে সেখানকার ম্যানেজারকে চিকিৎসকের ব্যবস্থা করে রাখতে বলেন ৷

ফজলুল রহমান জানিয়েছেন, কার্শিয়ংয়ে পৌঁছাতেই জ্ঞান হারান আজিজুল ৷ ডাকাডাকি করলেও কোনও সাড়া দেননি তিনি ৷ এরপর গাড়ির চালক দ্রুত কার্শিয়ং হাসপাতালে নিয়ে যান আজিজুলকে ৷ সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, আজিজুল হক মারা গিয়েছে ৷ ইসিজি ও অন্যান্য পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বাংলাদেশি পর্যটকের ৷ তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে ৷ হাসপাতালের তরফেই কার্শিয়ং পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ মৃতের পরিবারের সঙ্গে বাংলাদেশে যোগাযোগ করেছে ৷ পরিবারের সদস্যরা পৌঁছলে দেহের ময়নাতদন্ত হবে ৷ তারপর নিয়ম মাফিক দেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বেড়াতে এসে ঘরে ফেরা হল না নদিয়ার বাসিন্দার, পথেই মৃত্যু পর্যটকের
  2. ডাল লেকে হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 বাংলাদেশি পর্যটকের মৃত্যু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.