ETV Bharat / state

দৈনিক হবে 3 লাখ ডিম, বুধে পরিবেশবান্ধব মুরগি খামার উদ্বোধনে মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 8:00 PM IST

Eco-friendly Chicken Farm in Malda: বুধবার মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে উল্লেখযোগ্য 40 কোটি 19 লাখ টাকা ব্যয়ে নির্মিত পরিবেশবান্ধব মুরগি খামার ৷ গোটা খামারে তিন লাখেরও বেশি মুরগি প্রতিপালন করা হবে ৷ মে মাস থেকে দৈনিক তিন লাখ ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৷

Etv Bharat
এই মুরগি খামার থেকে দৈনিক 3 লাখ ডিম উৎপাদিত হবে

মালদা, 30 জানুয়ারি: দুই দিনাজপুরে প্রশাসনিক বৈঠক ও সভা সেরে বুধবার মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে মালদা শহরের ডিএসএ ময়দানে বিভিন্ন সরকারি প্রকল্পে সহায়তা প্রদান করবেন ৷ জনসভা করার পাশাপাশি 132 কোটি 13 লাখ 15 হাজার টাকায় 45টি প্রকল্পের উদ্বোধন করবেন ৷ একইসঙ্গে, 331 কোটি 20 লাখ 51 হাজার টাকা বরাদ্দে 104টি প্রকল্পের শিলান্যাস করতে পারেন তিনি ৷ এবারের সফরে মালদা জেলায় তাঁর কোনও প্রশাসনিক বৈঠক নেই ৷ বৃহস্পতিবার বহরমপুরে মুর্শিদাবাদ ও মালদা জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷

প্রশাসনিক সূত্রে এখনও পর্যন্ত খবর, বুধবার বেলা 12টা নাগাদ বালুরঘাট থেকে চপারে মালদা পৌঁছবেন মুখ্যমন্ত্রী ৷ ডিএসএ ময়দানে সভা শুরুর আগে শহরের রবীন্দ্র মূর্তি থেকে নেতাজি মূর্তি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় পদযাত্রা করতে পারেন ৷ এর জন্য ডিএসএ ময়দান সংলগ্ন রামকৃষ্ণ মিশনের মাঠে তাঁর অস্থায়ী হেলিপ্যাড ছাড়াও তৈরি রাখা হচ্ছে মালদা বিমানবন্দর ৷ সভা শেষে অস্থায়ী হেলিপ্যাড থেকেই তাঁর চপার উড়ে যাবে বহরমপুরের উদ্দেশে ৷

আগামিকাল বুধবার মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে উল্লেখযোগ্য হল 40 কোটি 19 লাখ টাকা ব্যয়ে নির্মিত পরিবেশবান্ধব মুরগি খামার ৷ ভিন জেলার উপর নির্ভরতা কমাতে এর আগের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নিজেই এমন একটি খামার নির্মাণের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন ৷ সেই খামার এখন প্রস্তুত ৷ পুরোদমে চালু হলে এই খামারে প্রতিদিন তিন লাখ মুরগির ডিম উৎপাদিত হবে ৷ এতে শুধু মালদা নয়, গৌড়বঙ্গের তিন জেলারই ডিমের চাহিদা মিটবে ৷

এই বিষয়ে মালদা জেলা প্রাণিসম্পদ দফতরের ডেপুটি ডিরেক্টর উৎপল কর্মকার জানান, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর ফেব্রুয়ারি থেকেই এই খামারে ডিম উৎপাদকারী মুরগি পালন করা হবে ৷ গোটা খামারে তিন লাখেরও বেশি মুরগি প্রতিপালন করা হবে ৷ মে মাস থেকে দৈনিক তিন লাখ ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৷ শুধু তিন জেলার মানুষের চাহিদা পূরণই নয়, এই খামারে উৎপাদিত ডিম অঙ্গনওয়াড়ি ও মিড-ডে মিলেও সরবরাহ করা যেতে পারে ৷ এখানকার ডিমের দাম তখন বর্তমান বাজারদামের তুলনায় অনেকটাই কম হবে ৷ এই খামারটি পুরোপুরি পরিবেশবান্ধব ৷ এখান থেকে কোনও গন্ধ বাইরে যাবে না ৷

আরও পড়ুন :

  1. মহার্ঘ্য ডিম, তবু 5 টাকাতেই গরিবের মুখে ডিম ভাত তুলে দিচ্ছে 'মা ক্যান্টিন'
  2. ঠান্ডা ডিম দেওয়ায় দোকানদারকে ব্যাপক মারধর, গুরুতর আহত 6
  3. উৎসবের মরশুমে শহরে বাড়ল ডিমের দাম

মালদা, 30 জানুয়ারি: দুই দিনাজপুরে প্রশাসনিক বৈঠক ও সভা সেরে বুধবার মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে মালদা শহরের ডিএসএ ময়দানে বিভিন্ন সরকারি প্রকল্পে সহায়তা প্রদান করবেন ৷ জনসভা করার পাশাপাশি 132 কোটি 13 লাখ 15 হাজার টাকায় 45টি প্রকল্পের উদ্বোধন করবেন ৷ একইসঙ্গে, 331 কোটি 20 লাখ 51 হাজার টাকা বরাদ্দে 104টি প্রকল্পের শিলান্যাস করতে পারেন তিনি ৷ এবারের সফরে মালদা জেলায় তাঁর কোনও প্রশাসনিক বৈঠক নেই ৷ বৃহস্পতিবার বহরমপুরে মুর্শিদাবাদ ও মালদা জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷

প্রশাসনিক সূত্রে এখনও পর্যন্ত খবর, বুধবার বেলা 12টা নাগাদ বালুরঘাট থেকে চপারে মালদা পৌঁছবেন মুখ্যমন্ত্রী ৷ ডিএসএ ময়দানে সভা শুরুর আগে শহরের রবীন্দ্র মূর্তি থেকে নেতাজি মূর্তি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় পদযাত্রা করতে পারেন ৷ এর জন্য ডিএসএ ময়দান সংলগ্ন রামকৃষ্ণ মিশনের মাঠে তাঁর অস্থায়ী হেলিপ্যাড ছাড়াও তৈরি রাখা হচ্ছে মালদা বিমানবন্দর ৷ সভা শেষে অস্থায়ী হেলিপ্যাড থেকেই তাঁর চপার উড়ে যাবে বহরমপুরের উদ্দেশে ৷

আগামিকাল বুধবার মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে উল্লেখযোগ্য হল 40 কোটি 19 লাখ টাকা ব্যয়ে নির্মিত পরিবেশবান্ধব মুরগি খামার ৷ ভিন জেলার উপর নির্ভরতা কমাতে এর আগের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নিজেই এমন একটি খামার নির্মাণের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন ৷ সেই খামার এখন প্রস্তুত ৷ পুরোদমে চালু হলে এই খামারে প্রতিদিন তিন লাখ মুরগির ডিম উৎপাদিত হবে ৷ এতে শুধু মালদা নয়, গৌড়বঙ্গের তিন জেলারই ডিমের চাহিদা মিটবে ৷

এই বিষয়ে মালদা জেলা প্রাণিসম্পদ দফতরের ডেপুটি ডিরেক্টর উৎপল কর্মকার জানান, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর ফেব্রুয়ারি থেকেই এই খামারে ডিম উৎপাদকারী মুরগি পালন করা হবে ৷ গোটা খামারে তিন লাখেরও বেশি মুরগি প্রতিপালন করা হবে ৷ মে মাস থেকে দৈনিক তিন লাখ ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৷ শুধু তিন জেলার মানুষের চাহিদা পূরণই নয়, এই খামারে উৎপাদিত ডিম অঙ্গনওয়াড়ি ও মিড-ডে মিলেও সরবরাহ করা যেতে পারে ৷ এখানকার ডিমের দাম তখন বর্তমান বাজারদামের তুলনায় অনেকটাই কম হবে ৷ এই খামারটি পুরোপুরি পরিবেশবান্ধব ৷ এখান থেকে কোনও গন্ধ বাইরে যাবে না ৷

আরও পড়ুন :

  1. মহার্ঘ্য ডিম, তবু 5 টাকাতেই গরিবের মুখে ডিম ভাত তুলে দিচ্ছে 'মা ক্যান্টিন'
  2. ঠান্ডা ডিম দেওয়ায় দোকানদারকে ব্যাপক মারধর, গুরুতর আহত 6
  3. উৎসবের মরশুমে শহরে বাড়ল ডিমের দাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.