ETV Bharat / state

জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কোথায় গেল মোদির গ্যারান্টি, প্রশ্ন তুললেন মমতা - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 2:55 PM IST

Updated : Apr 5, 2024, 3:43 PM IST

Mamata Banerjee: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ প্রাণহানি হয়েছে ৷ বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে এই প্রসঙ্গে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই নিয়ে শুক্রবার মোদির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন জলপাইগুড়ির এক জনসভা থেকে এই মোদির সমালোচনায় সরব হন তিনি ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

জলপাইগুড়ি, 5 এপ্রিল: ঝড়ে ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কোথায় গেল মোদির গ্যারান্টি ? শুক্রবার জলপাইগুড়ির এবিপিসি মাঠে লোকসভা নির্বাচনের প্রচারে জনসভা করেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ সেই সভার মঞ্চ থেকেই তিনি এই প্রশ্ন তোলেন ৷

গত রবিবার বিকেলে আচমকা ঝড়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷ আহত হন অনেকে ৷ রবিবার রাতেই জলপাইগুড়ি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনাস্থলেও যান তিনি ৷ ঘটনার পর সোশাল মিডিয়ার মাধ্যমে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী এই নিয়ে কোনও কথা বলেননি ৷ শুক্রবার সেই ইস্যুটিকে সামনে রেখেই সরব হন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

তিনি বলেন, ‘‘এখানে প্রধানমন্ত্রী এলেন ৷ গতকাল৷ তিনি অনেক বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছেন ৷ কিন্তু জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি ৷ আলিপুরদুয়ারের মানুষগুলো এত বিপদে আছে, একবারও বলেননি ৷ তখন মোদি কা গ্যারান্টি কোথায় গেল ?’’ মমতা কটাক্ষ করে বলেন, ‘‘জায়গা ছিল না বলার ৷ ভুলেই গিয়েছিল ৷ কারণ, টুইট তো পার্টি থেকে করে ৷ আর আমি তো নিজে পৌঁছাই ৷

পাশাপাশি সেদিনের ঘটনার পর তিনি কী কী পদক্ষেপ করেছেন, সেই কথা বলেও মমতা ৷ তিনি জানান, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঝড়ের পর তিনি রাতেই চলে আসেন ৷ হাসপাতালে যান ৷ পরে ঘটনাস্থলে যান ৷ ওই ঘটনার পর জলপাইগুড়ি জেলা হাসপাতালের ভূমিকার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি আরও জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অনেক বাড়ি তছনছ হয়ে গিয়েছে ৷ রাজ্য সরকার বাড়ি তৈরি করে দিতে তৈরি ৷

তিনি বলেন, ‘‘নির্বাচন চলছে বলে এমসিসি-র আওতায় আমরা আছি ৷ তাই সবকিছুতেই নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে ৷ আজ যদি নির্বাচন না থাকত, তাহলে আমি এক সেকেন্ডে বাড়িগুলোর টাকা দিয়ে দিতাম ৷ টাকা আমাদের আছে ৷ টাকা প্রশাসন তৈরিও রেখেছে ৷ কিন্তু নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে অনুমতি নেওয়ার জন্য ৷’’

এর পরই তিনি এই ইস্যুতে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ মমতা বলেন, ‘‘আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, বিজেপির কথা শুনে দেরি করবেন না ৷ মানুষগুলো আশ্রয়হীন অবস্থায় আছে ৷ টাকা আছে ৷ আপনারা শুধু অনুমতি দিন ৷’’

তিনি আরও বলেন, ’’টাকা আমি হাতে করে দেব না ৷ আমার পার্টিও দেবে না ৷ প্রশাসন টাকা দিয়ে আসবে ৷ এতে বিজেপির আপত্তি কোথায় ?’’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে বিজেপি মানুষের বিপদের সময় পাশে থাকে না ৷ বিজেপির তরফে তোলা ত্রাণ নিয়ে বঞ্চনার অভিযোগও তিনি উড়িয়ে দেন ৷ তিনি বলেন, মানুষ যখন বিপদে পড়ে, তখন সব মানুষকে একসঙ্গে দেখতে হয় ৷ আমরা কখনও বঞ্চনা করি না ৷’’

আরও পড়ুন:

  1. 'অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন, জনগণ বিচার করবে', অভিজিৎকে আক্রমণ মমতার
  2. 'শাহজাহানকে আমরাই গ্রেফতার করেছি', সন্দেশখালি ক্ষতে প্রলেপ লাগিয়ে মোদিকে নিশানা মমতার
  3. 'ইডি'র বাজেয়াপ্ত টাকা ফেরত দিলে সকলে 21 টাকা পাবেন', মোদিকে কটাক্ষ মমতার
Last Updated : Apr 5, 2024, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.