ETV Bharat / state

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিনে বদল, জানুন কারণ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 11:41 AM IST

Madhyamik 2025: 14 ফেব্রুয়ারি শুরু হবে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা ৷ এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ কিন্তু 14 ফেব্রয়ারি সরকারি ছুটি পড়েছে তাই কীভাবে পরীক্ষা শুরু হবে ওইদিন তা নিয়েই উঠছে প্রশ্ন ৷

Etv Bharat
বদল হতে পারে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন

কলকাতা, 18 ফেব্রুয়ারি: বদল আসতে পারে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিনে । চলতি বছর মাধ্যমিকের শেষ দিনেই আগামী বছরের পরীক্ষার দিন ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ পর্ষদ সভাপতিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে রুটিনও বলে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷

সেখান থেকেই জানা গিয়েছিল আগামী বছর 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে বলেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী । এবার সেই রুটিনেই বদল আসতে পারে বলেই শিক্ষা দফতর সূত্রে খবর ।
কারণ হিসেবে জানা গিয়েছে, 2025 সালে 14 ফেব্রুয়ারি একদিকে পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং অন্যদিকে সবেবরাত পড়েছে । ফলে এই দুটো দিন উপলক্ষ্যেই সরকারি ছুটি দেওয়া হয় । তাই হিসাব অনুযায়ী ওই দু'দিন ছুটি থাকে স্কুল । ফলে পরীক্ষা শুরুর দিন স্কুল বন্ধ থাকবে । তাহলে কীভাবে ওইদিন মাধ্যমিক পরীক্ষা হবে তা নিয়েই উঠেছে প্রশ্ন । যদিও এই বিষয়ে শিক্ষা দফতর সূত্রে খবর, ওই দিন শিক্ষামন্ত্রী সম্ভাব্য একটি সূচি জানিয়েছেন । এখনও চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষার সূচি জানানো হয়নি । ফলে পরীক্ষার নির্ঘণ্টে বদল হতে পারে ।

বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "2025 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী । ভালো করে পর্যালোচনা না করেই এই রুটিন ঘোষণা করা হয়েছে । 14 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং সবেবরাত । কীভাবে ওই দিন পরীক্ষার সূচি ঘোষণা করা হল, তা জানি না । কোনও চিন্তাভাবনা না করেই এই ধরনের ঘোষণার মাধ্যমে সার্বিকভাবে শিক্ষাব্যবস্থাকে হাস্যকর করে তোলা হয়েছে । এই রুটিন পরিবর্তন করা হোক ।"

আরও পড়ুন :

  1. আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে ? জানালেন শিক্ষামন্ত্রী
  2. মোবাইল ফোন দেখে লিখতে গিয়ে হাতেনাতে পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী
  3. নামে অর্জুন, মনের জোরেও; সাপের ছোবল খেয়ে হাসপাতালে বসে দিল মাধ্যমিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.