ETV Bharat / state

কলকাতা রিভার ট্রাফিক পুলিশের হাতে গ্রেফতার দুষ্কৃতী - KOLKATA POLICE BUST GANG

author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 3:43 PM IST

Updated : May 10, 2024, 6:12 PM IST

Metal scrap looting gang from vessels on Hooghly River busted: দুষ্কৃতীদের লক্ষ্য গঙ্গার ধারের জেটি ৷ এদের কাজ রাতের অন্ধাকারে নৌকা নিয়ে বেরিয়ে স্টিমার বা জাহাজের লোহার রড ও বড় বড় দামি জিনিস চুরি করা ৷ বিষয়টি নজরে আসার পর বড় চক্রের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ ৷

kolkata police
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

কলকাতা, 10 মে: শহর কলকাতার বুকে ফের সক্রিয় বন্দরের দুষ্কৃতী চক্র। তবে অতিসক্রিয় হওয়ার আগেই তদন্তে নেমে সাফল্য পেল রিভার ট্রাফিক পুলিশ ৷ দুষ্কৃতী চক্রের মাথাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লালবাজারের জল পুলিশ শাখা। ধৃতের নাম, মহম্মদ জাকির। শুক্রবার ভোররাতে জ্যোতিনগর কলোনি থেকে গ্রেফতার করেছে উত্তর বন্দর থানার পুলিশ। আজ আদালতে পেশ করা হয় মহম্মদকে।

এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই ইটিভি ভারতকে বলেন, "আমরা এই ঘটনায় গুরুত্বপূর্ণ সহকারে তদন্ত করছি। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে অভিযুক্তকে জেরা করে কোনও সাগরেদের নাম জানতে পারা যায়নি।"

দুষ্কৃতী দলের নেপথ্যে নতুন কোনও গ্যাং রয়েছে, কি না তা তদন্ত করছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ ৷ এই দল মূলত উত্তর কলকাতার কাশীপুর ও মেটিয়াবুরুজের মতো জায়গা টার্গেট করে ৷ কলকাতা রিভার ট্রাফিক পুলিশের সূত্র জানা যাচ্ছে, রাতের অন্ধকারে উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনি থেকে নৌকো নিয়ে বেরোয় এই দুষ্কৃতীদের দল।

অভিযোগ, মাঝরাতে যাতে স্টিমারের শব্দ না-হয়, তাই দাঁড়টানা নৌকাই ব‌্যবহার করে তারা। মেটিয়াবুরুজ থেকে উত্তরপাড়া ঘাট যেখানে কলকাতা রিভার ট্রাফিক পুলিশের আওতাধীন, সেই সকল এলাকায় মূলত এরা রাতের অন্ধকারে টহল দিত। কিছুদিন আগেই উত্তরপাড়া থেকে লোহার বড় বড় দামি জিনিস চুরির যাওয়ারও অভিযোগ ওঠে।

মূলত দুষ্কৃতীরা দল লোহার যন্ত্রপাতিগুলো কলকাতা ও তার বাইরে চোরাবাজারে বিক্রি করে মুনাফা অর্জন করে। লালবাজার সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে রিভার ট্রাফিক পুলিশ। যেহেতু এটি জল পুলিশের আওতাধীন, ফলে কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুন:

  1. খুন নয়, সলমনকে ভয় দেখানো উদ্দেশ্য ছিল ধৃতদের; জানাল মুম্বই পুলিশ
  2. ব্যারাকপুরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, তোলা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ
  3. মুখ্যমন্ত্রীর সভার আগে আগ্নেয়াস্ত্র-সহ চাঁচলে গ্রেফতার 5 দুষ্কৃতী, শুরু রাজনৈতিক তরজা
Last Updated : May 10, 2024, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.