ETV Bharat / state

চলতি সপ্তাহেই 40 ছোঁবে তাপমাত্রা, তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি একাধিক জেলায় - WB WEATHER REPORT

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 8:28 AM IST

Updated : Apr 2, 2024, 8:50 AM IST

WB Weather Forecast: 40-এর ঘরে পৌঁছবে তাপমাত্রা ৷ চৈত্রমাসেই গ্রীষ্ম যে ইনিংস শুরু করেছে, তা যে আগামীতে মারকুটে হতে চলেছে তা সকলেই বুঝতে পারছেন ৷ তাই এই গরমে নিজেকে সুস্থ রাখতে সতর্কতা অবলম্বন করার কথা বলছেন আবহাওয়াবিদরা ৷

WB Weather, Summer in West Bengal
বঙ্গে পারদ চড়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্তের বক্তব্য

কলকাতা, 2 এপ্রিল: উত্তরোত্তর বাড়ছে গরম ৷ চৈত্রের গরমেই নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর ৷ আগামী মাসগুলিতে গরমের তীব্রতা কতটা হবে তা নিয়ে চিন্তিত সকলেই ৷ তবে আজ উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী 5 দিন তাপে পুড়বে দক্ষিণবঙ্গ ৷ তাপপ্রবাহের জন্য পশ্চিমের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ।

সোমবার পয়লা এপ্রিল থেকেই শুষ্ক গরম শুরু হয়ে গিয়েছে । দক্ষিণবঙ্গের সব জেলায় গরমের অস্বস্তি বাড়বে । প্রসঙ্গত, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা । বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে । কলকাতাতেও চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি ছোঁবে ।

বিশেষ বার্তায় আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ মঙ্গলবার অস্বস্তিকর গরম থাকবে । বৃষ্টির সম্ভাবনা নেই । বুধ থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আর্দ্রতাযুক্ত প্রচন্ড গরম পড়বে ।

তাপপ্রবাহের আঁচ এড়াতে হাওয়া অফিসের সতর্কতা :

  • বিশেষ দরকার না থাকলে বাইরে বেরোবেন না ।
  • লু লেগে প্রবল জ্বর হওয়ার শঙ্কা রয়েছে । তাই নিতান্তই বাইরে বেরোতে হলে ছাতা ও রোদ চশমা ব্যবহার করুন ।
  • প্রচুর পরিমাণে জল খান ৷
  • শরীরে অস্বস্তি লাগলেই ছায়াযুক্তস্থানে বিশ্রাম নিন ।

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 37.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86 শতাংশ । আজ মঙ্গলবার দিনের আবহাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. তীব্র গরমে দরদর করে ঘামছেন ? যেকোনও সময় আক্রান্ত হতে পারেন ডেঙ্গিতে
  2. বছরে 580টি ইঞ্জিন, সর্বকালীন রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেল কারখানা
  3. ছবি বানানোর স্বপ্ন দেখছেন ? বিনা খরচায় শেখাবে রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ
Last Updated : Apr 2, 2024, 8:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.