ETV Bharat / state

চারদিন ছুটি বাতিল, রেমাল-মোকাবিলায় কন্ট্রোল রুম কর্পোরেশনের - CYCLONE REMAL

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 9:43 PM IST

KMC Makes Special Arrangements for Cyclone Remal: অতীত থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সমস্ত ধরনের বন্দোবস্ত করে রাখল পৌরনিগম। বেশ কয়েকটি বিভাগের কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। শহরে নির্বাচনের ঠিক আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ফিরহাদরা

KMC
কলকাতা কর্পোরেশনের সদর দফতর (নিজস্ব চিত্র)

কলকাতা, 25 মে: ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আগাম সতর্ক কলকাতা পৌরনিগম। কলকাতা এবং তার আশাপাশের অঞ্চলে ভারী বৃষ্টি-সহ সমস্ত পরিস্থিতি মোকাবিলায় একাধিক বিভাগের কর্মীদের শনিবার থেকে টানা 4দিন ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পৌরনিগম সূত্রে খবর, জনস্বার্থে এবং মসৃণ নাগরিক পরিষেবা দেওয়ার জন্য 24 ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে।

নিষ্কাশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, আলো, পার্ক এবং স্কোয়ার, রাস্তা, বাসস্থান, বাজার, জল সরবরাহ, বিল্ডিং , সরবরাহ, স্বাস্থ্য পৌর সচিব এবং বিজ্ঞাপন বিভাগের কর্মচারীদের যে কোনও ধরণের ছুটি বাতিল করা হয়েছে। উল্লিখিত দফতরের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা রোস্টার ভিত্তিক ডিউটি করবেন।

পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ডিজি পার্ক এবং স্কোয়ারকে উপড়ে পড়া গাছগুলি দ্রুত অপসারণের জন্য পর্যাপ্ত সংখ্যক গাছ কাটার, ডাম্পার এবং সরঞ্জাম সহ সমস্ত গাছ কাটার দলকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। বর্তমান ব্যবস্থা ছাড়াও, এজেন্সিগুলি থেকে অতিরিক্ত সরঞ্জামগুলি বরো স্তরে প্রস্তুত রাখতে বলেছেন।

আরও পড়ুন

মোমিনপুর, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, মানিকতলা ইত্যাদি জায়গায় জমা জল সরাতে পাম্পিং স্টেশনগুলি পরিচালনা এবং বহনযোগ্য পাম্প স্থাপনের জন্য বিভাগীয় ডিজিকে নির্দেশ দিয়েছেন। ডিজি’কে (লাইটিং অ্যান্ড ইলেকট্রিসিটি) অনুরোধ করেছেন সমস্ত ল্যাম্পপোস্টের ফিডার বক্স চেক করার জন্য। পৌরনিগমের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত কর্মীকে ছুটির দিনেও কাজ চালু রাখা হয়েছে। জল জমার সমস্যা রুখতে রাস্তা মেরামত করেছে সড়ক বিভাগ।

পৌরসভার বিজ্ঞাপন বিভাগকে বিজ্ঞাপন সংস্থাগুলিকে নোটিশ পাঠাবে। বিজ্ঞাপন হোর্ডিংয়ের কাঠামোর কাঠামোগত স্থিতিশীলতার শংসাপত্র জমা দিতে সংস্থা গুলোকে। পৌরনিগমের বিজ্ঞাপন বিভাগের চিফ ম্যানেজার আরও জানিয়েছেন, মেয়রের নির্দেশ অনুসারে, ল্যাম্পপোস্ট কিয়স্কে বিজ্ঞাপনের অনুমতি ও লাইসেন্স প্রদান বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞাপন বিভাগ থেকে সংশ্লিষ্ট সকলকে কাঠামো সরানোর নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.