ETV Bharat / state

হাইকোর্টের নির্দেশ খেলার জিনিস ? কলকাতার পুলিশ কমিশনারকে ভর্ৎসনা বিচারপতির

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 1:31 PM IST

Justice reprimands CP: কলকাতা হাইকোর্টের নির্দেশ কি খেলার জিনিস ? কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই ভাষাতেই ভর্ৎসনা করলেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 15 মার্চ: হাইকোর্টের নির্দেশ না মানায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি ৷ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ভার্চুয়ালি উপস্থিত থেকে বিচারপতির প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনারকে ।

ক্ষুব্ধ বিচারপতি মান্থা এ দিন বলেন, "আদালতের নির্দেশ কি খেলার জিনিস ? পুলিশ কি মনে করছে যে হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে ? কেন আদালত অবমাননার জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেব না ৷"

আদালত অবমাননার মামলায় শুক্রবার কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় তীব্র ক্ষোভপ্রকাশ করে এমনই পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আগামী শুনানিতে নগরপালকে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী পঙ্কজ কুমার দুগার । 2022 সালের 18 জুন তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন যাতে তাঁর মোবাইল সংস্থা দেয়, তার জন্য কমিশনারকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি । একইসঙ্গে ওই দিন আলিপুর পুলিশ আদালত থেকে হাজরা ক্রসিং হয়ে কালীঘাট দমকল কেন্দ্র পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদন জানান । আদালত পুলিশ কমিশনারকে যাবতীয় ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেয় এবং ওই মোবাইল সংস্থা সংক্রান্ত আবেদনের তথ্য নিয়ে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয় ।

তবে এই নির্দেশের পরেও কাজ হয়নি । পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে । আদালতের বক্তব্য, "পুলিশ কোর্টের অর্ডার নিয়ে মকারি করছে । ভুলে যাবেন না হাইকোর্টের ক্ষমতা ।"

এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 22 মার্চ । ওইদিন নগরপালকে ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

  1. বিভিন্ন জেলার কয়েকশো প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  2. ইডি যাবে পার্থ ভৌমিকের দুয়ারে ! বিজেপিতে যোগ দেওয়ার আগেই হুঙ্কার অর্জুনের
  3. অভিষেকের লিপস অ্যাণ্ড বাউন্ডসের টাকার উৎস জানতে চায় হাইকোর্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.