ETV Bharat / state

বইমেলায় রামমন্দিরের স্ট্যাম্প না-পেয়ে চটলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 1:00 AM IST

Etv Bharat
Etv Bharat

Justice Abhijit Gangopadhyay in Kolkata Book Fair 2024: উদ্বোধনের পরদিনই কলকাতা বইমেলায় গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বই কিনলেন বটে, তবে প্রধানমন্ত্রীর প্রকাশ করা রাম মন্দিরের পোস্টাল স্ট্যাম্প না পেয়ে অসন্তুষ্ট হন ৷

বইমেলায় রামমন্দিরের স্ট্যাম্প

কলকাতা, 20 জানুয়ারি: বইমেলায় গিয়ে রাম মন্দিরের স্ট্যাম্প না পেয়ে চটলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ডাকঘরের স্টলে গিয়ে স্ট্যাম্প না পেয়ে দুর্ব্যবহারের শিকার বলেই অসন্তোষ প্রকাশ করলেন তিনি ৷ এই প্রসঙ্গে বিচারপতির বক্তব্য, প্রত্যেক মাসে নিশ্চিত ও নিয়মিত বেতন পরিকাঠামোতে বেতন পেয়ে থাকেন ৷ তাই তাদের ব্যবহার এরকম । যদি না পেতেন তাহলে ব্যবহারটা অন্যরকম হত ৷

শুক্রবার 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বই প্রকাশের উদ্বোধন উপলক্ষে এদিন মেলায় এলেও সম্পূর্ণ বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি । পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের স্টল পশ্চিমবঙ্গ মন্ডপ, ন্যাশনাল বুক এজেন্সি-সহ একাধিক স্টল ঘোরেন তিনি । এর পাশাপাশি একাধিক বই কিনতেও দেখা যায় বিচারপতিকে । বরানগর জেনোসাইড , ফেলুদা 100-সহ রবীন্দ্র রচনাবলীও কেনেন তিনি ৷ প্রায় পাঁচ ঘণ্টা খোশমেজাজে বইমেলায় কাটান বিচারপতি । একাধিক স্টল ঘোরার পর তিনি যান ভারতীয় ডাক বিভাগের স্টলে । সেখানে গিয়েই রাম মন্দিরের স্ট্যাম্পের খোঁজ করেন বিচারপতি ।

এই বিষয়ে ভারতীয় ডাকঘরের স্টলে থাকা জিপিওর কর্মী সুবীর হালদার বলেন, "উনি আমাদের স্টলে এসে জিজ্ঞেস করলেন রাম মন্দিরের গতকাল যে স্ট্যাম্পটি প্রকাশ হয়েছে সেটা আছে কি না । আমরা বলি নেই ৷ তারপর উনি বেরিয়ে যান ।" অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ,"গতকাল রাম মন্দির উদ্বোধনের জন্য যে পাঁচটি ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তার খোঁজে আমি গিয়েছিলাম । তবে সেটা পাইনি । একজন ভদ্রলোক ছিলেন যাকে দেখে শুনে ভদ্রলোকই মনে হল । কিন্তু উনাদের ব্যবহার অত্যন্ত খারাপ । প্রতি মাসে ওনারা বেতন পান, যা নিশ্চিত । যদি সেটা না পেতেন তাহলে ব্যবহারটা অন্যরকম হত । স্ট্যাম্পটা যে আসেনি এই কথাটা উনি অত্যন্ত গর্বের সঙ্গে বললেন বলেই মনে হল । দেখে মনে হল স্ট্যাম্পটা আসেনি বলে উনি অত্যন্ত আনন্দ পাচ্ছেন ।"

প্রসঙ্গত, রাম জন্মভূমি ও রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার স্ট্যাম্প প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া বিশ্বের 20টি দেশে রামকে কেন্দ্র করে প্রকাশিত স্ট্যাম্পের একটি সংগ্রহও প্রকাশ করেন তিনি ৷ শ্রী রাম জন্মভূমি মন্দির নিয়ে প্রকাশিত এই পোস্টাল স্ট্যাম্পে রামায়ণের মুখ্য চরিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে ৷ রয়েছে চতুষ্পদ 'মঙ্গল ভবন অমঙ্গল হরি', সরযূ নদী আর রাম মন্দিরকে ঘিরে থাকা স্থাপত্য ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এই পোস্টাল স্ট্যাম্পে পঞ্চভূতের বা পৃথিবীর পাঁচটি মৌলিক উপাদান - আকাশ, বাতাস, আগুন, মাটি ও জলের কথা জানানো হয়েছে ৷ অযোধ্যা থেকে সংগৃহীত মাটি, সরযূর জল ও চন্দন ব্যবহার করে এই স্ট্যাম্প তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.