ETV Bharat / state

‘মানসিকভাবে ভেঙে পড়ছে দিলীপ দা’, মেদিনীপুরের সভা থেকে কটাক্ষ জুনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 11:03 PM IST

Lok Sabha Elections 2024: ‘‘দিলীপদা মানসিকভাবে ভেঙে পড়েছেন । তাই এসব কথা বলছেন ৷ লড়াই এখনও অনেক বাকি, দেরি আছে খেলা হওয়ার ।’’ বুধবার মেদিনীপুরে নিজ কেন্দ্রে প্রচারে এসে দিলীপ ঘোষকে কটাক্ষ জুন মালিয়ার ৷

Lok Sabha Elections 2024
জুন মালিয়া

মেদিনীপুরে প্রচারে জুন মালিয়া

মেদিনীপুর, 13 মার্চ: "দিলীপ দা মানসিকভাবে ভেঙে পড়েছেন । কারণ তাঁর এ গ্রুপে নাম নেই ৷ বি-গ্রুপে নাম বেরোবে কি না তাও অনিশ্চিত । আর তাই এসব কথা বলছেন ৷ লড়াই এখনও অনেক বাকি, দেরি আছে খেলা হওয়ার ।’’ বুধবার মেদিনীপুরের লোকসভা নির্বাচনের প্রচারে এসে দিলীপ ঘোষকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের পদপ্রার্থী জুন মালিয়া । আসন্ন লোকসভা নির্বাচনের মেদিনীপুর (সদর) কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি ৷

রবিবার বিগ্রেডে 'জনগর্জন' এর মঞ্চ থেকে বঙ্গের 42টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মেদিনীপুর কেন্দ্রের টিকিট পাওয়ার পর নিজের কেন্দ্রে প্রচারে যান মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। এদিন স্থানীয় প্রদ্যুৎ স্মৃতি সদনে একটি সভাও করেন ৷ সেখানেই উপস্থিত ছিলেন জেলাস্তরের তৃণমূল নেতা থেকে শুরু করে জেলার সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দিনেন রায় (খড়গপুর), প্রদ্যুৎ ঘোষ-সহ আরও অনেকে ৷ এই প্রস্তুতি সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ।

মঙ্গলবার তৃণমূলের বাইক ব়্যালিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ৷ বিজেপি নেতা দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্যের পালটা উত্তরে জুন বলেন, ‘‘দিলীপবাবু অত্যন্ত ভালো মানুষ । কিন্তু বিজেপি’র প্রথম দফার প্রার্থী তালিকায় তাঁর নাম নেই ৷ দ্বিতীয় দফায় নাম থাকবে কি না সেই নিশ্চয়তা নেই । মানসিকভাবে ভেঙে পড়ে এইসব মন্তব্য করেছেন । তবে দিলীপ’দা কে বলব এখনই মানসিকভাবে ভেঙে না-পড়তে । কারণ খেলা অনেক হবে, হাসি-কান্না অনেক হবে, ভোটের লড়াই হবে, তাই প্রস্তুত থাকতে ।’’

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে মেদিনীপুরের পঞ্চুর চক কলেজ স্কোয়ারে একটি যুব আড্ডার ডাক দিয়েছিল বিজেপি । সেই যুব আড্ডাতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । অভিযোগ, তৃণমূলের একটি বাইকের ব়্যালি যাওয়ার সময় ‘চোর’, ‘চোর’ স্লোগান দিতে থাকে বিজেপি । বিজেপি নেতা দিলীপ ঘোষের গলাতেও এই একই স্লোগান শোনা যায় ৷ তৃণমূল নেতা-কর্মীদের তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি । পাশাপাশি একহাত নেন পুলিশ এবং পুলিশ সুপারকে । যেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলেও বড়সড় কোনও গণ্ডগোলের সৃষ্টি হয়নি ৷

আরও পড়ুন:

  1. সুন্দর মুখ দেখে ভোট দেবে না মানুষ, জুন মালিয়াকে কটাক্ষ
  2. 'কানের নীচে থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না', 'চোর' স্লোগানে মেজাজ হারালেন দিলীপ
  3. বারবার দলবদলে নেতার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়, অর্জুনকে দিলীপ-বাণ; বোধোদয় বলছেন সুকান্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.