ETV Bharat / state

সাতসকালে মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, এলাকায় কেন্দ্রীয় বাহিনী

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 1:02 PM IST

IT raids at Swarup Biswas home: সাতসকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে ৷ এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 20 মার্চ: বুধবার সাতসকালে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর দফতর । কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে গোটা বাড়ি । বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷

বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আয়কর বিভাগের আধিকারিকরা হাজির হন মন্ত্রীর ভাই তথা তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে । সূত্রের খবর, তাঁদের বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখছেন আয়করের আধিকারিকরা ৷ কোথাও কোনও করফাঁকির প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি, স্বরূপ বিশ্বাস ও জুঁই বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে ৷

এ দিন সকাল থেকে নিউ আলিপুর, বেহালা, পর্ণশ্রী-সহ পাঁচ জায়গায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন । ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের বিভিন্ন ঠিকানায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা । সূত্রের খবর, ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেট - এই দুটি সংস্থার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে শুরু হয়েছে তদন্ত ৷ সেই তদন্তে নেমে এই দুটি সংস্থার বিভিন্ন ঠিকানায় বুধবার ভোরবেলা থেকে হানা দেয় আয়কর দফতর ৷ পাঁচটি দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকায় হানা দেন আয়করের আধিকারিকরা ৷

তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ অনুযায়ী কোনও তথ্য-প্রমাণ আয়করের আধিকারিকদের হাতে এসেছে কি না, তা এখনও স্পষ্ট জানা যায়নি ৷ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখে মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন:

  1. স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির
  2. ভোট লুঠ করেন অরূপ-স্বরূপ, তোপ বাবুলের
  3. প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি-সহ আসানসোলের 9 জায়গায় আয়কর হানা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.