ETV Bharat / state

সমঝোতায় না-হেঁটে 8টি আসনে প্রার্থী ঘোষণা আইএসএফের - Lok Sabha Elections

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 8:20 PM IST

Updated : Mar 21, 2024, 9:03 PM IST

Etv Bharat
Etv Bharat

ISF Candidates List: বামেদের সঙ্গে জোট ছাড়াই 8 লোকসভা কেন্দ্রে প্রার্থীতালিকা ঘোষণা করল আইএসএফ ৷ তবে বাকি আসনগুলির জন্য জোট ভবিষ্যৎ কী হবে তা এখনও জানা যায়নি ৷

ফুরফুরা, 21 মার্চ: বামেদের সঙ্গে আসন সমঝোতা না-করেই সরাসরি 8টি আসনে প্রার্থী ঘোষণা করল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। আজ বৃহস্পতিবার ফুরফুরা শরিফে আইএসএফের রাজ্য কমিটির নেতৃত্বের বৈঠকের শেষে আনুষ্ঠানিকভাবে 8 জনের নাম ঘোষণা করেন দলের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক । যদিও বাকি আসনগুলিতে জোট হবে কি না, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি দল ৷

প্রার্থীরা হলেন :

  • মালদা উত্তর - মহঃ সোহরাব
  • জয়নগর - মেঘনাদ হালদার
  • মুর্শিদাবাদ - হাবিব সেখ
  • বারাসত - তাপস বন্দ্যোপাধ্যায়
  • বসিরহাট - মহঃ সইদুল ইসলাম মোল্লা
  • মথুরাপুর - অজয় কুমার দাস
  • শ্রীরামপুর - সাহরিয়ার মল্লিক
  • ঝাড়গ্রাম - বাপি সোরেন

তবে ডায়মন্ড হারবার আসন-সহ বাকিগুলিতে জোট জল্পনা জিইয়ে রেখেছে নওশাদ সিদ্দিকীর দল ৷ ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ভাঙড়ের বিধায়ক তথা নওশাদ সিদ্দিকী । বামেরাও এখনও ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা করেনি ৷ সেক্ষেত্রে এই আসনে জোট হবে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ তবে শ্রীরামপুরে বামেরা দীপ্সিতা ধরকে প্রার্থী করার পরেও আইএসএফ প্রার্থী করেছে সাহারিয়ার মল্লিককে ।

গত বিধানসভা ভোটে যে বামেদের হাত ধরে আইএসএফ ভোট যুদ্ধে নেমে ছিল । এবারের লোকসভা ভোটে আপাতত আট আসনে প্রার্থী ঘোষণা করে কার্যত একলা চলো নীতি নিল তারা । এদিকে প্রথম দফায় 16 জন প্রার্থীর নাম ঘোষণা করে জোট ভবিষ্যৎ নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, জোট না আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে । এই বিষয়ে আইএসএফের দাবি ছিল, তিনবার বামেদের সঙ্গে আলোচনা হয়েছে আসন রফা নিয়ে । তবে তাতে কোনও সমাধান সূত্র মেলেনি । আটটি আসনে তারা প্রার্থী দিতে পারেন বলে জানিয়েছিল আইএসএফ নেতৃত্ব ।

বৃহস্পতিবার ফুরফুরায় সাংবাদিক বৈঠক করে সেই আট আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে আইএসএফ । যদিও আজকের প্রথম পর্বের প্রার্থী তালিকায় নওশাদ সিদ্দিকীর নাম ঘোষণা হয়নি । এই বিষয়ে নওশাদ জানান, রাজ্য কমিটিতে আলোচনা হয়েছে এখনও আলোচনার পথ খোলা আছে । আইএসএফের জন্ম হয়েছে ফুরফুরা থেকে ৷ সেই ফুরফুরা শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে পড়ে । এছাড়াও শ্রীরামপুরের লোকসভার চন্ডীতলা, জাঙ্গিপাড়া, ডোমজুড় ও জগৎবল্লভপুরের মতো অনেক জায়গায় আইএসএফের শক্তি আছে । এখনও আলোচনার রাস্তা খোলা আছে ।

নওশাদ সিদ্দিকীর কথায়, "আমরা একটু এগিয়ে যাচ্ছি ৷ বাম বা কংগ্রেসও এগিয়ে আসবে এটা আমরা আশা করছি । আমরা প্রথম পর্বের প্রার্থীতালিকা প্রকাশ করেছি । এরপর প্রয়োজন হলে দ্বিতীয়, তৃতীয় হতে পারে । এর মধ্যে তারা যদি জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয় তাহলে আশা করছি সব ঠিক হয়ে যাবে । জোটের ব্যাপারে আমরা 100 শতাংশ পজিটিভ আছি । বামেরা যাদবপুর নিয়ে সেন্টিমেন্টের কথা বলে ৷ আমাদেরও সেন্টিমেন্ট আছে । কারণ ওখানে একটা বিধানসভা শুধু জিতে আছি তা নয়, অন্য কয়েকটি বিধানসভাতেও আইএসএফের শক্তি ভালো আছে ।

আরও পড়ুন :

  1. কাটল না জোট-জট, লোকসভায় নির্বাচনে নওশাদদের মন্ত্র 'একলা চলো'
  2. আইএসএফ ও কংগ্রেসের হাত ধরেই ভোটের ময়দানে বামেরা
  3. জোট আরও জটিল, বামেদের আগেই যাদবপুর-সহ আট কেন্দ্রে লড়াইয়ের ঘোষণা আইএসএফের
Last Updated :Mar 21, 2024, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.