ETV Bharat / state

কলকাতায় ব্যবসায়ীর অফিসে আয়কর হানা, ভোটের মুখে উদ্ধার 58 লক্ষ টাকা - Income Tax Raid In Kolkata

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 4:01 PM IST

Updated : Mar 29, 2024, 4:35 PM IST

IT Raid In Kolkata: লোকসভা ভোটের মুখে, শুক্রবার আয়কর দফতরের গোয়েন্দারা হানা দিলেন কলকাতার এক ব্যবসায়ীর অফিসে৷ সেখান থেকে প্রায় 58 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে৷ সম্প্রতি, আয়কর দফতরের গোয়েন্দা শাখা রাজ্যের এক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে টানা তিন দিন ধরে তল্লাশি চালায়।

IT Raid In Kolkata
কলকাতায় ব্যবসায়ীর অফিসে আয়কর হানা, আটক ৫৮ লক্ষ টাকা

কলকাতা, 29 মার্চ: লোকসভা নির্বাচনের মুখে খাস কলকাতা থেকে উদ্ধার বিপুল অঙ্কের টাকা ৷ বুধবার রাতে আয়কর দফতরের গোয়েন্দারা হানা দেন কলকাতার এক ব্যবসায়ীর অফিসে ৷ দু’দিন ধরে টানা তল্লাশির পর আজ সেখান থেকে প্রায় 58 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ জানা গিয়েছে, ওই ব্যবসায়ী পশ্চিমবঙ্গে প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের প্রস্তুতকারক । তাঁর অফিস থেকে উদ্ধার হওয়া টাকা সম্পর্কে সঠিক তথ্য না-দিতে পারায় ওই নগদ বাজেয়াপ্ত করেন আয়কর দফতরের গোয়েন্দারা ৷

সম্প্রতি, আয়কর দফতরের গোয়েন্দা শাখা রাজ্যের এক মন্ত্রীর ভাইয়ের সম্পত্তিতে টানা তিনদিন ধরে তল্লাশি চালায় । এই আয়কর দফতরের তল্লাশি অভিযান সম্পর্কে তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন, "কেন্দ্রীয় এজেন্সিগুলির এই অভিযান বিজেপির দ্বারা চালিত হচ্ছে ৷ যার লক্ষ্য বিরোধীদল দ্বারা শাসিত রাজ্যগুলি ৷ যেসব রাজ্যে গেরুয়া শিবির ক্ষমতায় রয়েছে, তাদের রক্ষা করছে এজেন্সি ।"

এর পাল্টা জবাবে বিজেপির একজন মুখপাত্র বলেন, "আয়কর দফতরের এই তল্লাশি অভিযানগুলি সাধারণত ভোটের আগেই করা হয় এবং এই সব ঘটনাও তার ব্যতিক্রম নয়।" ভোটের উদ্দেশ্যে কালো টাকার ব্যবহার রোধ করতে এবং আসন্ন লোকসভা নির্বাচনে ব্যক্তি বা দলগুলির দ্বারা আর্থিক প্রলোভন রোধ করতে আয়কর দফতর একটি কনট্রোল রুম চালু করেছে যেটি আগামী 4 জুন পর্যন্ত সব সময় খোলা থাকবে৷

19 এপ্রিল রাজ্যের তিন কেন্দ্রে প্রথম দফার ভোট। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট হতে চলেছে ওই দিন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকেই অবাধ, স্বচ্ছ ভোট করানোর জন্য সক্রিয় পদক্ষেপ করছে কমিশন। স্বচ্ছ ভোট করানোর জন্য এখানে কালো টাকার ব্যবহার রুখতেই বিভিন্ন জায়গায় আয়কর দফতরের এই তল্লাশি অভিযান চলছে৷

আরও পড়ুন:

  1. দুটি নির্মাণ সংস্থার কর ফাঁকিতে স্বরূপ বিশ্বাসের কী যোগ ? জানতে জারি আয়কর তল্লাশি
  2. প্রাক্তন আইএফএ সচিবের বাড়িতে আয়কর হানা, বিদেশি মদ ব্যবসায় কারচুপির অভিযোগ
  3. কানপুরের তামাক ব্যবসায়ীর দিল্লির বাড়িতে আয়কর হানা, উদ্ধার আড়াই কোটি টাকার গয়না
Last Updated : Mar 29, 2024, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.